West Bengal Weather : উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কার মধ্যেই, অক্টোবর মাসে আরও দুটি ঘূর্ণাবর্তের ইঙ্গিত
Weather Update : বঙ্গোপসাগরে অক্টোবর মাসে আরও দুটি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : দশমীর বিসর্জনের সময়ই জলপাইগুড়ির মালবাজারে হড়পা বানে ঘটে গেছে ভয়ঙ্কর ঘটনা।
এরইমধ্যে প্রবল বৃষ্টির জেরে শনিবার সিকিমের সিংতামে ধস নামে। এবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ৪ জেলায়।
ধসের আশঙ্কা
এর জেরে ধস নামতে পারে পাহাড়ে। গত কয়েকদিন ধরেই বৃষ্টির বিরাম নেই উত্তরবঙ্গে। তার ওপর এবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
কোন কোন জেলায় বৃষ্টি ?
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বেলা যত বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি দুটোই বাড়বে। উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি সব জেলাতেই। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী ২৪ ঘন্টায়। বুধবারেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। বুধবারে দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। সিকিম ও উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় যে প্রবল বৃষ্টি হচ্ছিল সেই প্রবল বৃষ্টির পরিমাণ কমবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বুধবার পর্যন্ত।
ভারী ও অতি বৃষ্টির কারণে পার্বত্য এলাকায় বেশ কিছু জায়গায় ধ্বস নামতে পারে। নদীর জলস্তর ইতি মধ্যেই বাড়তে শুরু করেছে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, বৃষ্টি কিছুটা বাড়বে। তার আগে আগামী ২৪ ঘণ্টায় গরম ও অস্বস্তি থাকবে।
অক্টোবর মাসে আরও দুটি ঘূর্ণাবর্ত
বঙ্গোপসাগরে অক্টোবর মাসে আরও দুটি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ১৫ ই অক্টোবরের মধ্যে একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এবং আরও একটি ঘূর্ণাবর্ত ২০ শে অক্টোবর এর মধ্যে মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে । এই ঘূর্ণাবর্ত টি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা থাকছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
হু হু করে ভেজা হাওয়া, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, পর্যটনে প্রকৃতি কাঁটা দার্জিলিংয়ে