Weather Update: জুনের শুরুতেই চরম অস্বস্তি দক্ষিণবঙ্গে, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা
Weather Forecast: অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আরও কিছুটা এগিয়ে বাংলা, বিহার, ওড়িশা, সিকিম রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। সপ্তাহান্তে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা (Weather Update)। উপরের পাঁচ জেলাতেই অতি ভারী বৃষ্টির সতর্কতা। আপাতত দক্ষিণবঙ্গে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা। আগামী তিন চার দিনে চার পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে।
বর্ষা আসছে: অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আরও কিছুটা এগিয়ে বাংলা, বিহার, ওড়িশা, সিকিম রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা। দশদিন আগেই বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। এখন প্রশ্ন হল, দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা?
দক্ষিণবঙ্গের আবহাওয়া: সোমবার পর্যন্ত স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। খুব সামান্য সময়ের সামান্য বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে হালকা ঝড়ো বাতাস বইতে পারে। তাপমাত্রা বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বিভিন্ন জেলাতে। জুন মাসের প্রথম সপ্তাহে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। গরম ও শুষ্ক আবহাওয়া সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় জনিত অস্বস্তি ভোগাতে পারে।
আগামী কয়েকদিনের কলকাতার আবহাওয়া
সূত্র: IMD
| |||||||||||||||||||||||||||||||||||||||||
উত্তরবঙ্গের আবহাওয়া: শনিবারের মতো আজও রবিবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং জেলাতে। এই দুই জেলাতে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা। বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম। রবিবারের পরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। জুন মাসের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টির আশঙ্কা কম হলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। IMD সূত্রে খবর, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টি হবে (৭ থেকে ১১ সেমি পর্যন্ত)।
ভিন রাজ্যের আবহাওয়া: প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরবঙ্গ ও সিকিমে অতি ভারী বৃষ্টি বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টি কর্ণাটক, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকালে। জম্মু ও কাশ্মীর লাদাখ মোজাফফরাবাদ কেরালা মাহে কঙ্কন গোয়াতে। বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির আশঙ্কা হিমাচল প্রদেশে।






















