(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal: টাকা নিয়েও চাকরি না দেওয়ার অভিযোগ, কোতুলপুরে BJP সাংসদ সৌমিত্র খাঁ-র গাড়ি আটকানোর চেষ্টা
Soumitra Khan: বিক্ষোভকারীরা সাংসদের গাড়ি আটকানোর চেষ্টা করেন। বিক্ষুব্ধ যুবকেরা সাংসদের গাড়ি বেশ কিছুটা তাড়া করে যান বলেও খবর।
তুহিন অধিকারী, বাঁকুড়া: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে রাজ্য রাজনীতি যখন তোলপাড়, একের পর এক তৃণমূল (TMC) নেতা-কর্মীকে গ্রেফতার বা তলব করছে সিবিআই (CBI), ইডি-র (ED) মতো কেন্দ্রীয় সংস্থা, তখন টাকা নিয়েও চাকরি না দেওয়ার অভিযোগ উঠল বিজেপি (BJP) সাংসদের বিরুদ্ধে।
কোতুলপুরে এলাকার কয়েকজন যুবকের বিক্ষোভের মুখে পড়লেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। বিক্ষোভকারীরা সাংসদের গাড়ি আটকানোর চেষ্টা করেন। বিক্ষুব্ধ যুবকেরা সাংসদের গাড়ি বেশ কিছুটা তাড়া করে যান বলেও খবর। পরে সিআইএসএফ এর সহযোগিতায় সাংসদ গাড়িতে চড়েই এলাকা ছেড়ে যান।
সোমবার বাঁকুড়ার কোতুলপুর থেকে লাউগ্রামে দলীয় কর্মীর বাড়িতে যান সৌমিত্র খাঁ। জানা গিয়েছে, লাউগ্রামে যাওয়ার পথে কোতুলপুর মিল মোড় এলাকার বেশ কয়েকজন যুবক তাঁর গাড়ি ঘিরে ধরে কথা বলতে চান। সৌমিত্র খাঁ তাঁদের কোনও কথা না শুনে সঙ্গে থাকা সিআইএসএফ এর সাহায্যে গাড়িতে চড়েই এলাকা ছেড়ে লাউগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যান। এলাকা ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা বেশ কিছুটা সাংসদের গাড়িকে তাড়া করে যান বলে জানা গিয়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, চাকরি করে দেওয়ার নাম করে সৌমিত্র খাঁ ২০১৫ সালে তাঁদের কাছে লক্ষাধিক টাকা নেন। কিন্তু চাকরি মেলেনি। এদিন সেই টাকা ফেরত চাইতে গেলে সৌমিত্র খাঁ তাঁদের সাথে কথা না বলে ধমক দিয়ে সিআইএসএফ এর সাহায্য নিয়ে এলাকা ছেড়ে চলে যান বলে অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা।
বিষয়টি নিয়ে সাংসদ সৌমিত্র খাঁ বলেন, 'এলাকায় ভাল কাজ হচ্ছে। তাই তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছে।' কারা এই বিক্ষোভ দেখিয়েছেন, তাঁদের তিনি চেনেন না বলেও দাবি করেছেন বিজেপি সাংসদ। চাকরি করে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগও অস্বীকার করেছেন সৌমিত্র।
আরও পড়ুন: গায়ে জাতীয় পতাকা জড়িয়েই আর্শাদকে ছবি তোলার আহ্বান নীরজের, কী করলেন পাক অ্যাথলিট?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন