News Live: ছাত্রীকে 'গণধর্ষণ', সেই সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল?
News Live Update: রাজ্য় ও দেশের বিভিন্ন খবর এক ঝলকে এক ক্লিকেই এখন আপনার কাছে - - - -
LIVE

Background
ধোপে টিকল না রাজ্য, কমিশনের সওয়াল। চিহ্নিত অযোগ্যদের আর নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ নয়, জানিয়ে দিল হাইকোর্ট। আবেদন করলেও বাতিলের নির্দেশ।
'চিহ্নিত অযোগ্যদের সুযোগ নয়'
হাইকোর্টে কার্যত চিহ্নিত অযোগ্যদের পাশেই দাঁড়াল স্কুল সার্ভিস কমিশন। কিছু প্রমাণ হয়েছে? কারও দোষ প্রমাণিত হয়েছে কি? হাইকোর্টে সওয়াল এসএসসি-র আইনজীবী কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের।
অযোগ্যদের পাশে SSC, রাজ্য?
এতবড় দুর্নীতির অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট। তারপরও বলবেন কারও দোষ প্রমাণ হয়েছে? প্রশ্ন বিচারপতির সৌগত ভট্টাচার্যর। এই ব্যাখ্যা প্রত্যাশিত নয়। মন্তব্য বিচারপতির।
ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য়। ৭ দিনেরও বেশি পঠনপাঠন বন্ধ থাকার পর খুলল ল কলেজ। দুপুর ২টো অবধি থাকতে পারবেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা।
কালীগঞ্জে জাতীয় মহিলা কমিশন। কান্নায় ভাঙলেন তামান্নার মা। বয়ান রেকর্ড করল কমিশন। ( অ্যাম)
রাজন্যা বিতর্কে এবার আসরে জুঁই বিশ্বাস। যারা মাথায় তুলেছিলেন, তাঁদের যোগ্যতা নিয়েও সন্দেহ আছে। দু'দিন এসেই নেত্রী? সোশাল মিডিয়ায় নাম না করে খোঁচা তৃণমূল কাউন্সিলরের।
কাটোয়ায় বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু। রাজুয়া গ্রামে বিস্ফোরণস্থলে বম্ব স্কোয়াড। আরও বোমা-বিস্ফোরক আছে কিনা, জানতে তল্লাশি। নমুনা সংগ্রহ ফরেন্সিক বিশেষজ্ঞদেরও।
২১ জুলাই প্রস্তুতির সভামঞ্চেই তুলকালাম। মালদার হরিশ্চন্দ্রপুরে মন্ত্রী ও জেলা পরিষদের সদস্যের সংঘাত। দুপক্ষের অনুগামীদের বচসা ধস্তাধস্তি।
কৃষ্ণনগরে রেষারেষির জেরে রাস্তার পাশে উল্টে গেল বাস। জখম আনুমানিক ৩০ । শিলিগুড়ির সেবক আউটপোস্টের কাছে ধস। গাড়ির উপর মাটি-পাথর। অল্পের জন্য রক্ষা।
ঝাড়গ্রামে ফের লোকালয়ে হাতি। সাঁকরাইলে গজরাজের লেজ ধরে টানাটানি। দীর্ঘক্ষণ উত্যক্ত করার অভিযোগ। বনকর্মীদের দেরিতে আসার অভিযোগ।
WB News Live: রাজন্যার মন্তব্য বিতর্কের মধ্যেই এবার তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসের পোস্ট
রাজন্যার মন্তব্য বিতর্কের মধ্যেই এবার তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসের পোস্ট
ফেসবুক পোস্টে প্রাক্তন টিএমসিপি নেত্রীর নাম না করে মন্তব্য জুঁই বিশ্বাসের
'যোগ্যতা বিচারের জন্যও যোগ্যতা লাগে'
'একে যাঁরা মাথায় তুলেছিলেন, তাঁদের যোগ্যতা নিয়েও সন্দেহ আছে'
'না নেত্রী হওয়ার যোগ্যতা আছে, না অভিনেত্রী'
দু'দিন এসেই নেত্রী?, কটাক্ষ জুঁই বিশ্বাসের
News Live: খড়গপুরে প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে মারধর, তৃণমূল নেত্রীকে অবশেষে বহিষ্কার করল
খড়গপুরে প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে মারধর, জুতোপেটা
অভিযুক্ত তৃণমূল নেত্রীকে অবশেষে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস
খড়গপুরের খরিদায় বাম নেতা অনিল দাসকে রাস্তায় ফেলে মারধর, মেরে ছিড়ে দেওয়া হয় পোশাক
আক্রান্ত অনিল দাস ওরফে ভীম, সিপিএমের খড়গপুর জোনাল কমিটির প্রাক্তন সদস্য
ভরা বাজারে রাস্তায় ফেলে জুতো দিয়ে পিটিয়ে গায়ে-মাথায় ঢেলে দেওয়া হয় কালি
থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত বাম নেতা, হাইকোর্টের দ্বারস্থ হন অনিল দাস
'খুশি নই, চারজনের গ্রেফতারি চাই', প্রতিক্রিয়া অনিল দাসের
খড়গপুর শহর থেকে খড়গপুর টাউন থানা পর্যন্ত প্রতিবাদ মিছিল খড়গপুর প্রগতিশীল গণতান্ত্রিক প্রতিবাদী নাগরিক মঞ্চের






















