West Bengal News Live: রাতের আকাশে বিরল মহাজাগতিক ঘটনা, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সঙ্গে ব্লাড মুনের সাক্ষী কলকাতা
West Bengal News Update: রাজ্য ও জেলার বিভিন্ন প্রান্তের নানা খবরের এক ঝলক এখন এক ক্লিকেই আপনার কাছে------
LIVE

Background
দাগি তালিকায় তোলপাড়ের মধ্যেই SSC-র অ্যাসিড টেস্ট। নির্বিঘ্নেই শেষ হল নবম দশমের নিয়োগ পরীক্ষা। চাকরিহারা সহ পরীক্ষা দিলেন প্রায় ৩ লক্ষ।
২০১৬-র নিয়োগে ওএমআর-এ ভুরি ভুরি কারচুপির অভিযোগ। এবার স্বচ্ছতার স্বার্থে পরীক্ষার্থীদের দেওয়া হল OMR শিটের কার্বন কপি। আশাবাদী চাকরিপ্রার্থীরা।
পরীক্ষাকেন্দ্রেও প্রতিবাদ। কালো পোশাক পরে পরীক্ষায় চাকরিহারা যোগ্য শিক্ষকদের একাংশ।
রাজ্যের নিয়োগ পরীক্ষায় ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও। কলকাতা-সহ একাধিক জেলায় যোগীরাজ্যের চাকরিপ্রার্থীরা।
বাংলায় SSC পরীক্ষায় ডবল ইঞ্জিন সরকারের রাজ্যের কর্মপ্রার্থীরা। ওখানে চাকরি নেই, তাই এসেছেন। বিজেপিকে খোঁচা তৃণমূলের। রেজাল্ট ভাল করলেও শূন্য পাবে না তো? পাল্টা কটাক্ষ সজলের।
তেহট্টে বালককে নৃশংস খুনকাণ্ডে গ্রেফতার চার। পুলিশের জালে গণপিটুনিতে নিহত প্রতিবেশীর ছেলে-সহ চার আত্মীয়। মোট ৭ জনের বিরুদ্ধে অভিযোগ। খুনের ধারাতেও মামলা রুজু।
হরিদেবপুরে গণধর্ষণের অভিযোগ। জন্মদিনের পার্টিতে ডেকে নির্যাতন। গণধর্ষণের মামলা রুজু। পলাতক ২ অভিযুক্ত।
GST সংস্কারের পর প্রচারে নামছে বিজেপি। সংসদ ভবনে বিজেপি সাংসদদের নিয়ে আজ থেকে ২ দিনের GST কর্মশালা। প্রধানমন্ত্রীকে সম্মানিত করা হতে পারে, খবর সূত্রের।
'দ্য বেঙ্গল ফাইলস' রিলিজ ঘিরেও সংঘাত। পশ্চিমবঙ্গে ছবি দেখাতে দেওয়া হচ্ছে না। শিল্পের কণ্ঠরোধ। অভিযোগ বিজেপির। ডিস্ট্রিবিউটর, হল মালিকদের সিদ্ধান্ত। পাল্টা তৃণমূলের।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সঙ্গে ব্লাড মুনের সাক্ষী হতে চলেছে কলকাতা। রাত ৮টা ৫৭-য় চন্দ্রগ্রহণ শুরু, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রাত ১১টায়। ছাড়বে রাত ১২টা ২২-এ।
WB Live: নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে উত্তেজনা, গ্রেফতার ৪
ভুল পেনাল্টি ঘোষণা, রেফারিকে মাঠে ফেলে বেধড়ক মার! নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে উত্তেজনা, গ্রেফতার ৪। সুপার ডিভিশনের ফাইনাল ম্যাচ ঘিরে ধুন্ধুমার। বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে ম্যাচ ছিল খড়দার সূর্য সেন স্পোর্টিং ক্লাবের। ৭১ মিনিটের মাথায় পেনাল্টি পায় বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাব। ভুল সিদ্ধান্তের অভিযোগ তুলে রেফারিকে মারধরের অভিযোগ। সূর্য সেন স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে মারধরের অভিযোগ
নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি আহত রেফারি চরণ হেমব্রম। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন নৈহাটির বিধায়ক সনৎ দে।
News Live: পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সঙ্গে ব্লাড মুনের সাক্ষী হতে চলেছে কলকাতা
রাতের আকাশে বিরল মহাজাগতিক ঘটনা। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সঙ্গে ব্লাড মুনের সাক্ষী হতে চলেছে কলকাতা। রাত ৯ টা ৫৭-য় শুরু চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রাত ১১টায়। ছাড়বে রাত ১২টা ২২-এ।






















