TET 2014 : প্রাথমিক টেট উত্তীর্ণদের দাবি মানল না পর্ষদ, আন্দোলনকারীদের দাবি অন্যায্য, বলল পর্ষদ
TET Agitation : আন্দোলনকারীদের দাবি অন্যায্য, আইননানুগ নয়, দাবি পর্ষদের । এদিকে অনড় চাকরিপ্রার্থীরাও
কৃষ্ণেন্দু অধিকারী, ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : প্রাথমিক টেট ( Primary TET ) উত্তীর্ণদের দাবি মানল না পর্ষদ। আন্দোলনকারীদের দাবি অন্যায্য, আইননানুগ নয়, দাবি পর্ষদের । এদিকে অনড় চাকরিপ্রার্থীরাও। ৮ বছর ধরে তাঁরা পাশ করেও চাকরি পাননি। তাই তাঁরাও আন্দোলন থেকে সরবেন না বলে জানিয়েছেন। আমরণ অনশন চালিয়ে যাবেন বলে জানিয়ে দিলেন বিক্ষোভকারীরা।
'বয়সের ঊর্ধ্বসীমা নিয়েও কিছু করার নেই'
মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল সরাসরি জানিয়ে দেন. ‘পরপর দু’বার ইন্টারভিউ দিয়েও প্যানেলভুক্ত হননি ২০১৪-র টেট ( TET 2014 ) চাকরিপ্রার্থীরা। বয়সের ঊর্ধ্বসীমা নিয়েও কিছু করার নেই আমাদের’। বয়সের ঊর্ধ্বসীমার সিদ্ধান্ত সরকারের কোর্টেই ছাড়ল পর্ষদ।
এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) জানান, এই বিষয়টি আদালতের বিচারাধীন। তাই তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
আন্দোলনের প্রেক্ষাপট
২৫ ঘণ্টা পার হয়ে গেলেও হকের চাকরির দাবিতে সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে লাগাতার অবস্থান-আন্দোলন জারি রেখেছেন ২০১৪-র প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। তার মাঝেই অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন আন্দোলনকারী। তারপর মঙ্গলবার অনশন আন্দোলন শুরু করেন আন্দোলনকারীরা। নিজেদের কাছে থাকা খাবার-জল ফেলে আন্দোলন শুরু করেন চাকরিপ্রার্থীরা। পথে শুয়ে শুরু হয় আন্দোলন। তার কয়েক ঘণ্টার মধ্যেই পর্ষদ সভাপতি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, আন্দোলনকারীদের দাবি অন্যায্য, আইননানুগ নয় !
TET-এর চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে, সোমবার থেকে দফায় দফায় উত্তাল হয়ে ওঠে সল্টলেক করুণাময়ী। বেলা গড়িয়ে সন্ধে, হকের দাবিতে চলতে থাকল আন্দোলন। অবিলম্বে নিয়োগের দাবিতে, সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস অভিযানের ডাক দেয় চাকরিপ্রার্থীরা। দুপুর ১ টা নাগাদ, কয়েকজন আন্দোলনকারী পর্ষদের দিকে এগোতে গেলে, বাধা দেয় পুলিশ। তাদের আটক করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। এরপর, হঠাত্ই, করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে, ৩০০ মিটার দূরে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের দিকে ছুটতে শুরু করে। তাঁদের ধরতে গিয়ে দিশেহারা হয়ে পড়ে পুলিশ !
হাজার হাজার চাকরিপ্রার্থীর মধ্যে, কাকে ছেড়ে কাকে ধরবে! এরইমধ্যে, পর্ষদের সামনে ফুটপাতে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকশো চাকরিপ্রার্থী। মোবাইল ফোনের টর্চ জ্বেলে শুরু হয় আন্দোলন। বিক্ষোভকারীদের দাবি, ' আমরা বয়কট করছি। আমাদের নিয়োগ দিতে হবে। আমরা ২ বার পরীক্ষা দিয়েছি। ২ বার ইনটারভিউ দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ সিট ফাঁকা আছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা আছে। তবুও কাদের জন্য আমাদের নিয়োগ আটকে আছে?'
আন্দোলনকারীদের অপর দল, করুণাময়ী মোড়ে রাস্তা অবরোধ করে, বিক্ষোভ দেখাতে থাকে। আরেক বিক্ষোভরত চাকরিপ্রার্থী জানালেন, ' আমাদের হকের চাকরি আমাদের ফিরিয়ে দেওয়া হোক। আমি ৮ বছর ধরে বঞ্চিত।' আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের দাবি, তাঁরা প্রত্যেকেই ২০১৪-র TET পাস। ইন্টারভিউতেও ডাক পেয়েছেন। কিন্তু হয়নি চাকরি।
এরইমধ্যে, চলতি বছরে, নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। যেখানে, বলা হয়েছে, ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণরা অংশ নিতে পারবেন। কিন্তু একবার TET পাস করার পর, আর কতবার ইন্টারভিউ দিতে হবে? আর কতদিন অপেক্ষা করতে হবে?