DA Hike : ২০২৬-এর ভোটের আগে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, ৪ শতাংশ DA বাড়ানোর প্রস্তাব বাজেটে
West Bengal State Govt Employee DA Hike: স্পষ্টভাবে বাজেটে উল্লেখ করা হয়েছে, ৪ শতাংশ বাড়িয়ে এটাকে ১৮ শতাংশ করা হল।

উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা : রাজ্য বাজেটে ৪ শতাংশ DA বাড়ানোর প্রস্তাব। চার শতাংশ ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের। ২০২৬-এর ভোটের আগে পূর্ণাঙ্গ বাজেটে বড় সিদ্ধান্ত তৃণমূল সরকারের। Dearnes Allowance Hike For West Bengal Govt Employees
এবারের বাজেটে সবথেকে উল্লেখযোগ্য বিষয়, ৪ শতাংশ ডিএ বাড়ানোর প্রস্তাব। বাজেট বইয়ে উল্লেখ করা রয়েছে, এতদিন ১৪ শতাংশ ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীরা। এবার তা বেড়ে হচ্ছে ১৮ শতাংশ। যদিও রাজ্য সরকারি কর্মীদের একাংশের দাবি ছিল, কেন্দ্রীয় হারে DA দিতে হবে। কিন্তু, এখানে স্পষ্টভাবে বাজেটে উল্লেখ করা হয়েছে, ৪ শতাংশ বাড়িয়ে এটাকে ১৮ শতাংশ করা হল।
ন্যায়্য ডিএ-র দাবি দুই বছর ১৭ দিন ধরে শহিদ মিনারে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরাকির কর্মীদের একাংশ। এ প্রসঙ্গে শহিদ মিনারে DA আন্দোলনের মঞ্চ থেকে এক আন্দোলনকারী বলেন, "রাজ্য সরকার আমাদের প্রতি ১০০ টাকা পিছু ৩৯ টাকা চুরি করে আমাদের ৪ টাকা ফেরত দেবে। এতে আমরা কোনওভাবেই খুশি নই। আজ ভেবে দেখুন, আপনার কাছে আমি যদি ১০০ টাকার মধ্য়ে ৩৯ টাকা নিই,তারপর চোর ধরা পড়ার পর যদি ৪ টাকা ফেরত দিই, তাতে আমার স্বচ্ছতা বজায় থাকে না। আমাদের পুরো বকেয়া আরও যে ৩৫ শতাংশ আছে, সেটাও রাজ্য সরকারকে দিতে হবে। আমরা পুরো বকেয়া ডিএ না নিয়ে এই লড়াইয়ের ময়দান ছাড়ছি না। আগামী দিনে আমাদের এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। "
তাঁর সংযোজন, "কেন্দ্র সরকারের কর্মীরা আমাদের থেকে অনেক বেশি ডিএ পাচ্ছেন। একই বাজারে কেন্দ্রীয় সরকারি কর্মীরাও বাজার করতে যাচ্ছেন, আবার আমরাও বাজার করতে যাচ্ছি। তাঁরা বেশি বেশি কিনে আনছেন। আর আমাদের ঝোলার অর্ধেকও ভরছে না। তাহলে আমরা খুশি হব কী করে। "
গতকালই শুভেন্দু অধিকারী বলেছিলেন, "৩ শতাংশ DA বৃদ্ধি থাকতে পারে। হয়তো আমি বলার পর ওটা ৪ শতাংশ হয়ে যেতে পারে। আমরা কেন্দ্রীয় হারে চাই। চাকরির কোনও গল্প থাকবে না। শিল্প নিয়ে কালকে থাকবে।' প্রসঙ্গত, DA ইস্যুতে রাজ্যে কম জলঘোলা হয়নি। এদিকে বকেয়া ডিএ নিয়ে যাঁরা গলা চড়িয়েছেন, তাঁদের অনেককেই স্থানান্তরিত করা হয়েছে বলে অতীতে অভিযোগও ওঠে।






















