College Admission : কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি কবে থেকে ? বিজ্ঞপ্তি প্রকাশ
West Bengal College Admission : জাতীয় শিক্ষানীতি মেনে এই রাজ্যেও চার বছরের স্নাতক পাঠক্রমে ছাড়পত্র দিয়েছে শিক্ষা দফতর। চলতি শিক্ষাবর্ষ থেকেই নয়া ব্যবস্থা চালু হয়ে যাবে।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ইতিমধ্যে প্রকাশ পেয়েছে উচ্চ মাধ্যমিক (Uchha Madhyamik) ও সেই সমতুল বিভিন্ন পরীক্ষার ফলাফল। এবার জানিয়ে দেওয়া হল কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিনক্ষণও। মাঝে এখনও প্রায় এক মাস ! আগামী ১ জুলাই থেকে রাজ্যজুড়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, সামনের মাসের শুরু থেকে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে শুরু হবে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া।
অভিন্ন কেন্দ্রীয় অনলাইন সাইটে নয় প্রত্যেক কলেজের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেই ১ জুলাই থেকে শুরু হবে কলেজে নিয়োগ প্রক্রিয়া। যা চলবে ১৫ জুলাই পর্যন্ত। পনেরো দিনের অনলাইন ভর্তি আবেদনের পর ২০ জুলাই বিভিন্ন কলেজকে তাদের মেরিট লিস্ট প্রকাশ করতে হবে বলেই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। মেরিট লিস্ট প্রকাশের পর জুলাই মাসের শেষপর্যন্ত চলবে বিভিন্ন কলেজে ভর্তির পরের প্রক্রিয়া। ৩১ জুলাই পর্যন্ত মেরিট লিস্টের ভিত্তিতে নিয়োগ হবে। যার পরের দিন অর্থাৎ ১ অগাস্ট থেকে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমেস্টারের ক্লাস শুরু হয়ে যাবে।
যদিও মেরিট লিস্টে ভর্তির পরও কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে যদি আসন ফাঁকা থাকে তাহলে সেক্ষেত্র তারপরও চলবে ভর্তির প্রক্রিয়া। যদিও ৩১ অগাস্টের মধ্যে ফাঁকা আসনগুলিতে ভর্তির কাজ শেষ করতে হবে বলেই কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন- দুর্ঘটনার কবলে পরপর ৩ টি ট্রেন, ২ টি এক্সপ্রেস ও একটি মালগাড়ি লাইনচ্যুত, মৃত্যুমিছিল
প্রসঙ্গত, জাতীয় শিক্ষানীতি মেনে এই রাজ্যেও চার বছরের স্নাতক পাঠক্রমে ছাড়পত্র দিয়েছে শিক্ষা দফতর। চলতি শিক্ষাবর্ষ থেকেই নয়া ব্যবস্থা চালু হয়ে যাবে। যে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবার থেকে গ্র্যাজুয়েশন হবে ৪ বছরের। পাস কোর্স হবে ৩ বছরের। আমরা না করলে আমাদের ছাত্ররা পিছিয়ে পড়বে। যারা চার বছরের অনার্স করবে, মাস্টার্স করবে ১ বছরের।
কেন্দ্রীয় অনলাইন সাইটে ভর্তি এবারও না হওয়ার প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, কেন্দ্রীয় অনলাইনের পোর্টাল ঠিকমতো তৈরি করে কাজ চালু করতে এখনও মাস পাঁচ-ছয়েক সময় লাগবে। কিন্তু ইতিমধ্যে বিভিন্ন বোর্ডের দ্বাদশ স্তরের ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে। তাই এই অবস্থায় অনলাইন পোর্টালে ভর্তির প্রক্রিয়া চালানো হলে সেক্ষেত্রে ভর্তি প্রক্রিয়ায় ত্রুটি থাকার আশঙ্কা উপাচার্যদের, এমনটাই জানান শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?
Education Loan Information:
Calculate Education Loan EMI