(Source: ECI/ABP News/ABP Majha)
WB Corona Cases: একলাফে হাজার ছাড়াল রাজ্যের করোনা সংক্রমণ, বাড়ল মৃতের সংখ্যাও
রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১,০৮৯ জন। গতকাল রাজ্য়ে সংক্রমিতের সংখ্যা ছিল ৭৫২ জন।
কলকাতা: দেশে এবং রাজ্যে ক্রমাগত বাড়ছে ওমিক্রন আক্রান্তের (Omicron) সংখ্যা। বুধবারই পশ্চিমবঙ্গে (West Bengal) হদিশ মিলেছে নতুন ৫ ওমিক্রন আক্রান্তের। এই প্রেক্ষাপটে উদ্বেগ বাড়িয়ে লাফিয়ে বাড়ল করোনার সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১,০৮৯ জন। গতকাল রাজ্য়ে সংক্রমিতের সংখ্যা ছিল ৭৫২ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,৩২,৯০৬ জন।
গত ২৫ ডিসেম্বর পার্কস্ট্রিটের ছবিটা উদ্বেগ বাড়িয়েছিল। সিঁদুরে মেঘ দেখেছিলেন চিকিৎসকরা। সেইমতোই উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনা এবং ওমিক্রনের সংক্রমণ বাড়ছে। বুধবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনে। গতকাল যে সংখ্যাটা ছিল ৭। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে মোট ১৯,৭৪৫ জনের।
এই সময় পর্বে করোনামুক্ত হয়েছেন ৮০৭ জন। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৬,০৫,৪৩৪ জন। আজ রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। সরকারি হিসেবে ২৯ ডিসেম্বরে রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭,৭২৭।
করোনার পাশাপাশি, রাজ্যে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিদেশে না গিয়েও সংক্রমিত আরও চারজন। রাজ্যে নতুন করে পাঁচজন ওমিক্রন পজিটিভ। এদের মধ্যে একজনের বিদেশ যাত্রার রেকর্ড থাকলেও, বাকি চারজন বিদেশে যাননি। এই চারজনের মধ্যে ২ জন কলকাতার, বাকি ২ জন দমদম ও হাওড়ার বাসিন্দা। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, পাঁচ ওমিক্রন আক্রান্তের মধ্যে কারও মৃদু উপসর্গ রয়েছে। কেউ কেউ উপসর্গহীন। পাঁচজনই রয়েছেন হোম আইসোলেশনে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের তরফে মোট ১০৭ জনের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে পাঁচজনের নমুনায় ওমিক্রন ধরা পড়ে। রাজ্যে এই নিয়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সোমবার ২২৫টি ও গতকাল ৭০০টি নমুনা ওমিক্রন-পরীক্ষার জন্য পাঠানো হয়।
ওমিক্রন-উদ্বেগের মাঝেই দেশে করোনায় এক লাফে প্রায় ৪৪ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৩৫৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩০২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৯৩।
মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ৮ হাজার ৮৮৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮০ হাজার ৫৯২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, দেশের ২১টি রাজ্যে মিলেছে ওমিক্রন আক্রান্তের হদিশ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৮ জন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৮১। দিল্লিতে সবথেকে বেশি ২৪৮ জন আক্রান্ত। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৬৭।