WB Corona Cases: রাজ্যে ১ দিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪৬, সংক্রমণের শীর্ষে কলকাতা
এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। যদিও গতকাল গোটা রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছিলেন ১ জন।
কলকাতা: গতকালের তুলনায় ফের বাড়ল করোনা সংক্রমণ। তবে আগের তুলনায় রাজ্যে (West Bengal) অনেকটাই কমেছে করোনা (Covid-19) আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য় দফতরের (Department of Health & Family Welfare, West Bengal) প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৪৬ জন। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ৮৯। গতকালের তুলনায় সংক্রমণ বাড়লেও ২০ হাজারের কোটা থেকে পরিসংখ্যানটা ১০০-র ঘরে নামায় কার্যত স্বস্তি মিলেছে। সরকারি হিসেবে এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০,১৫,২৫৩ জন। ১ মার্চ রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১,৪০৮ জন।
এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। যদিও গতকাল গোটা রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছিলেন ১ জন। সবমিলিয়ে রাজ্যে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ২১,১৭৮ জন। আজ রাজ্যে সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৬৪ জন।
আরও পড়ুন: India Corona Update: দেশে দৈনিক করোনা সংক্রমণ নামল ১০ হাজারের নিচে, মৃত্যু ১১৯ জনের
অন্যদিকে দেশে করোনায় দৈনিক সংক্রমণ নামল ৬ হাজারে। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের ২০০-র কাছাকাছি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯১৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ১৩। দেশে একদিনে মৃত্যু হয়েছে ১৮০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১১৯। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৪ হাজার ২৩ জনের। মোট আক্রান্ত ৪ কোটি ২৯ লক্ষ ৩১ হাজার ৪৫ জন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৯ লক্ষ ৫৫ হাজার ২২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪৩ কোটি ৬২ লক্ষ ৩৬ হাজার ৩৭০।