WB Corona Cases: রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ১৯,২৮৬, পজিটিভিটি রেট বেড়ে ৩৭ শতাংশ
রাজ্যে গতকালের তুলনায় কমল করোনা টেস্টের সংখ্যাও।
কলকাতা: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত (Covid Positive) কমে ১৯ হাজার ২৮৬। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত (Corona) হয়ে ১৬ জনের মৃত্যু। কলকাতায় (Kolkata) একদিনে ৫ হাজার ৫৫৬জন সংক্রমিত, ৪জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় একদিনে ৪ হাজার ২৯৭ জন সংক্রমিত, ২ জনের মৃত্যু। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ১ হাজার ২৫৫জন সংক্রমিত, ৩ জনের মৃত্যু। পূর্ব বর্ধমানে একদিনে ৬১৬ জন করোনা আক্রান্ত, ২ জনের মৃত্যু। পূর্ব বর্ধমানে একদিনে ১ হাজার ৮জন সংক্রমিত, ২ জনের মৃত্যু। রাজ্যে গতকালের তুলনায় কমল করোনা টেস্টের সংখ্যাও। গতকালের চেয়ে রাজ্যে পজিটিভিটি রেট বেড়ে ৩৭ শতাংশের বেশি।
উল্লেখ্য, দেশে কোভিডের তৃতীয় ঢেউ বদলে গিয়েছে সুনামিতে। গতকালের তুলনায় সাড়ে ১২ শতাংশ বেড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষ ৮০ হাজার। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা চারশোর বেশি। দিল্লিতে সংক্রমণের প্রাবল্য রুখতে আজ ভোর অবধি চলেছিল উইকএন্ড কার্ফু। পরিস্থিতি সামলাতে মাঠে নেমে কাজে করতে হচ্ছে পুলিশ কর্মীদের। তাতে দিল্লি পুলিশেও করোনার থাবা প্রসারিত হয়েছে। আক্রান্ত হয়েছেন জনসংযোগ আধিকারিক ও অ্যাডিশনাল কমিশনার চিন্ময় বিসওয়াল-সহ তিনশোর বেশি পুলিশ কর্মী।
মুম্বই পুলিশ বাহিনীতে বাড়ছে করোনা সংক্রমণ। গত ৪৮ ঘণ্টায় মৃত্যু হয়েছে দুই পুলিশ কর্মীর। জয়েন্ট সিপি আইন শৃঙ্খলা, ৪ অ্যাডিশনাল সিপি, ১৩ জন ডিসিপি-সহ আক্রান্ত ১৮ জন পুলিশ কর্তা ও ১১৪ জন পুলিশ কর্মী। মুম্বই পুলিশ বাহিনীতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫২৩।
রবিবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে করোনা পরিস্থিতি, স্বাস্থ্যব্যবস্থা, টিকাকরণ, জনগণের স্বাস্থ্যের উপর করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের প্রভাব নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিকরা ছাড়াও ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, ক্যাবিনেট সচিব রাজীব গৌবা, স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা, স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ, আইসিএমআর-এর ডিজি এবং অন্যান্য আধিকারিকরা।
স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৫৯,৬৩২ জন। গত ২২৪ দিনের মধ্যে ২৪ ঘণ্টায় এটাই সবচেয়ে বেশি সংক্রমণ। গত বছরের ২৯ মে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১,৬৫,৫৫৩। এখন দেশে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ৫,৯০,৬১১, যা গত ১৯৭ দিনে সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২৭ জনের। এই নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪,৮৩,৭৯০ জনের।