WB Corona Cases: রাজ্যে কিছুটা বাড়ল করোনা সংক্রমণ, মৃত্যু কমায় বাড়ছে স্বস্তি
West Bengal Coronavirus Updates: শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের প্রকাশিত রিপোর্ট অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২৬০ জন। যা বৃহস্পতিবারের তুলনায় কিছুটা বেশি।
কলকাতা: করোনা (Coronavirus) দাপট ক্রমশ নিম্নমুখী। তবে বৃহস্পতিবারের (Thursday) তুলনায় কিছুটা বাড়ল করোনা সংক্রমণ। যদিও তা সামান্যই। শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) প্রকাশিত রিপোর্ট (Corona Bulletin) অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২৬০ জন। যা বৃহস্পতিবারের তুলনায় কিছুটা বেশি। তবে কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৪ জনের। বৃহস্পতিবার মৃত্যুর সংখ্যা ছিল ৪।
কোভিডকে (Covid-19) হারিয়ে সুস্থ হয়েছেন ৪৩০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১৪ হাজার ৫৬৭। করোনা মুক্ত হয়েছে মোট ১৯ লক্ষ ৯১ হাজার ৪১০ জন। রাজ্যে মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ১৬৯ জন। পশ্চিমবঙ্গে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৯৮৮ জন। গতকালের থেকে ১৭৪ জন কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা নমুনা পরীক্ষা হয়েছে ৩১ হাজার ৫১১টি। পজিটিভিটি রেট ০.৮৩ শতাংশ।
আরও পড়ুন, ইউক্রেন দখল কার্যত সময়ের অপেক্ষা, আত্মসমর্পণ করলে বন্ধ হবে যুদ্ধ, হুঁশিয়ারি রাশিয়ার
এদিকে, দেশে করোনায় কমল দৈনিক সংক্রমণ। একদিনে মৃত্যুর সংখ্যা গতকালের তুলনায় বাড়েনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী,
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩০২ জনের। গতকালও দৈনিক মৃত্যুর সংখ্যা একই ছিল। দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৬৬ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজার ১৪৮। এখনও পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৩ হাজার ২২৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৮ লক্ষ ৯৪ হাজার ৩৪৫।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুসারে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭৬ কোটি ৮৬ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন ৩২ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ লক্ষ ৩০ হাজারের কাছাকাছি।