WB Corona Cases: বেলাগাম সংক্রমণ, রাজ্যে একদিনে করোনা সংক্রমিত আক্রান্ত ২,৯৫০ জন
পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৩৭ জন। রাজ্যে সংক্রমণের শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪০ জন।
কলকাতা: করোনা (Corona) সংক্রমণের ধাক্কা প্রায় অনেকটাই সামলে উঠেছিল রাজ্য (West Bengal)। তবে বেলাগাম যাপন ফের উদ্বেগ তৈরি করেছে রাজ্যে। পশ্চিমবঙ্গে ফের তিন হাজার ছুঁইছুঁই করোনা সংক্রমণ। শুক্রবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২,৯৫০ জন। রাজ্যেএ পর্যন্ত মোট আক্রান্ত ২০,৪৫,৭৮১ জন। এই সময় পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিনজনের গতকাল সংখ্যাটি ছিল ২। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৩৭ জন। রাজ্যে সংক্রমণের শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪০ জন। এরপরেই রয়েছে কলকাতা (Kolkata), সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৭২৭।
WB COVID-19 Daily Health Bulletin: 08 July 2022. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) July 8, 2022
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ০৮ জুলাই ২০২২। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/yx3xWbXoVK
দেশে করোনায় দৈনিক সংক্রমণ সামান্য কমলেও বাড়ল মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮১৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৮ হাজার ৯৩০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৫। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৩৪৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৫ লক্ষ ৮৫ হাজার ৫৫৪। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ লক্ষ ৪৭ হাজার ১৪২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫৫ কোটি ৩২ লক্ষ ৬৬ হাজার ৭৮৪।
আরও পড়ুন: Deucha Pachami: জমি দিয়ে মিলল ৩০০ জুনিয়র কনস্টেবল পদে চাকরির নিয়োগ পত্র !