WB Corona Cases: স্বস্তি বাড়িয়ে রাজ্যে কমল করোনা আক্রান্ত, সংক্রমণে শীর্ষে কলকাতা
West Bengal Coronavirus Cases: স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছে ৭৬৭ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৯ হাজার ৭১৭ জন।
কলকাতা: করোনা (Coronavirus) নিয়ে বেশ কিছুটা স্বস্তিতে রাজ্য (West Bengal)। বৃহস্পতিবারের তুলনায় অনেকটাই কমল করোনা সংক্রমণ। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা আটশোর ওপরে থাকলেও শুক্রবার তা কমে সাতশোর ঘরে এসেছে। এদিন স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) প্রকাশিত বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছে ৭৬৭ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৯ হাজার ৭১৭ জন। গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু হয়েছে ২৭ জনের। রাজ্যে এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৯৬৫ জনের।
বাংলায় এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৪ হাজার ১৮৪। গতকালের তুলনায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৬২১। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ৩০০ জনের। রাজ্যে এখন পজিটিভিটি রেট ১.৭৩ শতাংশ। সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্তের সংখ্যা ১৩১ জন। এরপর রয়েছে উত্তর ২৪ পরগণা। সে জেলায় আক্রান্তের সংখ্যা ৯৫ জন।
আরও পড়ুন, ওমিক্রনের উপপ্রজাতিতে আক্রান্ত? কী কী লক্ষণ দেখে বুঝবেন?
WB COVID-19 Daily Health Bulletin: 11 February 2022. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) February 11, 2022
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ১১ ফেব্রুয়ারি ২০২২। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/ckDjyPNXyw
এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমণ কমল, তবে অনেকটাই কমল দৈনিক মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬৫৭ জনের। যেখানে গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ২৪১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৭৭ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬৭ হাজার ৮৪ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৫ লক্ষ ৩৬ হাজার ১৩৭ জন। মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৭ হাজার ১৭৭ জনের। দৈনিক পজিটিভিটি রেট কমে হল ৩ দশমিক ৮৯ শতাংশ।
অন্যদিকে, বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৭ লক্ষ ৮৮ হাজার ২১১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪০ কোটি ৫৬ লক্ষ ৫০ হাজার ৯২৪।