WB Corona Cases: রাজ্যে ১ দিনে নতুন করে করোনা সংক্রমিত ৯,১৯১ জন; মৃত ৩৭
পাশাপাশি রাজ্যে টানা ৮ দিন তিরিশের উপরেই করোনায় মৃত্যু। এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৩৭ জনের। গতকালও মৃতের সংখ্যা ছিল ৩৭।
কলকাতা: আজ রাজ্যে সামান্য বাড়ল করোনার (Corona) দৈনিক সংক্রমণ (Covid Infection)। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত (Covid Positive) হয়েছিলেন ৯,১৫৪ জন। স্বাস্থ্য দফতরের আজকের বুলেটিন (West Bengal Health Bulletin) অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিকত হয়েছেন ৯,১৯১ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৯,৫৮,২৬৫ জন। আজ রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১,২৩,৬৫৭ জন। যা গতকালের তুলনায় ১১,১৫৯ জন কম।
Know the COVID-19 update in West Bengal at a glance as of 21 January 2022.
২১ জানুয়ারি ২০২২ অনুযায়ী পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিন এক ঝলকে। pic.twitter.com/PgWsunm308
">
পাশাপাশি রাজ্যে টানা ৮ দিন তিরিশের উপরেই করোনায় মৃত্যু। এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৩৭ জনের। গতকালও মৃতের সংখ্যা ছিল ৩৭। সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হল ২০,৩০২ জন।
দৈনিক মৃত্যুতে শীর্ষে কলকাতা। হাওড়া, কলকাতা, হাওড়ায় একদিনে করোনায় ১৪ জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় একদিনে ৬ জনের মৃত্যু, ১ হাজার ৩৬০ জন সংক্রমিত। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ৩ জনের মৃত্যু, ৭৩১ জন সংক্রমিত। হুগলিতে একদিনে করোনায় ৪ জনের মৃত্যু, ৩৩৩জন আক্রান্ত। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ৪৮৯ জন আক্রান্ত। রাজ্যে একদিনে ৮২ হাজারের বেশি করোনা পরীক্ষা। রাজ্যে দৈনিক পজিটিভিটি রেট কমে ১১ শতাংশ।
আরও পড়ুন: Booster Dose: করোনা আক্রান্ত হলে তিনমাস পর নিতে হবে বুস্টার, নয়া নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের
রাজ্যের স্বাস্থ্য দফতরের হিসেবে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণমুক্ত হয়েছেন ২০,৩১৩। আজ রাজ্যে করোনায় সুস্থতার হার ৯২.৬৫ শতাংশ।