(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal Legislative Assembly: ইডি-সিবিআইয়ের অতি সক্রিয়তা নিয়ে বিধানসভায় সরকারি প্রস্তাব, থাকতে পারেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee: সোমবারের আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশ নিতে পারেন বলে বিধানসভা সূত্রে খবর। এই প্রস্তাবের বিরোধিতা করতে চলেছে বিজেপি, খবর সূত্রের।
কলকাতা: ইডি-সিবিআইয়ের অতি সক্রিয়তা নিয়ে বিধানসভায় সরকারি প্রস্তাব আনতে চলছে রাজ্য সরকার। কেন্দ্রীয় এজেন্সিকে কীভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, তা তুলে ধরা হবে ওই প্রস্তাবে। সোমবারের আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশ নিতে পারেন বলে বিধানসভা সূত্রে খবর। এই প্রস্তাবের বিরোধিতা করতে চলেছে বিজেপি, খবর সূত্রের। এই প্রস্তাব আনার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ করে আসছে তৃণমূল। এবার প্রস্তাব আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সম্প্রতি হয়ে যাওয়া বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে।
দিলীপের খোঁচা:
গোটা বিষয়টি তৃণমূলকে নিশানা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'তৃণমূলের দাদাগিরি শেষ, কে কখন ঢুকে যাবে ঠিক নেই, মেজরিটি আছে। তাই বিধানসভায় প্রস্তাব পাশ করাবে। আমার পুরো শক্তি দিয়ে বিরোধিতা করব। নেই কাজ তো খই ভাজ। এটা অস্তিত্ব রাখার লড়াই।'
পাল্টা কটাক্ষ শান্তনুর:
পাল্টা বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, 'ক্রিমিনাল কেসে অভিযুক্ত সাংসদদের নিয়ে, ৩০০ বেশির সাংসদ নিয়ে বিজেপি সংসদীয় গণতন্ত্র ভুলুণ্ঠিত করেছে। কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগিয়ে বেছে বেছে বিরোধীদের হেনস্থা করা হচ্ছে। এর বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যয় আগেই বিরোধী দলগুলিকে ডাক দিয়েছেন। কেন্দ্রীয় সংস্থাগুলির অতি সক্রিয়তার বিরোধিতা করে বাংলা যা ঐতিহাসিক পদক্ষেপ করছে, আগামী দিনে দেশের অন্য রাজ্যও সেই পথে হাঁটবে।'
সিপিএমের তোপ:
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'রাজ্যের সরকার যদি মনে করে ইডি-সিবিআই অতি সক্রিয় তাহলে প্রস্তাব আনতে পারে। এতে কোনও অপরাধ নেই। ইডি-সিবিআইকে ব্যবহার হয়েছে। আমাদের রাজ্যেও তো ব্যবহার করা হচ্ছে। সারদা মামলা, নারদ মামলার কোনও কিছু হল না। চাপও দেব, তৃণমূলকে বাঁচাব, এই মনোভাব নিয়ে চলছে। পাশাপাশি, রাজ্যে এত দুর্নীতি, সন্ত্রাস হচ্ছে, সিআইডি কেন ব্যর্থ হচ্ছে। এগুলি নিয়েও প্রস্তাব আনা উচিত। নাহলে মনে হবে এরাও রাজনীতি করছে।'
মমতার নিশানায় কেন্দ্রীয় এজেন্সি:
সম্প্রতি নেতাজি ইন্ডোরে একটি সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সেখানেও কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়ান মমতা। তিনি বলেন, 'দেশে চলছে শুধু এজেন্সি রাজ। উন্নয়ন বলে কিছু নেই।' এর আগে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানেও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ করেছিলেন। সেদিনের অনুষ্ঠানে তিনি বলেছিলেন, 'আজ সবাইকে ইডি-সিবিআই দেখায়। প্ল্যান কী? ভোট এলেই অরূপ-ববি-চন্দ্রিমা-মলয়কে গ্রেফতার করো। যাতে তৃণমূল না জেতে। আমাকেও গ্রেফতার করো না। বুঝতে পারবে কী হয়। ভোটের আগে তো মেরেছিল। আমি যদি জেলেও থাকি, ফুটো দিয়ে বেরিয়ে আসব।' তিনি আরও বলেনে, 'আজ অভিষেক এত ভাল বক্তৃতা দেবে, কাল হয়ত ওকে নোটিস দেবে। বউকেও দেবে, বাচ্চাটাকেও দেবে। ওকে সঙ্গে করে নিয়ে যাস।'
আরও পড়ুন: ১০০ দিনের কাজ থেকে কোটি টাকা উদ্ধার, ভাইরাল ভাদুগানে উঠে এল পার্থ-অর্পিতাও