Swasthya Sathi Regulations: চিকিৎসকদের রেজিস্ট্রেশন নিয়ে কড়া নির্দেশ, এই নিয়ম না মানলে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে রোগী দেখা যাবে না, জানাল রাজ্য
Swasthya Sathi Scheme: মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বিবৃতি জারি করে এই নির্দেশ দেওয়া হয়।
কলকাতা: 'স্বাস্থ্যসাথী' প্রকল্প নিয়ে এবার নয়া নিয়ম। চিকিৎসকদের জন্য একেবারে কড়া নির্দেশ। অন্য় রাজ্যের রেজিস্ট্রেশন নিয়ে 'স্বাস্থ্যসাথী' প্রকল্পের রোগী দেখা যাবে না বলে জানিয়ে দিল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর। 'স্বাস্থ্যসাথী' প্রকল্পের রোগী দেখতে হলে এ রাজ্যের রেজিস্ট্রেশন থাকতেই হবে বলে জানিয়ে দেওয়া হল। (Swasthya Sathi Regulations)
মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বিবৃতি জারি করে এই নির্দেশ দেওয়া হয়। বলা হয়, 'অন্য রাজ্যের রেজিস্ট্রেশন নিয়ে দেখা যাবে না স্বাস্থ্য সাথী প্রকল্পের রোগীকে। স্বাস্থ্য সাথী প্রকল্পের রোগী দেখতে থাকতেই হবে বাংলার রেজিস্ট্রেশন। ভিন রাজ্যের রেজিস্ট্রেশন থাকলে নথিভুক্ত করতে হবে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে'। (Swasthya Sathi Scheme)
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সরকারি হাসপাতাল থেকে রোগীকে বেসরকারি হাসপাতালে পাঠানোর রেওয়াজ আটকাতেই এমন পদক্ষে। সরকারি হাসপাতালে কত অস্ত্রোপচার, বেসরকারি হাসপাতালে কত, তার উপরও নজরদারি চালাতে চায় রাজ্য। তাই জানিয়ে দেওয়া হয়েছে, এ রাজ্যের মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত না করা থাকলে, ১ ডিসেম্বর থেকে আর 'স্বাস্থ্যসাথী' প্রকল্পে রোগী দেখা যাবে না। রাজ্যের সব চিকিৎসককে 'স্বাস্থ্যসাথী' পোর্টালে নাম নথিভুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Suvendu Adhikari Suspended: বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড শুভেন্দু
টাকার লোভে সরকারি হাসপাতাল থেকে রোগীদের বেসরকারি হাসপাতালে রেফার করার অভিযোগ রয়েছে সরকারি চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে। স্বাস্থ্যসাথী প্রকল্পের অপব্যবহার হচ্ছে বলে অভিযোগ করেছে খোদ স্বাস্থ্যভবনই। প্রমাণ মিললে নেওয়া হবে কড়া পদক্ষেপ বলেও জানানো হয় এর আগে। নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর।
সেবার সরকার জানায়, উপরি উপার্জনের লোভে সরকারি হাসপাতাল থেকে রোগীদের, বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য সাথী প্রকল্পের অপব্যবহার করছেন এক শ্রেণির অসাধু সরকারি চিকিৎসক। নির্দেশ দেওয়া হয়, স্বাস্থ্য সাথী কার্ডে হাড়ের যে কোনও রকম অস্ত্রোপচার করাতে হলে সরকারি হাসপাতালেই যেতে হবে রোগীকে। কোনও সরকারি হাসপাতালে যদি অর্থপেডিক পরিষেবা পরিকাঠামো না থাকে, তাহলেই একমাত্র রোগীকে বেসরকারি হাসপাতালে রেফার করা যাবে। তার জন্য সরকারি হাসপাতালের চিকিৎসককে দিয়ে নির্দিষ্ট ফর্মে রেফারাল সার্টিফিকেট তৈরি করাতে হবে।
স্বাস্থ্য দফতর আরও জানায়, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সই করা নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি হাসপাতালে উপযুক্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও, স্বাস্থ্য সাথী কার্ডে একই পরিষেবা দিতে বেসরকারি হাসপাতালে রেফার করা হচ্ছে রোগীদের। প্রমাণ মিললে অভিযুদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ। চলতি মাসের গোড়ায় সেই নির্দেশিকা জারির পর, এবার সরাসরি নির্দেশিকা জারি করা হল চিকিৎসকদের রেজিস্ট্রেশন নিয়ে।