West Bengal Weather : ঠান্ডায় কাঁপতে কাঁপতে বর্ষবরণ? তার আগে বৃষ্টিও? বর্ষশেষে কী বার্তা আবহাওয়া অফিসের?
ঠান্ডায় হিহি করে কাঁপতে কাঁপতেই কি স্বাগতম জানাতে হবে ২০২৫ কে? নাকি, উৎসবের আনন্দ মাটি করবে বৃষ্টি ? কী জানাচ্ছে হাওয়া অফিস ?
কলকাতা : আর একদিন পরেই ২০২৪ এর শেষ দিন। বর্ষবরণের রাত। কনকনে ঠান্ডা গায়ে মেখেই নতুন বছরকে উষ্ণ অভ্যর্থনা জানানোর দিন। রাত জেগে আনন্দ করার পরিকল্পনা তো অনেকেরই। কিন্তু কেমন থাকবে আবহাওয়া ? ঠান্ডায় হিহি করে কাঁপতে কাঁপতেই কি স্বাগতম জানাতে হবে ২০২৫ কে? নাকি, উৎসবের আনন্দ মাটি করবে বৃষ্টি ? কী জানাচ্ছে হাওয়া অফিস ?
আবহাওয়া দফতরের আশঙ্কা, বর্ষবরণের রাতে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের তিন জেলায়। নামবে পারদও। আবহাওয়া দফতর জানাচ্ছে, বর্ষশেষে অনেকটাই নামবে পারদ। শীতের আমেজ বাড়বে জেলায় জেলায়। বর্ষবরণের আগে আংশিক মেঘলা আকাশ থাকবে কয়েক জেলায় । যদিও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে সোমবার।
যাঁরা নতুন বছরের সূর্য ওঠা দেখতে পাহাড়ে যাচ্ছেন, তাঁদের জন্য দারুণ খবর। বর্ষশেষে ও নতুন বছরের শুরুকে তুষারপাত হতে পারে দার্জিলিং এ। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পংয়েও। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলায়। দক্ষিণবঙ্গে সোম ও মঙ্গলবার নামবে পারদ। বুধবারের মধ্যে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। বর্ষশেষ ও বর্ষবরণে ফিরবে জমিয়ে শীতের আমেজ। বর্ষ শেষের রাতে অবাধ উত্তুরে হাওয়ায় হিমেল পরশ বাংলায়। মঙ্গল ও বুধবার নাগাদ কলকাতায় ১৪ ডিগ্রি বা তার নিচেও চলে যেতে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে দশ ডিগ্রির নিচে নেমে যেতে পারে পারদ। জমিয়ে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে বছরের শুরুতে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ফের ঢুকবে পয়লা জানুয়ারি। জেডস্ট্রীম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। আর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। রাজস্থানে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত।
কলকাতায় আগামী ৭ দিন তাপমাত্রা কেমন থাকবে, দেখে নিন আইএমডি-র ওয়েবসাইট থেকে।
7 Day's Forecast/Warnings | ||||||
Date | Min Temp | Max Temp | Forecast | Warnings | ||
30-Dec | 16.0 | 26.0 | Mainly Clear sky | No warning | ||
31-Dec | 15.0 | 26.0 | Mainly Clear sky | No warning | ||
01-Jan | 14.0 | 25.0 | Mainly Clear sky | No warning | ||
02-Jan | 14.0 | 25.0 | Mainly Clear sky | No warning | ||
03-Jan | 14.0 | 25.0 | Mainly Clear sky | No warning | ||
04-Jan | 15.0 | 26.0 | Mainly Clear sky | No warning | ||
05-Jan | 15.0 | 26.0 | Mainly Clear sky |
No warning |
আরও পড়ুন : বাংলাদেশ থেকে ভারতে ছুড়ে দেওয়া হত জাল নোট ভর্তি প্লাস্টিকের ক্যারিব্যাগ! বাজারে ছড়িয়ে পড়ছে 'ভুয়ো টাকা'?