(Source: ECI/ABP News/ABP Majha)
রাজ্যপাল-মুখ্যসচিব সাক্ষাৎ, বিধানসভার বাজেট অধিবেশন ৭ মার্চ দুপুর ২টোয়, সিদ্ধান্ত
সকাল ১০টায় রাজভবনে এসে দেখা করবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
কলকাতা : বিধানসভার বাজেট অধিবেশনের সময় বিতর্কের মধ্যেই আজ রাজভবনে রাজ্যপাল-মুখ্যসচিব সাক্ষাৎ। রাজ্যপাল (Hon’ble Governor Shri Jagdeep Dhankhar) ট্যুইট করে জানিয়েছেন, সকাল ১০টায় রাজভবনে এসে দেখা করবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Chief Secretary Hari Krishna Dwivedi) । বিধানসভার বাজেট অধিবেশন ৭ মার্চ দুপুর ২টোয় হবে বলে গতকাল ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত হয়। রাজ্যপাল জগদীপ ধনকড় ট্যুইট করে এ কথা জানিয়েছেন।
WB Guv
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 1, 2022
Chief Secretary Hari Krishna Dwivedi seeks to call on the Hon’ble Governor Shri Jagdeep Dhankhar today at 10 AM in connection with the issues of summoning of the West Bengal Legislative Assembly at 2PM on March 07 in pursuance to February 28 cabinet decision. pic.twitter.com/u9ggEaM2AT
বিতর্কের সূত্রপাত গত বৃহস্পতিবার। ট্যুইট করে জগদীপ ধনকড় জানান, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ৭ মার্চ রাত ২টোয় বিধানসভার অধিবেশন ডাকা হল। মধ্যরাতের পর বিধানসভার অধিবেশন ইতিহাসে নজিরবিহীন। কিন্তু এটাই মন্ত্রিসভার সুপারিশে সিদ্ধান্ত। এই বিষয়ে তোলপাড় শুরু হতেই হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তিনি ফোন করে রাজ্যপালকে বলেন, টাইপে ভুলের কারণে বিভ্রান্তি হয়েছে। সরকারের তরফে রাজভবনে যে চিঠি দেওয়া হয় তাতে, ভুলবশতঃ 2PM-এর বদলে 2AM লেখা হয়। এই ভুল সংশোধন করে ফের রাজভবনে সুপারিশ পাঠানো হবে। এরপরও ট্যুইট করেন রাজ্যপালও। তিনি জানান, মন্ত্রিসভার সুপারিশমতো ৭ মার্চ রাত ২টোয় বাজেট অধিবেশন ডেকেছেন। পরে মুখ্যমন্ত্রী তাঁকে ফোন করে জানান, টাইপগত ভুলেই এমনটা হয়েছে। সব মিলিয়ে PM-AM অদলবদল হওয়ায় বিভ্রান্তি অবশেষে কাটল রাজ্যপাল-মুখ্যসচিব সাক্ষাতের পর। মঙ্গলবার , সকাল ১০টায় রাজভবনে এসে দেখা করবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তারপরই ৭ মার্চ দুপুর ২টোয় বিধানসভার বাজেট অধিবেশন হবে বলে জানান রাজ্যপাল।