West Bengal Live Blog: নৈহাটি-ভাটপাড়া সীমান্তবর্তী এলাকায় ভরদুপুরে চলল গুলি! ফের উত্তপ্ত ভাঙড়, সওকত মোল্লার অনুগামীদের গুন্ডামি
West Bengal Live News Update: ভাঙড় আছে ভাঙড়েই। এবার সওকত-আরাবুল সংঘাতে ধনধুমার। আরাবুলের ছেলের গাড়িতে হামলা, বিক্ষোভ, হাতাহাতি।
LIVE

Background
কলকাতা: টেবিলে থরে থরে সাজানো নোট। আর পিছনে বসে তৃণমূল নেতা। ভাইরাল ভিডিও ঘিরে জোর বিতর্ক। ভিডিও-য় দেখা গেল বারাসাত ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মহম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল। টাকার পাহাড়ের পিছনে তিনি এবং তাঁর পাশে এক ব্যবসায়ীকে দেখা গিয়েছে। 'নগদে না ফাইনান্সে নেবে', ফোনে এমন কথোপকথনও শোনা যায় ওই ব্যবসায়ীর মুখে। (Viral Video)। ভিডিও-য়ে যে টাকার পাহাড় দেখা গিয়েছে, তাতে কার্যত মুখ ঢেকে গিয়েছে চেয়ারে বসে থাকা ওই ব্যবসায়ী, রাকিবুল ইসলামের। তাঁর বাঁ দিকে বসেছিলেন গিয়াসউদ্দিন। ফোনে কারও সঙ্গে কথা বলতে শোনা যায় ওই রাকিবুলকে। তাঁকে বলতে শোনা যায়, "অনেকগুলো মডেল আছে। ক্যাশে নেবে না ফাইনান্সে?" কিছু ক্ষণ পর এক ব্যক্তি নাইলনের ব্যাগ নিয়ে উপস্থিত হন। সেই ব্যাগেও ভরা হয় টাকা। (Barasat News)। ভিডিও সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। যদিও গিয়াসউদ্দিন জানিয়েছেন, ভিডিওটি ২০২২ সালের। একটি নিয়ে লেনদেন হচ্ছিল। পাশে বসেছিলেন তিনি শুধু। লেনদেনে কোনও ভূমিকা নেই তাঁর। জমি কেনাবেচার টাকাই গোনা হচ্ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ী রাকিবুল। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনও দোষ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবার 'লক্ষ্মীর ভাণ্ডারে'র টাকা পাওয়া মহিলাদের ঘরবন্দি করে রাখার নিদান দিলেন বিজেপি নেতা। বাড়ির যে মহিলারা 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে টাকা পান এবং তৃণমূলকে ভোট দেন, তাঁদের বন্দি করে রাখতে বললেন বাড়ির পুরুষদের। জোড়াফুলে নয়, পদ্মে ভোট দিতে হবে বলে নির্দেশ দিলেন তিনি। আর সেই ভিডিও সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। বিজেপি-কে একহাত নিয়েছে তৃণমূলও। (Lakshmir Bhandar)SIR পর্ব মিটলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষে এখন থেকেই রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। আর সেই আবহেই বেফাঁস মন্তব্য করে বিতর্ক জড়ালেন দাসপুরের বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত। কালীপদ বিজেপি-র রাজ্য কমিটির সদস্যও। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তিনি বলেন, "এই নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মায়েরা যেমন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন, তেমন এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মায়েরা আছেন যাঁরা জোড়াফুলে ভোট দিতে যাবেন।" (Kalipada Sengupta)
ফের উত্তপ্ত ভাঙড়, এবার আরাবুলের ছেলের গাড়িতে 'হামলা'। আরাবুল ইসলাম বনাম সওকত মোল্লার 'দ্বন্দ্বে' ধুন্ধুমার। আরাবুল ইসলামের ছেলে হাকিমুলের গাড়িতে হামলার অভিযোগ সওকত অনুগামীদের বিরুদ্ধে। হাকিমুলের গাড়ি ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ ও হাতাহাতির চলে বলে অভিযোগ। গতকাল আরাবুল অনুগামী তৃণমূল নেতা অদূত মোল্লার বাড়িতে হামলা, খুনের অভিযোগ উঠে আসে। অদূত মোল্লার বাড়িতে যান আরাবুলের ছেলে ও তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল। অদূতের বাড়ি থেকে বেরতোই ঘটনার মোড় ! প্রদীপ মণ্ডলকে মারধরের অভিযোগ। পুলিশি হস্তক্ষেপে ব্যাপক উত্তেজনার মধ্যে বেরিয়ে যান হাকিমুল ইসলাম।
Subhendu Adhikari: কমিশনের রোল অবজার্ভার সি মুরুগানকে ঘিরে বিক্ষোভের ইস্যু রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সমালোচনায় সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
কমিশনের রোল অবজার্ভার সি মুরুগানকে ঘিরে বিক্ষোভের ইস্যু রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সমালোচনায় সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, রাজীব কুমার মহাশয়, কমিশন আপনাকে সতর্ক করেছে এবং রোল অবজার্ভারকে সুরক্ষা দিতে ব্যর্থতার বিষয়ে কার্যত থাপ্পড় মেরেছে। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যের অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে বলেছে। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে তৃণমূলের সাজানো ভিড়ের হাতে আক্রন্ত হন রোল অবজার্ভার সি মুরুগান।
মমতা বন্দ্যোপাধ্যায়ের একনায়কতন্ত্রে আইনশৃঙ্খলার লজ্জাজনক প্রদর্শন এই ঘটনা। কমিশন এই ঘটনাকে গুরুতর ব্যর্থতা বলেছে। আমরা একে রাজদ্রোহ বলছি। আমার দেওয়া ভিডিওতে অভিযুক্তদের স্পষ্ট দেখা যাচ্ছে। আপনি FIR-করার সাহস দেখাবেন। সোশাল মিডিয়ায় প্রশ্ন করেছেন বিরোধী দলেনতা।
SIR প্রক্রিয়া চলাকালীন দক্ষিণ ২৪ পরগনায় একাধিকবার বিক্ষোভের মুখে পড়েছেন রোল অবজার্ভার সি মুরুগান। সেই ঘটনায় কাল রাজ্য পুলিশের ডিজি-র কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চায় নির্বাচন কমিশন।৬ জানুয়ারি, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। ১১ ডিসেম্বর ফলতা ও ২৯ ডিসেম্বর মগরাহাটে, বিক্ষোভের মুখে পড়েছিলেন সি মুরুগান। ডিজিপি-কে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ভবিষ্যতে যখনই কোনও ইলেক্টোরাল রোল অবজারভার বা বিশেষ ইলেক্টোরাল রোল অবজারভার পরিদর্শনে যাবেন, তখন তাঁর নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করতে হবে। একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে অবশ্যই থাকতে হবে।
Mamata Banerjee: কাল গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী
কাল গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী
কাল দুপুর ২.৩০ : মুড়িগঙ্গা নদীর ওপর সেতুর উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়
'যুগ যুগ ধরে এই কাজটা কেউ ভাবেনি, করেনি, ৩৪ বছরের বাম সরকারও করেনি', পোস্ট কুণাল ঘোষের
'কেন্দ্রও কোনও সাহায্য করেনি, শেষ পর্যন্ত এতবড় কাজটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই'
'কাল শিলান্যাস, দেখুন, ভাবুন, তুলনা করুন এবং বলুন জয় বাংলা', পোস্ট কুণাল ঘোষের






















