West Bengal Live Blog: ফের বকেয়ার দাবিতে সরব মুখ্যমন্ত্রী, আলিপুরদুয়ারের সভায় কেন্দ্রকে নিশানা
West Bengal Live News Updates: ডিএ-র দাবিতে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। চারদিন ধরে নবান্নের সামনে অবস্থান-বিক্ষোভের ডাক ডিএ আন্দোলনকারীদের
LIVE
Background
কলকাতা: ফের বকেয়ার দাবিতে সরব মুখ্যমন্ত্রী, আলিপুরদুয়ারের সভায় কেন্দ্রকে নিশানা। ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা, সবক্ষেত্রে টাকা আটকে রেখেছে কেন্দ্র, বলছেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের টাকা আপনাকে দিতেই হবে, আমি দিল্লি যাচ্ছি: মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাতের সময় চেয়েছি: মুখ্যমন্ত্রী। হয় বাংলার টাকা দাও, নয় গদি ছাড়ো, হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে ভাটপাড়ায় মিছিল ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের।
ডিএ-র দাবিতে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। চারদিন ধরে নবান্নের সামনে অবস্থান-বিক্ষোভের ডাক ডিএ আন্দোলনকারীদের। ১৯, ২০, ২১, ২২ ডিসেম্বর নবান্নের সামনে অবস্থান-বিক্ষোভের ডাক। ৩১৮ দিনে পড়ল সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন।
চব্বিশের আগে জোটে 'জট'! বাংলায় আসন সমঝোতায় 'কাঁটা'। বাংলায় তৃণমূল ও বামেদের সঙ্গে জোটের প্রশ্নই নেই, দাবি কংগ্রেস সূত্রে। ইন্ডিয়া জোটের আসন্ন বৈঠকের আগে বিরোধী শিবিরে ধাক্কা? ১৯ ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক। বৈঠকে আসন সমঝোতা ও যৌথ কর্মসূচি নিয়েও আলোচনা হবে, সূত্রের খবর।
সামনে লোকসভা ভোট, তার আগে ফের বীরভূমে প্রকাশ্যে চলে এল বিজেপির গোষ্ঠী কোন্দল। যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁদের বসিয়ে রাখার অভিযোগ তুলে কীর্ণাহারে মিছিল করল বিজেপি নেতা-কর্মীদের একাংশ। তাঁদের দাবি, এই আন্দোলনে পাশে রয়েছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। যদিও এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ জেলা বিজেপি নেতৃ্তব। বোলপুর সাংগঠনিক জেলার সভাপতির দাবি, ৩ রাজ্যে বিজেপি জেতায় সাধারণ মানুষ মিছিল করেছে। পাল্টা অনুপম হাজরা আক্রমণ শানিয়ে বলেছেন, এই সব জেলা সভাপতিদের জন্যই দলের এই অবস্থা।
পাখির চোখ লোকসভা নির্বাচন। অনুব্রতহীন বীরভূমে তার প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। গরুপাচার মামলায় তিহাড় জেলে বন্দি রয়েছেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ফলে তাঁর অনুপস্থিতিতে সিউড়ির ইন্ডোর স্টেডিয়ামে এবার বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করল তৃণমূল। উপস্থিত ছিলেন চন্দ্রনাথ সিংহ, শতাব্দী রায়, কাজল সেখ সহ জেলার কোর কমিটির অন্যান্য সদস্যরা। এছাড়া জেলা, ব্লক, বুথস্তরের একগুচ্ছ নেতা কর্মী।
সেখানে তৃণমূল নেতা কাজল সেখ বলেন, কোনও জায়গায় যদি আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে সেটাকে বসে মিটিয়ে দিতে হবে। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দেন সম্মেলনে। মানুষের সঙ্গে মিশে বুথ মজুবত করার নির্দেশ দেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়।
আরও পড়ুন: West Bengal News Live Updates: 'সব চা শ্রমিককে পাট্টা, বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ টাকা', ঘোষণা মমতার
WB Live Blog Updates: খাস কলকাতায় মহিলার দেহ উদ্ধার, উধাও মৃতার মোবাইল ফোন
খাস কলকাতায় মহিলার দেহ উদ্ধার। দক্ষিণ বন্দর থানা এলাকায় ঘরে মিলল মৃতদেহ। উধাও মৃতার মোবাইল ফোন। একবালপুরে উদ্ধার যুবকের দেহ।
WB Live Updates: আনন্দপুর গণধর্ষণকাণ্ডে নতুন মোড়, ৫ কোটি টাকার জন্য ভুয়ো অভিযোগ
আনন্দপুর গণধর্ষণকাণ্ডে নতুন মোড়। ৫ কোটি টাকার জন্য ভুয়ো অভিযোগ। বাজেয়াপ্ত ৩টি বিলাসবহুল গাড়ি। চক্রান্তে জড়িত অভিযোগকারিণী, দাবি পুলিশ সূত্রে।
WB Live Blog Updates: কেন্দ্রের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে সরব ব্য়াঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ
কেন্দ্রের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে সরব ব্য়াঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ। রবিবার দমদমে পথসভা করে তারা। সভায় সামিল হন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ।
WB Live Updates: ২৩শে ডিসেম্বর থেকে বিষ্ণুপুরে হতে চলেছে ৩৬ তম বিষ্ণুপুর মেলা
২৩শে ডিসেম্বর থেকে বিষ্ণুপুরে হতে চলেছে ৩৬ তম বিষ্ণুপুর মেলা। তার আগে বিষণুপুরের পোড়ামাটির হাটে একটি অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হল মেলার সার্বিক প্রস্তুতির ছবি। উদ্বোধন হল বিষণুপুর মেলার থিম সং ও লোগো। উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ,বাঁকুড়ার জেলাশাসক থেকে পুলিশ সুপার। মেলার নিরাপত্তা বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই বিষয়টিও তুলে ধরা হয়। বাঁকুড়া জেলা প্রশাসন সূত্রে খবর, ৩৬ তম বিষণুপুর মেলার পাশাপাশি ২৩ থেকে ২৭ ডিসেম্বর, অনুষ্ঠিত হবে বিষ্ণুপুর হস্তশিল্প মেলা।
WB Live Blog Updates: চা শ্রমিকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি বিজেপি
চা শ্রমিকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি বিজেপি! গেরুয়া-গড় আলিপুরদুয়ারে দাঁড়িয়ে এই অভিযোগই তুললেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের আগে, চা শ্রমিকদের প্রতি মাসে ভাতা, বাড়ি তৈরির জন্য জমির পাট্টা কথাও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, মুখ্যমন্ত্রীর যাবতীয় ঘোষণাকে মিথ্যাচার বলে কটাক্ষ করেছে বিজেপি।