West Bengal News LIVE Updates: উচ্ছেদ অভিযানের মধ্যেই সময় বাঁধলেন মুখ্যমন্ত্রী, রাজভবনে কর্মীদের প্রবেশে আরও কড়াকড়ি
West Bengal News LIVE Updates: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর। নজর রাখুন এখানে।
LIVE
Background
এবার বিজেপির পার্টি অফিসে চলল বুলডোজার। তারাতলায় বিজেপির পার্টি অফিস ভাঙা নিয়ে অফিস নিয়ে উত্তেজনা। বন্দরের জমিতে তৈরি হওয়ার গেরুয়া শিবিরের পার্টি অফিস গুঁড়িয়ে দিল পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ।
Mamata Banerjee: মমতার হুঁশিয়ারির পরেই সক্রিয় সিআইডি, শিলিগুড়িতে গৌতম-ঘনিষ্ঠ তৃণমূল নেতা গ্রেফতার। সরকারি জমি জবরদখলের অভিযোগ, দফায় দফায় জেরার পরে গ্রেফতার।
Hawker Eviction: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে ঘুম ভাঙল পুলিশের। বেহালা, নিউটাউন, আলিপুর, হাওড়া থেকে সিউড়ি, আলিপুরদুয়ার-ফুটপাথ দখলমুক্ত করতে নামল বুলডোজার।
Kolkata Police: ফুটপাথ দখলমুক্তে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই সক্রিয় পুলিশ-পুরসভা। সরেজমিনে নামলেন সিপি। আজ নবান্নে ডিএম-এসপি-সচিবদের সঙ্গে বৈঠক।
Sand Smuggling:সোনারপুরের খেয়াদায় ফের সক্রিয় বালি পাচারচক্র! খবরের জেরে নামল পুলিশ। রমরমিয়ে চলছে জলাভূমি ভরাটও। জড়ি থাকার অভিযোগ খারিজ তৃণমূলের।
Hospital ফের সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্র। হাসপাতালে লালবাজারের অভিযান। এসএসকেএমে ধৃত ৩। মেডিক্যাল কলেজে পাকড়াও ২ অ্যাম্বুল্যান্স চালক।
Saokat Molla: জেলবন্দি আরাবুলের বিরুদ্ধে এবার বিস্ফোরক সওকত মোল্লা। 'তৃণমূল প্রধানের স্বামী খুনের চক্রান্তের সঙ্গে যুক্ত আরাবুল, অভিষেক আমাকে বলেছেন', দাবি সওকত মোল্লার
Om Birla: পরপর দুবার। ফের লোকসভার স্পিকার ওম বিড়লা। ধ্বনি ভোটে জয়ী এনডিএ প্রার্থী। শুভেচ্ছা জানিয়ে চেয়ার পর্যন্ত মোদির সঙ্গে এগিয়ে দিলেন রাহুল।
Rahul Gandhi: বিরোধীরাই দেশের কণ্ঠস্বর। বলার সুযোগ দিয়ে,রক্ষা করুন সংবিধানের মর্যাদা।ওম বিড়লার কাছে কাছে বার্তা রাহুলের। নিরপেক্ষ ভূমিকা পালনের আর্জি অখিলেশের।
Lok Sabha Speaker: লোকসভার স্পিকার নির্বাচন নিয়ে ফের কংগ্রেস-তৃণমূল বিভাজন! সংখ্যার অভাবে ভোটাভুটি এড়িয়েছে বিজেপি, দাবি অভিষেকের। চাওয়াই হয়নি, মানলেন জয়রাম।
Amartya Sen: হিন্দুত্ব থেকে বেকারত্ব, নানা ইস্যুতে সরব অমর্ত্য।
CV Ananda Bose: দিল্লি পাড়ি রাজ্যপালের। শপথের জন্য বিধানসভায় সায়ন্তিকা-রেয়াতদের দীর্ঘ অপেক্ষাই সার। চাপ বাড়িয়ে ফের চিঠি। কাল ফের বিধানসভাতেই অবস্থানের প্রস্তুতি।
Primary Recruitment Scam: প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে ফের বিকাশ ভবনে সিবিআই। নথি সংগ্রহের পর সিল করা হল অয়্যার হাউস। খবর পেয়ে পৌঁছল পুলিশও।
NEET Scam Row: নিটের প্রশ্নফাঁসের তদন্তে ঝাড়খণ্ডে সিবিআই। হাজারিবাগের ওয়েসিস স্কুলের অধ্যক্ষ-সহ ১০জনকে জিজ্ঞাসাবাদ। বাজেয়াপ্ত ব্যাঙ্কের সিসি ফুটেজ।
Arvind Kejriwal: আবগারি মামলায় দিল্লি হাইকোর্টে জামিন খারিজ হতেই সিবিআইয়ের জালে তিহাড়ে বন্দি কেজরিওয়াল। ৩দিনের সিবিআই হেফাজতের নির্দেশ।
West Bengal LIVE News Updates: নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই নজরে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ ইতি সরকার
নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই নজরে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ ইতি সরকার। নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ। তদন্তে ফের বিকাশ ভবনে গেলেন গোয়েন্দারা।
West Bengal LIVE News Updates: মিড বার্থ ভেঙে মারাত্মক জখম হয়ে মৃত্যু হল লোয়ার বার্থে বসে থাকা যাত্রীর
কিছুদিন আগেই কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। আর এবারের ট্রেনের ভিতরে বসে বসেই দুর্ঘটনায় মৃত্যু হল ১ যাত্রীর। মিড বার্থ ভেঙে মারাত্মক জখম হয়ে মৃত্যু হল লোয়ার বার্থে বসে থাকা যাত্রীর। প্রশ্ন উঠছে রেলের রক্ষণাবেক্ষণ নিয়ে।
West Bengal LIVE News Updates: বেআইনি নির্মাণ থেকে বালি চুরি, নিজের এলাকায় বেআইনি কার্যকলাপ নিয়ে সরব হলেন বর্ধমান পুরসভার চেয়ারম্য়ান
বেআইনি নির্মাণ থেকে বালি চুরি, নিজের এলাকায় বেআইনি কার্যকলাপ নিয়ে সরব হলেন বর্ধমান পুরসভার চেয়ারম্য়ান। সবার পিছনে একটা করে লোক আছে, আইন ভঙ্গকারী হিসাবে চিহ্নিত করেও, তাদের বিরুদ্ধে কোনও ব্য়বস্থা নেওয়া যায় না। বুধবার এমনই বিস্ফোরক মন্তব্য় করেন বর্ধমান পুরসভার চেয়ারম্য়ান পরেশচন্দ্র সরকার।
West Bengal LIVE News Updates: পকসো আইনে অভিযুক্তের খোঁজে পুলিশ, চন্দনগরের হোমে তুলকালাম
পকসো আইনে অভিযুক্তের খোঁজে পুলিশ, চন্দনগরের হোমে তুলকালাম। শিশু অধিকার সুরক্ষা কমিশনের অভিযান ঘিরে পুলিশ-ছাত্রীদের সংঘর্ষ। মিথ্যে অভিযোগে হোমের সভাপতিকে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ। পুলিশের সঙ্গে হোমের ছাত্রীদের সংঘর্ষ, ইটবৃষ্টি, লাঠিচার্জের অভিযোগ
West Bengal News Live: মাথাভাঙায় মহিলা বিজেপি কর্মীকে 'বিবস্ত্র করে মার'
মাথাভাঙায় মহিলা বিজেপি কর্মীকে 'বিবস্ত্র করে মার'। ২৫ জুুন, মারধরের পর মহিলাকে বাড়িতে ফেলে রেখে যাওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে মহিলা বিজেপি কর্মীর উপর অত্যাচারের অভিযোগ