WB News Update: আজ থেকে বাংলার রাজ্য সঙ্গীত বাংলার মাটি, বাংলার জল... ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এখানে।

Background
মিজোরামে (Mizoram) পালাবদলের ইঙ্গিত। প্রাথমিক গণনায় একক সংখ্যাগরিষ্ঠতার পথে জেডপিএম। ছুঁয়ে ফেলল ম্যাজিক ফিগার। অনেকটা পিছিয়ে এমএনএফ।
আজকের হ্যাটট্রিক, লোকসভা ভোটে জয়ের হ্যাটট্রিকের গ্যারান্টি। দেশের সবাই স্থায়ী সরকার চায় বলে জয়ের হুঙ্কার প্রধানমন্ত্রীর (PM Narendra Modi)
দুর্নীতিগ্রস্তদের যারা কবচ দেয়, কভার আপের চেষ্টা করে, এজেন্সির বদনাম করে, এই রায় তাদের বিরুদ্ধে, কড়া বার্তা মোদির।
পরিবারবাদীদের সঙ্গে একমঞ্চে এলেই দেশের ভরসা জেতা যায় না। অহঙ্কারী জোটের এটা নজরে আসে না। চব্বিশের সেমিতে হ্যাটট্রিকের পর ইন্ডিয়া জোটকে আক্রমণ মোদির।
৩ রাজ্যে কংগ্রেসের ভরাডুবির দিনেই লোকসভা ভোটের দেওয়াল লিখন কুণালের।
উজ্জীবিত বঙ্গ বিজেপি। সুর চড়ালেন শুভেন্দু (Suvendu Adhijari)। সোমবার বিধানসভা ফের সংঘাতের হুঁশিয়ারি।
আজ থেকে শুরু লোকসভার (Loksabha) শীতকালীন অধিবেশন। পেশ হবে এথিক্স কমিটির মহুয়া-রিপোর্ট। সকাল ১০টায় বৈঠকে ইন্ডিয়া জোট।
ফরাক্কার কাছে ট্রেন দুর্ঘটনা। মাঝরাতে রেললাইনে বালি বোঝাই লরি, ধাক্কা রাধিকাপুর এক্সপ্রেসের। ইঞ্জিনে আগুন। হতাহতের খবর নেই। বন্ধ ট্রেন চলাচল।
নিয়োগের (Upper Primary) দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা, ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশ থেকে শুরু মিছিল। রাস্তায় শুয়ে বিক্ষোভ, অবরুদ্ধ ধর্মতলা।
সকাল থেকে যা যা ছিল শিরোনামে
West Bengal Live News: আজ থেকে বাংলার রাজ্য সঙ্গীত বাংলার মাটি, বাংলার জল... ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকে বাংলার রাজ্য সঙ্গীত বাংলার মাটি, বাংলার জল... ঘোষণা মুখ্যমন্ত্রীর। জাতীয় সঙ্গীতের মতোই মর্যাদা দেওয়ার নির্দেশ। যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী, দাবি বিজেপির।
WB News Live: বুকে ব্যথা, শ্বাসকষ্ট, এসএসকেএমে ভর্তি মদন মিত্র
বুকে ব্যথা, শ্বাসকষ্ট, এসএসকেএমে ভর্তি মদন মিত্র। উডবার্ন ওয়ার্ডে ভর্তি কামারহাটির তৃণমূল বিধায়ক।






















