West Bengal News Live: 'বয়সের ঊর্ধ্বসীমা সব ক্ষেত্রেই থাকা দরকার' লোকসভা ভোটের আগে অভিষেক-বার্তা
West Bengal News: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এখানে।
LIVE
Background
চব্বিশের মহারণের সেমিফাইনালে বিজেপির হ্য়াটট্রিক! লোকসভা ভোটের মাত্র কয়েকমাস আগে, চার রাজ্য়ের ভোটের ফলকে সেমিফাইনাল হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। আর সেই ম্য়াচে বিজেপি একদিকে মধ্য়প্রদেশে ছক্কা হাঁকাল! অন্য়দিকে, রাজস্থান ও ছত্তীসগঢ়ে কংগ্রেসকে ক্লিন বোল্ড করল! এই চার রাজ্য়ের ফল, শুধু দেশের নিরিখে নয়, এরাজ্য়ের নিরিখেও অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। তাদের মতে, এই ফল বিজেপি শিবিরে ভরপুর অক্সিজেন জোগাবে।
এই জয়ের পর বাংলার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন' মোদি... মোদি... এ পশ্চিমবঙ্গেও হবে। লোকসভাতে দেখে নেবেন। লাফাচ্ছে পিসি আর ভাইপো! ধ্বংস হয়ে যাবে। পশ্চিমবঙ্গে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, এই সরকার '২৬ সাল পর্যন্ত চলবে না। লোকসভাতে যে বিপুল ম্য়ান্ডেট আসছে নরেন্দ্র মোদির পক্ষে, রাষ্ট্রবাদের পক্ষে, এই চোর মমতা, চোর মমতা, চোর মমতা, তাঁর বংশ-সহ বিদায় হবে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে। '
পাল্টা তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, কুণাল ঘোষ বলেন, 'রাজস্থানে বেল পেকেছে এ পাড়ার কাকেদের সভাপতির কি ? বাঘ সিংহ সার্কাসে রাখা যায়না। কিছু তোতা পাখি আর জোকার রাখে। সেগুলোই করছে।বাংলায় রেওয়াজ আছে শীতকালে।সার্কাস আসার।বিজেপি হলো সার্কাস।'
গত লোকসভা ভোটেই এরাজ্য়ে তৃণমূলের একেবারে ঘাড়ের কাছে উঠে এসেছিল বিজেপি। এবার তাদের লক্ষ্য় আরও বেশি। কয়েকমাস আগে বাংলায় এসে চব্বিশের জন্য় টার্গেট বেঁধে দিয়ে গেছিলেন অমিত শাহ। আর এবার ৩ রাজ্য়ে বিপুল জয়! আবেগে-উচ্ছ্বাসে-আনন্দে-আশায় ভাসছে বঙ্গ বিজেপি। কয়েকমাস গেলেই লোকসভা ভোটের লড়াই। তিন রাজ্য়ে জয়ের হাওয়ায় ভর করে বাংলাতেও কি ঝড় তুলবে গেরুয়া শিবির?
Abhishek Banerjee News : আমার আলাদা করে ছবি না থাকলেও চলে:অভিষেক
নেতাজি ইন্ডোরে ছবি বিতর্কে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'দলে যে কেউ ব্যক্তিগত মন্তব্য রাখতেই পারেন। দলনেত্রীর ছবি ছিল, আমার আলাদা করে ছবি না থাকলেও চলে' প্রতিক্রিয়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের
West Bengal News Live : 'অবস্থান চলছিল, হঠাৎ করে কেন জাতীয় সঙ্গীত গাওয়া হল?' প্রশ্ন বিচারপতির
বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় ধাক্কা রাজ্যের। 'অবস্থান চলছিল, হঠাৎ করে কেন জাতীয় সঙ্গীত গাওয়া হল?'
রাজ্যকে প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তর। কাউকে গ্রেফতার করা যাবে না, মৌখিক নির্দেশ বিচারপতির
WB News Live : বিধানসভার বাইরে লাড্ডু খাওয়ালেন শুভেন্দু
৩ রাজ্যে বিপুল জয়ের উৎসবের আঁচ বিধানসভার সামনে। বিধায়কদের ডেকে এনে বিধানসভার বাইরে লাড্ডু খাওয়ালেন শুভেন্দু অধিকারী। বিধানসভার গেটের বাইরে বাজনা বাজিয়ে উৎসব বিজেপি বিধায়কদের।
Abhishek Banerjee News : 'বয়সের ঊর্ধ্বসীমা সব ক্ষেত্রেই থাকা দরকার' লোকসভা ভোটের আগে অভিষেক-বার্তা
বয়সের ঊর্ধ্বসীমার পক্ষে ফের সওয়াল অভিষেকের। 'বয়সের ঊর্ধ্বসীমা সব ক্ষেত্রেই থাকা দরকার, বয়সের সঙ্গে সঙ্গে মানুষের শারীরিক সক্ষমতা কমে, এটা অস্বীকার করা যায় না। লোকসভা ভোটে প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমার বিষয়ে সিদ্ধান্ত নেবেন দলনেত্রী', মন্তব্য অভিষেকের।
WB News Live : বাবাসাহেব অম্বেডকর বিএড বিশ্ববিদ্যালয় খুললেও বিক্ষোভ অব্যাহত
বাবাসাহেব অম্বেডকর বিএড বিশ্ববিদ্যালয় খুললেও অশান্তি বহাল। কেন ভর্তির উপর নিষেধাজ্ঞা, প্রশ্ন তুলে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ । বেসরকারি বিএড কলেজের শিক্ষক-আধিকারিকদের বিক্ষোভ। ক্যাম্পাসের ভিতরে বিক্ষোভ বিশ্ববিদ্যালয়ের কর্মীদের।