West Bengal News Live: সংগঠন নিয়ে ক্ষোভপ্রকাশ করে দলের অস্বস্তি বাড়ালেন সাংসদ অর্জুন সিংহ
West Bengal Live : প্রায় ৩৭ ঘণ্টা টানা তল্লাশির পর গ্রেফতার শান্তনু (Santanu Banerjee) ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল (Ayan Sil)। গ্রেফতারের পর অয়নকে নিয়ে আসা হল সিজিও কমপ্লেক্সে (CGO Complex)।

Background
West Bengal Live : প্রায় ৩৭ ঘণ্টা টানা তল্লাশির পর গ্রেফতার শান্তনু (Santanu Banerjee) ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল (Ayan Sil)। গ্রেফতারের পর অয়নকে নিয়ে আসা হল সিজিও কমপ্লেক্সে (CGO Complex)।দুটি ট্রলি ব্যাগে প্রচুর নথি বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়েছে। মিলেছে ৭টি হার্ড ডিস্ক, বহু ডিজিটাল নথি। মিলেছে প্রচুর ওএমআর শিট (OMR Sheet) , অ্যাডমিট কার্ড, চাকরিপ্রার্থীদের নামের তালিকা পাওয়া গিয়েছে ৬০ থেকে ৭০টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি, দাবি ইডি-র।শুধু হুগলি নয়, আশপাশের বেশ কিছু পুরসভার নিয়োগ সংক্রান্ত নথিও মিলেছে, খবর ইডি সূত্রে।অয়ন শীলের অ্যাকাউন্ট থেকে ৫০ কোটিরও বেশি লেনদেন, দাবি ইডি-র।প্রশ্নের জবাবে সদুত্তর দিতে পারেননি অয়ন, দাবি ইডি-র অয়নের অ্যাকাউন্ট ব্যবহার করেই শান্তনুর টাকা বিনিয়োগ হয়েছে, দাবি ইডি-র।অয়নের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে টাকা, দাবি ইডি-র
West Bengal Live Updates:সরকারি গৃহনির্মাণ প্রকল্পের টাকা দেওয়া সত্ত্বেও বাড়ি তৈরি করেননি বলে অভিযোগ
সরকারি গৃহনির্মাণ প্রকল্পের টাকা দেওয়া সত্ত্বেও বাড়ি তৈরি করেননি বলে অভিযোগ। বারাসাতের দাঁতপুরের ২টি গ্রামের ৪ জনের বিরুদ্ধে শাসন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও গ্রামে গিয়েও, এই ৪ জনের হদিশ পায়নি এবিপি আনন্দ। বিরোধীদের দাবি, পুরোটাই তৃণমূলের ভাঁওতাবাজি। টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল নেতারাই!
West Bengal Live Updates: কর্মরত অবস্থায় যাঁদের মৃত্য়ু হয়েছে, এবার তাঁদের পরিবারেরও চাকরি চুরি?
কর্মরত অবস্থায় যাঁদের মৃত্য়ু হয়েছে, এবার তাঁদের পরিবারেরও চাকরি চুরি? সম্প্রতি, NVF বা ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্সে এমনই নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে। অন্য় কাউকে মৃতের পরিবারের সদস্য় সাজিয়ে চাকরি বিক্রি করে দেওয়া হচ্ছে বলে দাবি। ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।






















