Bratya Basu: রাজ্য সরকারের স্কুলশিক্ষায় বিশেষজ্ঞ কমিটিতে ব্যাপক রদবদল, পুরনো কমিটি ভাঙলেন শিক্ষামন্ত্রী
School Education Expert Committee: নতুন কমিটির মেয়াদ একবছর। প্রতিটি বিষয়ে আনা হল একজন মেন্টর। বাদ গেলেন পুরনো কমিটির একাধিক সদস্য।
![Bratya Basu: রাজ্য সরকারের স্কুলশিক্ষায় বিশেষজ্ঞ কমিটিতে ব্যাপক রদবদল, পুরনো কমিটি ভাঙলেন শিক্ষামন্ত্রী West Bengal Major changes in school education expert committee Education minister changed old committee Bratya Basu: রাজ্য সরকারের স্কুলশিক্ষায় বিশেষজ্ঞ কমিটিতে ব্যাপক রদবদল, পুরনো কমিটি ভাঙলেন শিক্ষামন্ত্রী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/30/c4dbd19ecb62371c58f1ddf97c1a38ab_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাজ্য সরকারের স্কুলশিক্ষায় (School Education) বিশেষজ্ঞ কমিটিতে ব্যাপক রদবদল। সূত্রের খবর, পুরনো কমিটি ভাঙলেন শিক্ষামন্ত্রী (Education Minister) ব্রাত্য বসু (Bratya Basu)। নতুন কমিটির মেয়াদ একবছর। প্রতিটি বিষয়ে আনা হল একজন মেন্টর। বাদ গেলেন পুরনো কমিটির একাধিক সদস্য। স্কুলশিক্ষার সিলেবাস (Syllabus) সংক্রান্ত কাজ করবে বিশেষজ্ঞ কমিটি।
সম্প্রতি শিক্ষা দফতর সূত্রের খবর ছিল, কেন্দ্রীয় শিক্ষানীতির পাল্টা নিজস্ব শিক্ষানীতি তৈরি করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই নীতি নির্ধারণ করতে দশ সদস্যের একটি কমিটিও তৈরি করা হয়েছে। কমিটি কোন কোন বিষয়ে নজর রেখে শিক্ষানীতি তৈরি করবে তা-ও বলে দেওয়া হয়েছে শিক্ষা দফতরের ওই নির্দেশিকায়। রাজ্যের পড়ুয়া তথা শিক্ষা ব্যবস্থার সার্বিক স্বার্থ যেন রক্ষা পায়, এই নির্দেশিকা প্রকাশের দু’মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্যও কমিটিকে অনুরোধ করা হয়েছে। এই কমিটির উদ্দেশ্য হবে বিকল্প শিক্ষানীতিতে কর্মসংস্থানকে বেশি গুরুত্ব দেওয়া, এমনটাই জানান হয়েছিল। কর্মসংস্থানের পাশাপাশি ছাত্রছাত্রীদের উদ্ভাবনী ক্ষমতা বাড়ানোয় নজর দেবেন কমিটির সদস্যরা।
আরও পড়ুন, ৪০ বছর আগে স্কুলছুট ! ৫৮ বছরে দশম শ্রেণির পরীক্ষা দিতে এলেন বিধায়ক
যে তথ্য পাওয়া গিয়েছে সেখানে দেখা গেছে রাজ্যের স্কুল শিক্ষার বিশেষজ্ঞ কমিটি ঢেলে সাজিয়েছেন শিক্ষামন্ত্রী। চেয়ারম্যান হিসেবে রয়েছেন অভীক মজুমদার। তিনি আগেও সেই পদেই ছিলেন। তবে বদলেছে কমিটির গঠন। ৮টি বিষয়ের জন্য আনা হয়েছে ৮ জন মেন্টরকে। যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েক অধ্যাপক রয়েছেন। এছাড়াও বেথুন স্কুল-সহ একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকারাও মেন্টর পদে থাকছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)