Lalit Modi: অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ ললিত মোদির, ভারতের সঙ্গে সম্পর্ক ত্যাগের আর্জি, ফেরানো আরও কঠিন হল
Lalit Modi's Vanuatu citizenship: প্রাক্তন IPL কর্তা ললিতের বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা আত্মসাতের পাশাপাশি একাধিক অভিযোগ রয়েছে।

নয়াদিল্লি: এতদিন ছিলেন লন্ডনে। কিন্তু সেখান থেকেও এবার সরলেন প্রাক্তন IPL কর্তা ললিত মোদি। পরিবর্তে নাগরিকত্ব গ্রহণ করলেন দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত. ছবির মতো সাজানো দ্বীপরাষ্ট্র ভানুয়াটুর। ৮০টি দ্বীপ নিয়ে গঠিত ভানুয়াটু সম্পর্কে খুব কম সংখ্যক মানুষই ওয়াকিবহাল। কিন্তু ললিতের নাগরিকত্ব গ্রহণের পর ওই দেশ সম্পর্কে ইন্টারনেটে তথ্য-তালাশ শুরু হয়েছে। তবে ভানুয়াটুর নাগরিকত্ব গ্রহণ করায় ললিতকে দেশে ফেরানো আরও কঠিন হতে পারে। (Lalit Modi)
প্রাক্তন IPL কর্তা ললিতের বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা আত্মসাতের পাশাপাশি একাধিক অভিযোগ রয়েছে। ভারতে তিনি Wanted. ২০১০ সাল থেকেই যদিও দেশছাড়া ললিত। এতদিন লন্ডনেই ছিলেন। সম্প্রতি লন্ডনে ভারতীয় হাই কমিশনের দ্বারস্থ হন তিনি। ভারতের পাসপোর্ট বাতিল করতে আবেদন জানান। সেই সঙ্গে ভানুয়াটুর নাগরিকত্ব গ্রহণের কথাও জানিয়েছেন তিনি। (Lalit Modi's Vanuatu citizenship)
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, “লন্ডনে ভারতীয় হাই কমিশনে আবেদন পাসপোর্ট সারেন্ডার করতে আবেদন জানিয়েছেন ললিত মোদি। সমস্ত বিধিনিয়ম মেনে তাঁদের আবেদন পর্যালোচনা করে দেখা হবে। উনি ভানুয়াটুর নাগরিকত্ব গ্রহণ করেছেন বলে জানতে পেরেছি। আইন অনুযায়ী, ওঁর বিরুদ্ধে এখনও তদন্ত চলছে আমাদের, তা এগিয়ে নিয়ে যাওয়া হবে।”
বিদেশি অনুদান আইন লঙ্ঘন থেকে কয়েকশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। একাধিক তদন্তকারী সংস্থা তাঁর বিরুদ্ধে তদন্ত করছে। বিদেশি অনুদান আইন লঙ্ঘন নিয়ে আয়কর বিভাগ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে একটি মাত্র জিজ্ঞাসাবাদ পর্বেই যোগ দেন তিনি। ২০১০ সালের মে মাসে দেশ ছাড়েন। ২০১৫ সালে তাঁর বিরুদ্ধে জামিন অয়োগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে মুম্বইয়ের বিশেষ আদালত।
BCCI-ও ললিতের বিরুদ্ধে তদন্ত শুরু করে। একাধিক মামলায় ললিত দোষী বলে সিদ্ধান্তে পৌঁছয় BCCI. আজীবকালের জন্য় ললিতকে নিষিদ্ধ করেছে তারা। ললিত যদিও নিজেকে নির্দোষ বলে দাবি করেন। লাগাতার ললিতকে ভারতের প্রত্যর্পণের চেষ্টা চালাচ্ছে ভারত। কিন্তু ভানুয়াটুর নাগরিকত্ব গ্রহণ করায়, তাঁকে দেশে ফেরানো আরও কঠিন হতে পারে। সেই নিয়ে কিছু খোলসা না করলেও, ললিতের বিরুদ্ধে মামলা যেমন চলছে, চলবে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। ভানুয়াটুর জনসংখ্যা ৩ লক্ষের আশেপাশে। সেখানে বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব হাসিল করার উপায় রয়েছে। সওয়া ১ থেকে দেড় কোটি টাকাতেই সেখানকার নাগরিকত্ব পাওয়া সম্ভব।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
