কলকাতা ও পাশ্বর্বর্তী এলাকায় মুষলধারে বৃষ্টি, জারি কমলা সতর্কতা
SIR শেষ হওয়ার ৩ মাস পর হবে বিধানসভা নির্বাচন। তবে SIR শুরু হওয়ার আগেই শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানউতোর।
LIVE

Background
রাজ্যে জোরকদমে SIR-এর প্রস্তুতি চলছে। দফায় দফায় বৈঠক করছেন নির্বাচন কমিশনের পদস্থ কর্তারা। এই অবস্থায় সূত্রের খবর, আগামী সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে SIR। ৩ মাসের মধ্য়ে শেষ হবে সেই প্রক্রিয়া। আর SIR শেষ হওয়ার ৩ মাস পর হবে বিধানসভা নির্বাচন। তবে SIR শুরু হওয়ার আগেই শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানউতোর।
এবার মুখ্যমন্ত্রীর নিশানায় এরাজ্য়ের মুখ্য নির্বাচনী আধিকারিক। বৃহস্পতিবার মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, এখানে যিনি CEO, তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। পাল্টা এনিয়ে সুর চড়িয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রীর বক্তব্য়ের প্রেক্ষিতে নির্বাচন কমিশন সূত্রে বক্তব্য়, ' মুখ্য নির্বাচনী আধিকারিক পদের জন্য় নামের প্য়ানেল পাঠায় রাজ্য় সরকারই।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফের মীরজাফর বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার অমিত শাহ বিশ্বাসঘাতকতা করতে পারেন বলে প্রধানমন্ত্রীকে সতর্ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ফের তাঁকে মীরজাফর বললেন। পশ্চিমবঙ্গে SIR নিয়ে তাড়াহুড়োর নেপথ্যে অমিত শাহরই হাত রয়েছে বলে অভিযোগ তাঁর।
WB News Live : কলকাতা ও পাশ্বর্বর্তী এলাকায় মুষলধারে বৃষ্টি, জারি কমলা সতর্কতা
দুপুরেই আঁধার। কলকাতা ও পাশ্বর্বর্তী এলাকায় মুষলধারে বৃষ্টি, জারি কমলা সতর্কতা। পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও উপকূলবর্তী এলাকায় জারি সতর্কতা।
WB News Live : রূপনারায়ণ নদী বাঁধে ভাঙন, মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রামে আতঙ্ক
রূপনারায়ণ নদী বাঁধে ভাঙন, মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রামে আতঙ্ক






















