West Bengal News : বাইক থামিয়ে এলোপাথাড়ি কোপ, এবার মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কর্মীকে খুন
এবার মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কর্মীকে খুন। জড়িত সন্দেহে আটক স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী।
LIVE

Background
পুলিশে আস্থা নেই যুব তৃণমূলেরই নেতার? প্রশ্নটা জোরাল করে কাটোয়ার রাজুয়া গ্রামে প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনায় NIA তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন খোদ জেলা যুব তৃণমূলের সহ সভাপতি! আর এদিনই দলবিরোধী কাজের অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। কাটোয়া বিস্ফোরণকাণ্ডে NIA তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়ে, দল থেকে বহিষ্কার করা
হল পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূলের সহ সভাপতিকে। দলের সিদ্ধান্ত মাথা পেতে নিলেও, মামলার সিদ্ধান্ত থেকে তিনি সরছেন না। প্রাথমিক প্রতিক্রিয়ায় এমনই জানিয়েছেন শুভেন্দুকুমার দাস।
১৫-ই অগাস্ট পর্যন্ত দেখব। তারপর প্রয়োজনে বিকল্পের কথা ভাবব। এভাবেই তৃণমূলের দিকে, আলাদা দল তৈরির হুঁশিয়ারি ছুড়ে দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। পাল্টা জয়প্রকাশ মজুমদার বলছেন, আগে পদত্যাগ করুন। দল এই সব ডেড লাইনের পরোয়া করে না। যেহেতু সংখ্য়ালঘু জড়িত, তাই তৃণমূল চুপ। কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
একুশে জুলাইয়ের সমাবেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য় করলেন, শাসক দলের তারকা-বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তিনি বলছেন, এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটাও শক্ত। তো সেক্ষেত্রে হয়তো আরেকটা অপশন হতেও পারে সেটা হচ্ছে একটু রাজনীতির সঙ্গে যুক্ত থাকলাম। চিরঞ্জিত আরও বলছেন- সবাই একটা তো জায়গা চায়। সাম্রাজ্যটাই ছোটো হয়ে গিয়ে থাকলে তাহলে সে আরেকটা বিকল্প চাইতেই পারে।
ঘুমন্ত ফুটপাতবাসীকে পাথর দিয়ে থেঁতলে খুন! তাও আবার দক্ষিণ কলকাতার মতো অভিজাত এলাকায়! ল্যান্সডাউনের শরৎ বোস রোডের ঘটনায় শহরে ফিরল স্টোনম্যান-আতঙ্কের পুরনো স্মৃতি। পুলিশ সূত্রে দাবি, জেরায় খুনের কথা কবুল করেছে ধৃত।
Kolkata News Live : মাত্র ১ বছরেই আলিপুর চিড়িয়াখানা থেকে নাকি গায়েব হয়েছে ৩২১ টি জন্তু?
মাত্র ১ বছরেই আলিপুর চিড়িয়াখানা থেকে নাকি গায়েব হয়েছে ৩২১ টি জন্তু! এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। দায়ের হল মামলা।যদিও আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি এই ভুল প্রযুক্তিগত ত্রুটি।
WB News Live : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী তকমা
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী তকমা! বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয় চত্বর। উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ এবিভিপি-র।






















