West Bengal News Live: বিহারের পর এবার বাংলায় SIR-প্রস্তুতি, শেষ পর্যায়ে ভোটার লিস্ট ম্যাপিং
WB News Live Update: রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন।
LIVE

Background
দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণকাণ্ডে গ্রেফতার ৫। আজ গ্রেফতার আরও ২ অভিযুক্ত । ধৃত শেখ নাসিরউদ্দিন ও সফিকুল শেখ। ধৃত নাসিরউদ্দিনের বাড়ি IQ সিটি মেডিক্যাল কলেজের পাশেই
গতকাল পুলিশের জালে ৩, ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজত। গণধর্ষণকাণ্ডে পুলিশের স্ক্যানারে নির্যাতিতার সহপাঠীর ভূমিকাও
দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। 'অবিলম্বে ভারত-ভুটান নদী কমিশন গঠন হোক, পশ্চিমবঙ্গকেও কমিশনের সদস্য করা হোক। ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে, ওরা ক্ষতিপূরণ দিক। সবটাই আমাদের করতে হবে, কেন্দ্র এক পয়সাও দেয় না', নাগরাকাটায় গিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়
আমরা শুধু বিজেপিকে দোষ দিই। কিন্তু আমাদের দলের মধ্যে লুটেপুটে খাওয়া, স্বৈরাচারী লোকজন এসে গেছে। ব্লক সভাপতি হওয়ার জন্য টাকা নিয়ে কলকাতায় ছুটছে। শুধু গ্রুপবাজি, লবিবাজি করে আমার লোকজনকে মারতে হবে। আমার ঘনিষ্ঠদের পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে কাজ করতে দেওয়া হবে না। গতকাল দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দলেরই একাংশকে নিশানা করলেন মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। মেয়ের সরকারি সুরক্ষা না থাকার কথা বলে তাঁকে ওড়িশা নিয়ে চলে যেতে চাইছেন নির্যাতিতার বাবা। এই আবহে তৃণমূল সাংসদ সৌগত রায় মন্তব্য করলেন, "মেয়েরা একা একা বেরোবে কেন ১২ টার পরে ? মুখ্যমন্ত্রী যা বলেছেন, ঠিকই বলেছেন। হঠাৎ বেরনোর কারণ কী ?"
তৃণমূল সাংসদ বলেন, "কোনও প্রতিষ্ঠান থেকে মেয়েদের বেরনোর ব্যাপারে অবশ্যই বিধি-নিষেধ থাকা উচিত। কেউ ডাক্তারি পড়ছে, সে রাত ১২টার সময় বেরোবে তার ক্যাম্পাস থেকে, সেটা কাম্য নয়। সুতরাং সবটাই পরিস্থিতি-পরিবেশের উপর নির্ভর করবে। আমাদের দেশে এখনও মেয়েরা সব জায়গায় খোলাখুলি গভীর রাতে বেরোতে পারবে এটা পরিবেশ হয়নি। মেয়েরা একা একা বেরোবে কেন ১২টার পরে ? মুখ্যমন্ত্রী যা বলেছেন, ঠিকই বলেছেন। হঠাৎ বেরনোর কারণ কী ?" তাঁর সংযোজন, "একটা ফাঁকা মাঠের মধ্যে মেয়েরা যদি রাত ১২টায় বেরোয়, সেটা বিপজ্জনক। তার কারণ, সমাজে খারাপ লোক সবসময় থাকে। পুলিশ কি প্রত্যেক স্কোয়ার-ইঞ্চিতে পাহারা দেবে ? তা তো নয়।"
ডাক্তারির ছাত্রীকে গণধর্ষণকাণ্ডে আজও উত্তাল দুর্গাপুর। আজ সিটি সেন্টারের সামনে ধর্না কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। তার আগে ধর্নামঞ্চ তৈরি করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ধর্নায় যোগ দেওয়ার কথা শুভেন্দু অধিকারীর। এদিন দুর্গাপুরে এসে নির্যাতিতার মা-বাবার সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা।
Wb News Live: এবার তুফানগঞ্জের বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ তৃণমূলের
এবার তুফানগঞ্জের বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তুফানগঞ্জে দলীয় অফিসে আসতেই মালতী রাভা রায়কে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। বিধায়ককে এলাকায় দেখা যায় না, অভিযোগ বিক্ষোভকারীদের।
West Bengal News Live: বিহারের পর এবার বাংলায় SIR-প্রস্তুতি, শেষ পর্যায়ে ভোটার লিস্ট ম্যাপিং
বিহারের পর এবার বাংলায় SIR-প্রস্তুতি, শেষ পর্যায়ে ভোটার লিস্ট ম্যাপিং
১৫ অক্টোবরের মধ্যে ভোটার লিস্ট ম্যাপিং করে আপলোড: CEO ---
'ত্রাণের কাজে সরকারি আধিকারিকরা, তাই দেরি দার্জিলিং-জলপাইগুড়িতে'
দার্জিলিং-জলপাইগুড়িতে কলকাতা থেকে আধিকারিক পাঠানোর ভাবনা: সূত্র
'সীমান্তবর্তী জেলার থেকে বাকি জেলার ভোটার লিস্ট ম্যাপিংয়ে ফারাক'
'বাঁকুড়া-ঝাড়গ্রামের সঙ্গে ম্যাপিংয়ে ৬৫ থেকে ৭০ শতাংশ মিল'
সীমান্তবর্তী জেলার সঙ্গে ম্যাপিংয়ে মিল ৫০-৫৫ শতাংশ: সূত্র






















