West Bengal News LIVE Updates: তমলুকের পর এবার হলদিয়া, আজ হাইকোর্টের অনুমতি নিয়ে ফের শুভেন্দুর মিছিল
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলা সব খবরের আপডেটস...
LIVE

Background
Sukanta Majumdar: হাওড়ায় বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্ত মজুমদারের
হাওড়ায় বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্ত মজুমদারের। 'মুখ্যমন্ত্রী যখন বিদেশ সফরে ব্যস্ত, তখন হাওড়ায় বহু মানুষ ঘরছাড়া। নবান্ন থেকে কিছু দূরেই ধসের জেরে দুর্ভোগে বহু মানুষ। প্রথমবার নয়, বাংলার মানুষ আগেও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তবুও মমতার জনবিরোধী সরকার এই ট্র্যাজেডি রোধে কিছুই করেনি। দুর্নীতিগ্রস্ত নেতারা সিন্ডিকেটের টাকা দিয়ে তাঁদের পকেট ভরতে ব্যস্ত ছিলেন! মানুষের জীবন রক্ষা করার পরিবর্তে, অবৈধ কারবারে যুক্ত তৃণমূল নেতারা', এটা কেবল ব্যর্থতা নয় - এটি অপরাধমূলক অবহেলা!' 'বাংলার জনগণ এর জবাব পাওয়ার যোগ্য!'
Birbhum News: রাস্তায় নো-এন্ট্রি দেখিয়ে টাকা নিচ্ছে পুলিশ
পৌষ মেলা থেকে বোলপুর-শ্রীনিকেতন চৌমাথা মোড়ে নো-এন্ট্রির করে টাকা তুলছে শান্তিনিকেতন থানার পুলিশ। টাকা দিলেই ছেড়ে দেওয়া হচ্ছে ডাম্পার। রাতের অন্ধকারে চলছে বালি,মাটির গাড়ি। এর ফলে সমস্যায় পড়ছে স্থানীয় বাসিন্দা থেকে স্কুলে যাওয়া ছাত্রছাত্রীরা। পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ তুলে বোলপুর-শ্রীনিকেতন রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। এর ফলে ব্যাপক যানজট হয়। শান্তিনিকেতন থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সামনেই চলে বিক্ষোভ।
Suvendu Adhikari News: আজ হাইকোর্টের অনুমতি নিয়ে ফের শুভেন্দুর মিছিল
তমলুকের পর এবার হলদিয়া, আজ হাইকোর্টের অনুমতি নিয়ে ফের শুভেন্দুর মিছিল। দোলে অশান্তির অভিযোগে ফের পথে বিরোধী দলনেতা। হলদিয়ায় ক্ষুদিরাম স্কোয়ার থেকে নিউ মার্কেট পর্যন্ত মিছিল
Accident News: বৈষ্ণবনগরে লরির ধাক্কায় প্রাণ গেল ৩ বাইক আরোহীর
আনন্দ বদলে গেল বিষাদে। ভিনরাজ্য থেকে আসা বন্ধুকে নিয়ে ফেরার সময়, মালদার বৈষ্ণবনগরে লরির ধাক্কায় প্রাণ গেল ৩ বাইক আরোহীর। আজ সকালে ১৮ মাইলের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। মৃত ৩ জনই মোথাবাড়ির বাসিন্দা। এক বন্ধু কেরলে পরিযায়ী শ্রমিক। ইদ উপলক্ষ্যে বাড়ি ফিরছিলেন। ফরাক্কা স্টেশনে বন্ধুকে আনতে যান দুই তরুণ। ফেরার পথে, বৈষ্ণবনগরে তাঁদের বাইকের পিছনে ধাক্কা মারে লরি। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। লরির চালক পলাতক।
Howrah Water Crisis: নেই জল, নেই বিদ্যুৎ, বাড়িতে ফাটল, হাওড়ায় দুর্ভোগের ত্রিফলা
দিন-রাত আতঙ্কে কাটাচ্ছেন হাওড়ার বেলগাছিয়া এলাকার বাসিন্দারা। জলের পাইপ লাইন মেরামতি করতে গিয়ে বুধবার রাতে এই এলাকায় ধস নামে। ৩ দিন পরেও পরিস্থিতি যে-কে-সেই। অন্যদিকে, আজও নির্জলা উত্তর হাওড়া বিধানসভার ১৪টি ওয়ার্ড। এ ছাড়াও বালি পুরসভার ৩টি ওয়ার্ডেও জলসঙ্কট চরমে। বেলগাছিয়া মোড়ে ভূর্গভস্থ পাইপ লাইন বসিয়ে পদ্মপুকুর জল প্রকল্পের সঙ্গে লাইন জোড়ার কাজ আজ ভোরে শেষ হয়েছে। তবে আনুষঙ্গিক কিছু কাজ বাকি থাকায় আজ সকালেও উত্তর হাওড়ায় জল সরবরাহ করা সম্ভব হয়নি। অন্য পুরসভা থেকে জলের ট্যাঙ্কার এনে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করেছে হাওড়া পুরসভা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
