West Bengal News LIVE Updates: তমলুকের পর এবার হলদিয়া, আজ হাইকোর্টের অনুমতি নিয়ে ফের শুভেন্দুর মিছিল
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলা সব খবরের আপডেটস...

Background
দোলে অশান্তির অভিযোগে আজ হলদিয়ায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিবাদ মিছিল। রাজ্যজুড়ে সনাতনীদের ওপর আক্রমণের অভিযোগে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তমলুকে একই ইস্যুতে মিছিল করেছিলেন বিরোধী দলনেতা। পুলিশ হলদিয়ায় মিছিলের অনুমতি দিচ্ছে না, এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ক্ষুদিরাম স্কোয়ার থেকে নিউ মার্কেট পর্যন্ত পদযাত্রার
অনুমতি দেন। পদযাত্রার শেষে করা যাবে ছোট সভাও। আদালতে রাজ্য সরকার জানায়, লাউড স্পিকার ছাড়া কর্মসূচির অনুমতি দিয়েছেন মহকুমা শাসক। অনুমতি দিয়েছে পুলিশও।
Sukanta Majumdar: হাওড়ায় বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্ত মজুমদারের
হাওড়ায় বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্ত মজুমদারের। 'মুখ্যমন্ত্রী যখন বিদেশ সফরে ব্যস্ত, তখন হাওড়ায় বহু মানুষ ঘরছাড়া। নবান্ন থেকে কিছু দূরেই ধসের জেরে দুর্ভোগে বহু মানুষ। প্রথমবার নয়, বাংলার মানুষ আগেও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তবুও মমতার জনবিরোধী সরকার এই ট্র্যাজেডি রোধে কিছুই করেনি। দুর্নীতিগ্রস্ত নেতারা সিন্ডিকেটের টাকা দিয়ে তাঁদের পকেট ভরতে ব্যস্ত ছিলেন! মানুষের জীবন রক্ষা করার পরিবর্তে, অবৈধ কারবারে যুক্ত তৃণমূল নেতারা', এটা কেবল ব্যর্থতা নয় - এটি অপরাধমূলক অবহেলা!' 'বাংলার জনগণ এর জবাব পাওয়ার যোগ্য!'
Birbhum News: রাস্তায় নো-এন্ট্রি দেখিয়ে টাকা নিচ্ছে পুলিশ
পৌষ মেলা থেকে বোলপুর-শ্রীনিকেতন চৌমাথা মোড়ে নো-এন্ট্রির করে টাকা তুলছে শান্তিনিকেতন থানার পুলিশ। টাকা দিলেই ছেড়ে দেওয়া হচ্ছে ডাম্পার। রাতের অন্ধকারে চলছে বালি,মাটির গাড়ি। এর ফলে সমস্যায় পড়ছে স্থানীয় বাসিন্দা থেকে স্কুলে যাওয়া ছাত্রছাত্রীরা। পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ তুলে বোলপুর-শ্রীনিকেতন রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। এর ফলে ব্যাপক যানজট হয়। শান্তিনিকেতন থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সামনেই চলে বিক্ষোভ।






















