West Bengal News : কসবার সাউথ ক্যালকাটা ল' কলেজে গণধর্ষণ-অভিযোগের জল গড়াল সুপ্রিম কোর্টে
পুলিশ সূত্রে দাবি, নির্যাতিতার বয়ানের সঙ্গে হুবহু মিলে গেছে কলেজের সিসি ক্যামেরার ফুটেজ।
LIVE

Background
কলকাতা : আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজ্য়জুড়ে। জাস্টিসের স্লোগান দিয়ে ফের পথে নাগরিক সমাজ। এর মধ্য়েই এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে দাবি, নির্যাতিতার বয়ানের সঙ্গে হুবহু মিলে গেছে কলেজের সিসি ক্যামেরার ফুটেজ।
পুলিশ সূত্রে দাবি, নির্যাতিতার বয়ানের সঙ্গে হুবহু মিলে গেছে সিসি ক্যামেরার ফুটেজ। বুধবার, কলেজের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে, মেন গেটের দিকে আসছিলেন নির্যাতিতা। সেখান থেকে তাঁকে হাত ধরে ভিতরে টেনে নিয়ে যাচ্ছেন ২ জন। এরপর অভিযোগকারিণীকে টেনে নিয়ে যাওয়া হয় গার্ডরুমে। ওই ২ জন হল সাউথ কলকাতা ল' কলেজেরই দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদ।
এদিকে শনিবারই অভিযোগকারিণীকে নিয়ে কলেজে গিয়ে পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা। ভারতীয় ন্যায় সংহিতার ১৮৩ নম্বর ধারা অনুযায়ী, রেকর্ড করা হয়েছে অভিযোগকারিণীর গোপন জবানবন্দি। অন্যদিকে, গোপন জবানবন্দি দিতে চেয়েছেন নির্যাতিতার মা-বাবাও। তাঁদের গোপন জবানবন্দি নেওয়ার জন্য আলিপুর আদালতে আবেদন করা হয়েছে পুলিশের তরফ।
Kolkata News : কলকাতায় ডোরিনা ক্রসিংয়ে বিজেপির যুব মোর্চার বিক্ষোভে ধুন্ধুমার
কসবায় কলেজে গণধর্ষণকাণ্ডে উত্তাল রাজ্য। কলকাতায় ডোরিনা ক্রসিংয়ে বিজেপির যুব মোর্চার বিক্ষোভে ধুন্ধুমার। রাজ্য জুড়েও বিক্ষোভ।
WB News Live : সন্দেশখালির তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ
সন্দেশখালির তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ
সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর






















