West Bengal News :কাশ্মীরে জঙ্গি হামলা, বাংলার ৩ জন-সহ ২৬ জনের মৃত্যু
বিতান কাজ করতেন ফ্লোরিডায় তথ্যপ্রযুক্তি সংস্থায়। ৮ মার্চ দেশে ফেরেন। তারপর স্ত্রী ও সাড়ে ৩ বছরের ছেলেকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গেছিলেন বিতান।

Background
ভূস্বর্গে বেড়াতে গিয়ে জঙ্গি হামলায় প্রাণ গেল বাঙালি পর্যটক বিতান অধিকারীর। নেতাজিনগর থানা এলাকার বৈষ্ণবঘাটা লেনের বাসিন্দা বিতান কাজ করতেন ফ্লোরিডায় তথ্যপ্রযুক্তি সংস্থায়। ৮ মার্চ দেশে ফেরেন। তারপর স্ত্রী ও সাড়ে ৩ বছরের ছেলেকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গেছিলেন বিতান।
মে মাসের প্রথম সপ্তাহেই মুর্শিদাবাদ যাবেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে এবং প্রয়োজনে নিহতদের সন্তানের পড়াশোনার দায়িত্ব নিতে পারে সরকার। যদিও, বিরোধীদের পাল্টা প্রশ্ন, দাঙ্গা হল কেন? সেই প্রশ্নের উত্তর আগে দিতে হবে রাজ্য সরকারকে।
সাতসকালে বাগুইআটিতে চাঞ্চল্য। প্রতিবেশী পাড়ায় পরিত্যক্ত জমিতে, নর্দমার পাশে পড়ে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হল যুবতীর মৃতদেহ! পুলিশ জানিয়েছেন, নিহত যুবতী এলাকার বাসিন্দা নন। তদন্তকারীদের অনুমান অন্য কোথাও খুন করে দেহ এনে এখানে ফেলে দিয়ে গেছে দুষকৃতীরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
মে মাসের প্রথম সপ্তাহেই মুর্শিদাবাদ যাবেন মুখ্য়মন্ত্রী। তিনি জানিয়েছেন, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য় করা হবে এবং প্রয়োজনে নিহতদের সন্তানের পড়াশোনার দায়িত্ব নিতে পারে সরকার। যদিও, বিরোধীদের পাল্টা প্রশ্ন, দাঙ্গা হল কেন? সেই প্রশ্নের উত্তর আগে দিতে হবে রাজ্য সরকারকে।
দলীয় সভা থেকে, ফের দলের একাংশকেই নিশানা করলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। বললেন, তৃণমূলের খেয়ে পড়ে তৃণমূলেরই মিছিলে যারা হাঁটেন না, তাদের আর আসার দরকার নেই দলে। নীচু তলার নিষ্ক্রিয় নেতা-কর্মীদের উদ্দেশেও কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ। যা নিয়ে কটাক্ষ ছুড়তে ছাড়ল না বিজেপি।
WB News Live : ভূস্বর্গে আটকে কলকাতার মানিকতলার ২৬ জন
অসংখ্য বাঙালি পর্যটক বর্তমানে আটকে পড়েছেন ভূস্বর্গে! তাদের মধ্যেই অন্যতম কলকাতার মানিকতলার বাসিন্দা ২৬ জনের একটি পর্যটক দল!
WB News : হামলার জায়গাতেই যাচ্ছিলেন, কিন্তু শিবমন্দিরে যাওয়াতেই...আশ্চর্য গল্প শোনালেন নদিয়ার দম্পতি
স্ত্রীকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গেছেন কৃষ্ণনগরের বাসিন্দা সুদীপ্ত দাস। তাঁদেরও গতকাল পহেলগাঁওয়ে যাওয়ার কথা ছিল। বরাত জোরে বেঁচেছেন।






















