West Bengal News Updates : রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন
প্রকাশ্যে তৃণমূল কর্মীকে থেঁতলে খুন, মালদা হত্য্যাকাণ্ডে ফের তোলপাড় রাজ্য। কলকাতায় ফের ভাঙল বহুতল। SSC মামলার শুনানিতে আজ কী বলবেন দেশের প্রধান বিচারপতি?

Background
১২ দিনের মধ্য়ে মালদায় ফের তৃণমূলের হাতে খুন তৃণমূল। জেলা সহ সভাপতির পর, এবার গোষ্ঠীকোন্দলের জেরে মালদায় নৃশংসভাবে খুন করা হল এক তৃণমূল কর্মীকে। আহত হয়ে হাসপাতালে ভর্তি তৃণমূলের অঞ্চল সভাপতি ও তাঁর ভাই। ঘটনাস্থলে আগ্নেয়াস্ত্র এবং গুলির ছবি দেখা গেলেও মালদার পুলিশ সুপারের দাবি, নিহত কিংবা আহতদের দেহে গুলির আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। জেলা সহ সভাপতি খুনের ১২ দিনের মাথায় শাসক-কোন্দলে মালদায় তৃণমূল কর্মী খুন। এই আবহে দলের একাংশের দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য় করলেন, সুজাপুরের তৃণমূল বিধায়ক মহম্মদ আব্দুল গনি। বললেন, এখন যারা পার্টি করছে, তারা কোটি-কোটি টাকা ইনকাম করছে।
কাঁথিতে দলেরই বিরুদ্ধ গোষ্ঠীকে বোমা মারার হুমকি দিলেন প্রাক্তন কারামন্ত্রী অখিল গিরি! পাল্টা দলীয় বিধায়ককে লক্ষ্য করে চোর-চোর স্লোগান দিল দলেরই একাংশ, যারা জেলারই আরেক তৃণমূল বিধায়ক উত্তম বারিকের অনুগামী বলে পরিচিত। কাঁথি সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচন ঘিরেও এবার তৃণমূল বনাম তৃণমূল!
RL স্যালাইন প্রয়োগে মেদিনীপুর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে প্রসূতি মৃত্যুর অভিযোগ ঘিরে তোলপাড়। এই আবহেই বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলে, মঙ্গলবার পথে নামল SUCI-এর সার্ভিস ডক্টরস ফোরাম। আর সেই অভিযান ঘিরেই তুলকালাম বাধল স্বাস্থ্যভবনের সামনে।
খাস কলকাতায় ফের বিপত্তি, বাঘাযতীনে পাশের বাড়ির ওপর হেলে পড়ল গোটা বিল্ডিং। তৈরির ১২ বছরের মধ্যেই ভাঙল ফ্ল্যাট।স্থানীয়দের দাবি, বিশেষজ্ঞদের পরামর্শ ও নজরদারি ছাড়াই, হেলে থাকা অ্যাপার্টমেন্ট সোজা করতে গিয়ে বিপর্যয় ঘটল। এখানেই শেষ নয়, অভিযোগ, ৩ তলার অনুমতি থাকলেও তা বাড়িয়ে করা হয় চারতলা। এদিকে এতসবের মাঝেই বেপাত্তা অভিযুক্ত প্রমোটার।
WB News Live : দুর্নীতি করে কাদের চাকরি, কারা পায়নি, সেটাই গুরুত্বপূর্ণ, বলল সুপ্রিম কোর্ট
২৬ হাজার চাকরির ভবিষ্যৎ কী? দুর্নীতি করে কাদের চাকরি, কারা পায়নি, সেটাই গুরুত্বপূর্ণ, বলল সুপ্রিম কোর্ট। আলাদা করে তদন্ত চায় গ্রুপ সি চাকরিপ্রার্থীরা।
WB News Live : রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন
রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন






















