এক্সপ্লোর
West Bengal News Live : জামিন পেলেন কুন্তল ঘোষ, সাময়িক স্বস্তি 'কালীঘাটের কাকু'রও
নৈরাজ্যের আগুনে জ্বলছে বাংলাদেশ। চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতাতেও প্রতিবাদ ।
Key Events

জেলা থেকে জেলা আরও খবর।
Source : PTI
Background
- ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে উত্তাল বাংলাদেশ। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে এ রাজ্যেও। বৃহস্পতিবার, কলকাতায় বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। ভাঙা হল ব্যারিকেড। রাষ্ট্রপতির কাছেও প্রতিনিধি দল যাবে বলে জানিয়েছে বঙ্গীয় হিন্দু জাগরণ সংগঠন।
- শুক্রবারই ঘূর্ণিঝড়ে পরিণত হবে বঙ্গোপসাগরে তৈরি অতি গভীর নিম্নচাপ। তবে তার অভিমুখ হবে তামিলনাড়ু উপকূল। বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও শীতের পথে কাঁটা হতে পারে ঘূর্ণিঝড় ফেনজল। নভেম্বরের শেষ কটা দিন তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহান্তে বৃষ্টির হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।
- মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, বাজারে টাস্ক ফোর্সের অভিযানের পরেও আলুর দামে লাগাম টানা যাচ্ছে না। মানিকতলায় খুচরো বাজারে চন্দ্রমুখী আলুর দাম ৩৮-৪০ টাকা। জ্যোতি আলু বিক্রি হচ্ছে ৩২-৩৪ টাকায়। বিক্রেতারা স্বীকার করছেন, আলুর দাম সামান্য কমেছে। চড়া দামে লোকসান হচ্ছে খুচরো ব্যবসায়ীদের। অন্যদিকে, ক্রেতারা বাধ্য হয়েই আলু কিনছেন। তাও পরিমাণে অল্প, ক্রেতার সংখ্যাও হাতে গোনা।
- ৬ মাসে ৫ জনকে খুন। ১৯ নভেম্বর কাটিহার এক্সপ্রেসে বালির তবলা বাদককে খুনের পর ২৪ নভেম্বর সেকেন্দরাবাদে পঞ্চম খুন করে রাহুল ওরফে ভোলু। ধৃত সিরিয়াল কিলারকে জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে দাবি করল পুলিশ।
15:31 PM (IST) • 29 Nov 2024
ISKCON Protest : সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আজও প্রতিবাদ
সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আজও প্রতিবাদ। কলকাতায় ইসকনের সদর দফতরের সামনে প্রতিবাদ জানালেন ভক্তরা
। কীর্তনের মাধ্যমে প্রতিবাদ জানালেন ইসকনের ভক্তরা। বাংলাদেশের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। প্রত্যন্ত গ্রামেও চলছে আক্রমণ, এবিপি আনন্দকে জানালেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস
14:51 PM (IST) • 29 Nov 2024
Bangladesh News : বাংলাদেশে ইসকনের সঙ্গে যুক্ত ১৭ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ
বাংলাদেশে ইসকনের সঙ্গে যুক্ত ১৭ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস সহ ১৭ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হল। বিএফআইইউ-এর শাখা দেশের সেন্ট্রাল ব্যাঙ্কের নির্দেশে ফ্রিজ করা হল অ্যাকাউন্ট। আগামী ৩০ দিন এই অ্য়াকাউন্টগুলি থেকে কোনও লেনদেন করা যাবে না, খবর ডেইলি স্টার সূত্রে
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update























