West Bengal News Live Updates: দিলীপের জন্মদিন পালন শুভেন্দু, অগ্নিমিত্রার, প্রবল বৃষ্টি, ধসে মৃত্যুপুরী ওয়েনাড
Bangla News : কলকাতায় ও রাজ্যের বাকি জেলার সব খবরের লাইভ আপডেট
LIVE
Background
বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। সন্ধ্যাতেও বর্ষণের বেগ কমার কোনও সম্ভাবনা চোখে পড়ছে না। এর ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
উত্তরবঙ্গকে উত্তর পূর্ব পর্ষদের অন্তর্ভুক্তির দাবিকে সমর্থন দিলীপ ঘোষের। জন্মদিনে শুভেন্দুর সঙ্গে কেক কাটার পর সুকান্তকে সমর্থন দিলীপের। এপ্রসঙ্গে বলেন, 'উত্তরবঙ্গের উন্নয়নের জন্য নতুন মডেলের কথা বলেছেন সুকান্ত। বিজেপি কোথাও বাংলা ভাগের কথা বলেনি। বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব এনেছে তৃণমূল। এটা বিজেপিকে বদনাম করার রাজনীতি।"
পান্ডুয়া ও খন্যানের স্কুলে গিয়ে ক্লাস নিলেন হুগলির তৃণমূল কংগ্রেস সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁকে কাছে পেয়ে উচ্ছ্বসিত পড়ুয়ারা।
বুলডোজার চালিয়ে হকার উচ্ছেদের সময় বাদ গেল ফুটপাথ দখল করে থাকা তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস। তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস ভাঙল না বর্ধমান পুরসভা। এদিকে ফুটপাথে থাকা দোকান ভাঙায় পুরসভার চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ হকারদের।
সাইবার হানায় বিপর্যস্ত ব্যাঙ্কিং পরিষেবা। দেশের বিভিন্ন গ্রামীণ,সমবায় ব্যাঙ্কের ২০০টি শাখায় প্রভাব। টাকা জমা ও তোলা যাচ্ছে না। ব্যাহত অনলাইনে লেনদেন। বাড়ছে দুর্ভোগ।
কলকাতার হাসপাতালে যেমন একজন করে রোগীকে দেখতে দেয় পান্ডুয়াতেও সেই ব্যবস্থা চালু করতে হবে। হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করে নির্দেশ রচনা বন্দ্যোপাধ্যায়ের।
আজও ফিরহাদ হাকিম বক্তব্য রাখতে উঠলে বিধানসভা থেকে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। এরপর বিষয়টি মিটিয়ে নিতে বিরোধী দলনেতাকে অনুরোধ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
তিনি একজন ধর্মনিরপেক্ষ মানুষ, বিধানসভায় উঠে দাঁড়িয়ে দাবি করেন ফিরহাদ হাকিম। ক্ষমা চাইতে হবে না, দুঃখপ্রকাশ করুন, দাবি করেন শুভেন্দু অধিকারী। কোনও ধর্মকে আঘাত করার জন্য কিছু বলিনি, ভুল ব্যাখ্যা হচ্ছে, বিধানসভায় বলেন ফিরহাদ। ফিরহাদের এই ব্যাখ্যার পরেই দু'পক্ষের গোলমাল মিটে যায়।
বর্ষা আসতেই ঘরে ঘরে বাড়ছে জ্বর , সর্দি, কাশিতে আক্রান্তের সংখ্যা। আবহাওয়ার খামখেয়ালিপনায় শহর থেকে জেলা সব জায়গায় মাথাচাড়া দিচ্ছে ইনফ্লুয়েঞ্জা।
রোগের প্রকোপ রুখতে ভাইরাল ফিভার নিয়ে সতর্ক করে অ্যাডভাইসরি জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর।
রেখা পাত্রর করা মামলায় বসিরহাট লোকসভা কেন্দ্রের সমস্ত নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সিসি ক্যামেরার ফুটেজ ও সাধারণ ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাও-এর। রিগিং, ভোটে কারচুপি, সন্ত্রাস ও তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মনোনয়নপত্রে তথ্য গোপনের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন রেখা পাত্র।
মুখ্যমন্ত্রীর দেওয়া একমাসের সময়সীমা শেষের পর বৃহস্পতিবার থেকে ফের কলকাতায় শুরু হচ্ছে হকার সার্ভে। ১৬টি বরোতে মোট ১১২টিম অলিগলি ঘুরে সমীক্ষা করবে। বুধবার এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার। ফের এই সমীক্ষা কেন? তা নিয়ে উঠছে প্রশ্ন।
ফের রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ল মালগাড়ি। দেড়মাস আগে যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়র ধাক্কায় দশজনের মৃত্য়ু হয়েছিল, সেখানেই বুধবার ফের লাইনচ্য়ুত হল একটি মালগাড়ি। এই নিয়ে মাত্র দেড়মাসে ঘটে গেল চার-চারটে ট্রেন দুর্ঘটনা। যা নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে কটাক্ষ করেছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে বিজেপি-ও।
WB News Live Updates: তৃণমূলের বাংলা-ভাগের চক্রান্তের অভিযোগের পাল্টা বঞ্চনা-অস্ত্র বিজেপির
তৃণমূলের বাংলা-ভাগের চক্রান্তের অভিযোগের পাল্টা বঞ্চনা-অস্ত্র বিজেপির। উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগে বিধানসভায় অম্বেডকর মূর্তির সামনে বিক্ষোভ
West Bengal News Live Updates: দ্রুত বড়সড় রদবদল হচ্ছে তৃণমূলের সংগঠনে?
দ্রুত বড়সড় রদবদল হচ্ছে তৃণমূলের সংগঠনে? লোকসভা ভোটে কে দলের পাশে? কাদের অন্তর্ঘাত? অভিষেকের উদ্যোগে তৈরি হচ্ছে নেতাদের মার্কশিট।
WB News Live Updates: ১৩ বছর আগের সতর্কবাণীতে কান না দেওয়ার ফলেই কি এই বিপর্যয়?
ক্রমেই লম্বা হচ্ছে মৃ্ত্যুমিছিল। ওয়েনাডে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯২। ১৩ বছর আগের সতর্কবাণীতে কান না দেওয়ার ফলেই কি এই বিপর্যয়? উঠছে প্রশ্ন। পরিস্থিতি মোকাবিলায় সর্বদল বৈঠক করলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এলাকা ঘুরে দেখলেন রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী।
West Bengal News Live Updates: প্রবল বৃষ্টিতে ধস, ওয়েনাডে মৃত্যুমিছিল, এখনও পর্যন্ত ২৯২ জনের মৃত্যু
প্রবল বৃষ্টিতে ধস, ওয়েনাডে মৃত্যুমিছিল। এখনও পর্যন্ত ২৯২ জনের মৃত্যু, আহত অসংখ্য। ধসের জেরে আস্ত রাস্তা গায়েব, তার জায়গায় বইছে নদী। নদীর ওপারে ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা। ওপারে উদ্ধারকারী, মাটি কাটার মেশিন নিয়ে যেতে তৈরি হচ্ছে অস্থায়ী ব্রিজ
WB News Live Updates: রেস্তোরাঁয় তাণ্ডব, মাদুরদহের বাসিন্দা অজিত ওরফে লম্বু গ্রেফতার
ছক কষেই আনন্দপুরের রেস্তোরাঁয় দুষ্কৃতী তাণ্ডব! নোনাডাঙা থেকে আরও এক অভিযুক্ত গ্রেফতার। রেস্তোরাঁয় তাণ্ডব, মাদুরদহের বাসিন্দা অজিত ওরফে লম্বু গ্রেফতার