Bangladesh News Update: নতুন যুক্তিতে খারিজ চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলার দিন এগিয়ে আনার শুনানির আবেদন
Chinmoy Krishna Das Update: বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন! ওকালতনামা নিয়ে গেলেও নতুন অজুহাতে রবীন্দ্র ঘোষের আবেদন শুনল না চট্টগ্রাম আদালত
LIVE
Background
কলকাতা: এসএসসি মামলার শুনানি আগামী বৃহস্পতিবার। নির্ধারিত হবে প্রায় ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ। বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় সুপ্রিম কোর্টে হবে শুনানি। পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে কি না, তা নিয়ে হবে সওয়াল জবাব। বৈধ চাকরি শনাক্ত করা সম্ভব কি না, তা নিয়েও হবে সওয়াল জবাব, জানালেন প্রধান বিচারপতি । 'এভিডেন্স অ্যাক্টের ৬৫(বি) ধারা নিয়ে কোনও আলোচনা হবে না'। এ নিয়ে কোনও জটিলতায় ঢোকার প্রয়োজন নেই, জানালেন প্রধান বিচারপতি।
অন্যদিকে, বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন! ওকালতনামা নিয়ে গেলেও নতুন অজুহাতে রবীন্দ্র ঘোষের আবেদন শুনল না চট্টগ্রাম আদালত। নতুন যুক্তিতে খারিজ চিন্ময় দাসের জামিন মামলার দিন এগিয়ে আনার শুনানির আবেদন। স্থানীয় আইনজীবী সন্ন্যাসীর হয়ে না দাঁড়ানোয় খারিজ সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষের আবেদন। ২ জানুয়ারিই হবে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের শুনানি।
অন্যদিকে, বাংলাদেশের ঘটনায় প্রতিবাদী পদযাত্রা হিন্দু ঐক্য মঞ্চের। সনাতনী হিনদু ঐক্য মঞ্চের ডাকে বাংলাদেশে হিনদুদের উপরে অত্যাচারের প্রতিবাদে এবং মৌলবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে নদিয়ার রাণাঘাট উত্তরপূর্ব বিধানসভার পূর্ব নওয়াপাড়া বাজার থেকে শুরু করে পানিখালী বাজার পর্যন্ত প্রতিবাদী পদযাত্রা হয়। এই প্রতিবাদী পদযাত্রায় পা মেলান হিন্দু ঐক্য মঞ্চের সনাতনী ও রাণাঘাট উত্তর-পূর্বের বিধায়ক বিজেপির অসীম বিশ্বাস।
বাংলাদেশে ভারত-বিদ্বেষের ভয়াবহ নজির। এবার ভারতীয়দের লাথি মেরে বাংলাদেশ ছাড়া করার হুমকি! ফেনি-চট্টগ্রামের ইকোনমিক জোন থেকে ভারতীয়দের বিতাড়িত করার হুঙ্কার। 'প্রত্যেক ভারতীয়কে লাথি মেরে বাংলাদেশ ছাড়া করতে হবে', হুঙ্কার বাংলাদেশের গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক রহমানের। বাংলাদেশে শুধুই ভয়, হুমকিতে প্রতিবাদ-মিছিলও বাতিল!
মিছিলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি হেফাজত-ই-ইসলামের! সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে মিছিলে হুমকি। খুলনায় হিন্দুদের মিছিলে বিস্ফোরণের হুমকি কট্টরপন্থী সংগঠনেরষ 'ভয়ে কোনও হিন্দুই সন্ন্যাসীর গ্রেফতারির প্রতিবাদ করতে পারছে না'। 'বেছে বেছে হিন্দুদের মিথ্যে মামলায় গ্রেফতার করা হচ্ছে'। 'এমনকি হাতে লাল রঙের তাগাও পরতে পারছেন না হিন্দুরা'। মৌলবাদীদের রক্তচক্ষুর মুখে এমনই অভিজ্ঞতা বাংলাদেশের হিন্দুদের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Winter Update: মরসুমের প্রথম শৈত্যপ্রবাহ রাজ্যে, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে সর্বনিম্ন তাপমাত্রা
আগামী কয়েকদিন বজায় থাকবে শীতের আমেজ। কাল থেকে রবিবার পশ্চিমের জেলাগুলিতে মরসুমের প্রথম শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ১৮ নভেম্বর পর্যন্ত স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি নিচে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গে থাকবে কুয়াশার দাপট। দিনভর মোটের ওপর পরিস্কার থাকবে সারা পশ্চিমবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। অবাধে চলবে উত্তুরে হাওয়া। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। দু এক জেলায় সকালের দিকে সামান্য কুয়াশা ছাড়া বাকি সময়টা দিনভর পরিষ্কার আকাশ।
Bangladesh News: বাংলাদেশে ভারত-বিদ্বেষের ভয়াবহ নজির
বাংলাদেশে ভারত-বিদ্বেষের ভয়াবহ নজির। এবার ভারতীয়দের লাথি মেরে বাংলাদেশ ছাড়া করার হুমকি! ফেনি-চট্টগ্রামের ইকোনমিক জোন থেকে ভারতীয়দের বিতাড়িত করার হুঙ্কার। 'প্রত্যেক ভারতীয়কে লাথি মেরে বাংলাদেশ ছাড়া করতে হবে', হুঙ্কার বাংলাদেশের গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক রহমানের।
Bangladesh News: বাংলাদেশে ভারত-বিদ্বেষের ভয়াবহ নজির
বাংলাদেশে ভারত-বিদ্বেষের ভয়াবহ নজির। এবার ভারতীয়দের লাথি মেরে বাংলাদেশ ছাড়া করার হুমকি! ফেনি-চট্টগ্রামের ইকোনমিক জোন থেকে ভারতীয়দের বিতাড়িত করার হুঙ্কার। 'প্রত্যেক ভারতীয়কে লাথি মেরে বাংলাদেশ ছাড়া করতে হবে', হুঙ্কার বাংলাদেশের গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক রহমানের।
ABP Live Update: আরও প্রকট ইন্ডিয়া জোটে ফাটল
আরও প্রকট ইন্ডিয়া জোটে ফাটল। সংসদে হৈ হট্টগোল, বিজেপি-কংগ্রেসকে একযোগে নিশানা তৃণমূলের। 'দুই দলই চাইছে সংসদ যাতে না চলে', আক্রমণে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। 'মাঝখানে অন্য দলগুলোর অবস্থা স্যান্ডুইচ হওয়ার মতো। বেকারত্ব থেকে মূল্যবৃদ্ধি অনেক কিছু বলার থাকলেও আমরা বলতে পারছি না', বাংলায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও মোদি সরকার নীরব, আক্রমণ সুদীপের
Bangladesh News: বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন!
বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন! ওকালতনামা নিয়ে গেলেও নতুন অজুহাতে রবীন্দ্র ঘোষের আবেদন শুনল না চট্টগ্রাম আদালত। নতুন যুক্তিতে খারিজ চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) জামিন মামলার দিন এগিয়ে আনার শুনানির আবেদন। স্থানীয় আইনজীবী সন্ন্যাসীর হয়ে না দাঁড়ানোয় খারিজ সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষের আবেদন। ২ জানুয়ারিই হবে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের শুনানি।