Bangladesh News Update: আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে SSC শুনানি, কী হবে ২৬ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ?
Chinmoy Krishna Das Update: বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন! ওকালতনামা নিয়ে গেলেও নতুন অজুহাতে রবীন্দ্র ঘোষের আবেদন শুনল না চট্টগ্রাম আদালত
LIVE

Background
Kolkata News: কলকাতায় বাড়ছে চিকনগুনিয়া আক্রান্তের সংখ্যা
কলকাতায় বাড়ছে চিকনগুনিয়া আক্রান্তের সংখ্যা। একটানা কদিন জ্বর ও গাঁটে ব্যথা হলেই বিশেষ রক্তপরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মশাবাহিত এই রোগ থেকে রেহাই পেতে ব্যবহার করতে হবে মশারিও।
West Bengal News: ‘এক দেশ, এক ভোট’ বিলে সবুজ সঙ্কেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
এ বার আর বছর বছর আলাদা আলাদা নির্বাচন নয়। একসঙ্গেই হবে লোকসভা এবং বিধানসভা নির্বাচন। ‘এক দেশ, এক ভোট’ বিলে সবুজ সঙ্কেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। অসাংবিধানিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বিলের মাধ্যমে বুলডোজার চালাতে চাইছে কেন্দ্র। বাংলা কখনও দিল্লির স্বৈরাচারী মনোভাবের কাছে মাথা নত করবে না। সমাজ মাধ্যমে লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
India News: বিশ্বনাথন আনন্দের পর ডি গুকেশ, ফের দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
বিশ্বনাথন আনন্দের পর ডি গুকেশ, ফের দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। সর্বকনিষ্ঠ হিসেবে মাত্র ১৮ বছর বয়সে বিশ্বজয় গুকেশের। ভারতের আঠারোর স্পর্ধায় গুঁড়িয়ে গেল চিনের প্রাচীর। গতবারের চিনা বিশ্বজয়ীকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব ছিনিয়ে নিলেন ডি গুকেশ। গতবারের বিশ্বজয়ী ডিং লিরেনকে হারালেন ৭.৫ - ৬.৫-এ।
West Bengal News: কী হবে এসএসসি-র ২৬ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ?
কী হবে এসএসসি-র ২৬ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ? পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে, নাকি শনাক্ত হবে বৈধ-অবৈধ চাকরি? আগামী বৃহস্পতিবার শুনবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।
District Update: নিউটাউনে প্রোমোটারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, IC-কে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের
নিউটাউনে প্রোমোটারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, IC-কে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের। নিউটাউন থানার IC-কে নিয়ে রাজ্যের ভূমিকাতেও চরম ক্ষুব্ধ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 'অবিলম্বে এই IC-কে সরানো হোক, না হলে আমি পদক্ষেপ করব। আমি দেখতে চাই এই পুলিশ অফিসারের পিছনে কার হাত আছে', মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 'যেখানে রাজ্য, রাজারহাট-নিউটাউনে দেশ-বিদেশ থেকে বিনিয়োগ আনার চেষ্টা করছে....তথ্যপ্রযুক্তি হাব-কে আরও মজবুত করতে চাইছে, সেখানে এই ধরনের পুলিশ অফিসার দায়িত্বে!' রাজ্য কি নিজেই নিজের সম্মানহানি করতে চাইছে? প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
