West Bengal News Live : দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন, বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠার পর দ্বারোদঘাটন
মেছুয়া অগ্নিকাণ্ডে মৃত ১৪ । অগ্নিকাণ্ডের তদন্তে SIT গঠন। পাকিস্তানের বিরুদ্ধে আবার কি সার্জিক্যাল স্ট্রাইক ভারতের? মিশন রেডি, জানিয়ে দিল সেনাবাহিনী।

Background
কলকাতার বড় খবর
ফের বড়বাজারে আগুন। এবার কলকাতার মেছুয়া ফলপট্টিতে ঋতুরাজ হোটেলে বিধ্বংসী আগুনে মৃত্যু হল ১৪ জনের । প্রবল ধোঁয়ার জেরে কার্যত গ্যাস চেম্বার হয়ে যায় হোটেলটি । দমবন্ধ পরিস্থিতি হয় আবাসিকদের। ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল কলকাতায়। আগুনের গ্রাস থেকে বাঁচতে হোটেলের ছাদে আশ্রয় নেন কয়েকজন আবাসিক। কেউ কেউ কার্নিশের দাঁড়িয়ে চিৎকার করতে থাকেন। ছিল অগ্নিনির্বাপণ ব্যবস্থা তাও কী করে ছড়াল আগুন? এই প্রশ্নটাই ভাবাচ্ছে।
আজ দিঘায় মন্দির উদ্বোধন
আজ অক্ষয় তৃতীয়াতেই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার আগে যজ্ঞ, হাজির মুখ্যমন্ত্রী। সান। আজ দুপুরেই সাধারণের জন্য দরজা খুলছে দিঘার জগন্নাথ মন্দিরের।
কাশ্মীরের খবর
পাকিস্তানকে প্রত্যাঘাতে সেনার ৩ বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন প্রধানমন্ত্রী। জঙ্গিদের দিতে হবে কড়া জবাব, এটাই দেশের সংকল্প, বললেন জরুরি বৈঠকে। কখন, কীভাবে, কী টার্গেট? সিদ্ধান্ত ৩ বাহিনীর হাতেই ছাড়লেন প্রধানমন্ত্রী। বাসভবনে এনএসএ, সিডিএসের সঙ্গে বৈঠক। গেলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। পুলওয়ামার জবাবে বালাকোট, পহেলগাঁওয়ের পাল্টা? পাকিস্তানের বিরুদ্ধে আবার কি সার্জিক্যাল স্ট্রাইক ভারতের? মিশন রেডি, জানিয়ে দিল সেনাবাহিনী।
WB News Live : মন্দিরের ছবি ও প্রসাদ বাংলার বাড়ি বাড়ি পৌঁছনোর নির্দেশ মুখ্যমন্ত্রীর
দিঘা স্টেশনের কাছে ২০ একর জমিতে তৈরি জগন্নাথ মন্দির। দায়িত্বে ইসকন। মন্দিরের ছবি ও প্রসাদ বাংলার বাড়ি বাড়ি পৌঁছনোর নির্দেশ মুখ্যমন্ত্রীর।
WB News Live : মন্দিরের ছবি ও প্রসাদ বাংলার বাড়ি বাড়ি পৌঁছনোর নির্দেশ মুখ্যমন্ত্রীর
দিঘা স্টেশনের কাছে ২০ একর জমিতে তৈরি জগন্নাথ মন্দির। দায়িত্বে ইসকন। মন্দিরের ছবি ও প্রসাদ বাংলার বাড়ি বাড়ি পৌঁছনোর নির্দেশ মুখ্যমন্ত্রীর।






















