West Bengal News Live : টোটো চালকদের জন্য নতুন নির্দেশিকা জারি করল বিধাননগর কমিশনারেট
২৬ এর ভোটের আগে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট রাজ্য সরকারি কর্মীদের জন্য চলতি সপ্তাহে টানা ৪দিন ছুটি আজ মহাকুম্ভে মাঘী পূর্ণিমার স্নান
LIVE

Background
WB News Live : রেশন দুর্নীতি মামলায় রাজ্যে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন-মুক্তির পর রেশন দুর্নীতি মামলায় রাজ্যে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হাওড়ার শ্যামপুরে নির্মাণ ব্যবসায়ী পার্থেন্দু জানার বাড়িতে চলছে তল্লাশি। ED সূত্রে খবর, নির্মাণ ব্যবসার পাশাপাশি ধানও সরবরাহ করেন ওই ব্যবসায়ী। জগৎবল্লভপুরের দক্ষিণ সন্তোষপুর এলাকায় চালকল মালিক কৃষ্ণপদ মালের বাড়ি ও ধানের গুদামেও তল্লাশি চালাচ্ছেন ED আধিকারিকরা।
WB News Live : টোটো নিয়ন্ত্রণে গাইডলাইন চালু করল পুলিশ
টোটো নিয়ন্ত্রণে গাইডলাইন চালু করল পুলিশ। এবার থেকে টোটো চালাতে হবে থানায় জমা দিতে চালকদের নাম, ঠিকানা সমেত যাবতীয় তথ্য। পুলিশ ভেরিফিকেশনের পর, সব কিছু খতিয়ে দেখে মিলবে ছাড়পত্র। পুলিশের কাছ থেকে NOC পেলে তবেই টোটো চালানো যাবে। নির্দেশিকা জারি করল বিধাননগর কমিশনারেট।
WB News Live : টোটো চালকদের জন্য নতুন নির্দেশিকা জারি করল বিধাননগর কমিশনারেট
নিউটাউনে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ-খুনে টোটো চালকের গ্রেফতারির পর টনক নড়ল পুলিশের। টোটো চালকদের জন্য নতুন নির্দেশিকা জারি করল বিধাননগর কমিশনারেট। রাস্তায় টোটো নামানোর আগে চালকদের নাম, ঠিকানা-সহ তথ্যপঞ্জি জমা দিতে হবে সংশ্লিষ্ট থানায়। টোটোগুলির পুলিশ ভেরিফিকেশন হবে, পুলিশের ক্লিয়ারেন্স সার্টিফিকেট মিললে তবেই চালানো যাবে টোটো
West Bengal Live : কংগ্রেসে যোগ অভিজিৎ মুখোপাধ্যায়ের
প্রণব-পুত্রের ঘরওয়াপসি। কংগ্রেসে যোগ প্রণব পুত্রের। কংগ্রেসে যোগ অভিজিৎ মুখোপাধ্যায়ের
WB News Live : হুগলির ত্রিবেণীতে কুম্ভস্নানে রচনা-সুকান্ত
আজ মহাকুম্ভে মাঘী পূর্ণিমার স্নান, হুগলির ত্রিবেণীতে কুম্ভস্নানে রচনা-সুকান্ত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
