West Bengal News Live : টোটো চালকদের জন্য নতুন নির্দেশিকা জারি করল বিধাননগর কমিশনারেট
২৬ এর ভোটের আগে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট রাজ্য সরকারি কর্মীদের জন্য চলতি সপ্তাহে টানা ৪দিন ছুটি আজ মহাকুম্ভে মাঘী পূর্ণিমার স্নান

Background
রাজ্য সরকারি কর্মীদের জন্য চলতি সপ্তাহে টানা ৪দিন ছুটি! ১৩ ফেব্রুয়ারি-বৃহস্পতিবার শব-এ-বরাত, শুক্রবার পঞ্চানন বর্মার জন্মদিন। তারপরেই শনি-রবি।
ছাব্বিশের ভোটের আগে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। বিকেল ৪টেয় বিধানসভায় বাজেট পেশ করলেন চন্দ্রিমা। তার আগে মন্ত্রিসভার বৈঠক।
আজ মহাকুম্ভে মাঘী পূর্ণিমার স্নান, হুগলির ত্রিবেণীতে কুম্ভস্নানে রচনা-সুকান্ত। প্রণব-পুত্রের ঘরওয়াপসি, আজ কংগ্রেসে যোগ দিচ্ছেন অভিজিৎ।
অষ্টম শ্রেণির ছাত্রীর ধর্ষণ-খুনের বীভৎস ঘটনা, বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে নিউটাউনের নিরাপত্তা নিয়ে। ঘটনাস্থল থেকে নিউটাউন থানা তিন কিলোমিটারের মধ্য়ে। অথচ স্থানীয়দের অভিযোগ, এলাকায় না আছে আলো, না আছে নজরদারি। প্রতিদিন যে মেয়েরা নিউটাউন কিংবা তার আশেপাশে চাকরি করতে আসেন, পেশাগত কারণে রাত করে ফেরেন, তাঁরা এই ঘটনার পর আতঙ্কে ভুগছেন।
কী ঘটেছিল বৃহস্পতিবারের অভিশপ্ত রাতে? বাড়িতে নিয়ে যাওয়া হলে, ধৃত টোটোচালক, তাঁর স্ত্রীর কাছে খুঁটিনাটি বিবরণ দিয়েছিল। হাড়হিম করা সেই বিবরণ শোনালেন ধৃতের স্ত্রী। জানালেন, স্বামী নিজেই স্বীকার করেছেন, টোটোর ব্রেকের স্প্রিং দিয়ে, গলা পেঁচিয়ে খুন করা হয়েছিল ক্লাস এইটের ওই ছাত্রীকে। তারপর করা হয় ধর্ষণ। ধৃত টোটোচালক আগেও একবার জেল খেটেছেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী।
WB News Live : রেশন দুর্নীতি মামলায় রাজ্যে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন-মুক্তির পর রেশন দুর্নীতি মামলায় রাজ্যে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হাওড়ার শ্যামপুরে নির্মাণ ব্যবসায়ী পার্থেন্দু জানার বাড়িতে চলছে তল্লাশি। ED সূত্রে খবর, নির্মাণ ব্যবসার পাশাপাশি ধানও সরবরাহ করেন ওই ব্যবসায়ী। জগৎবল্লভপুরের দক্ষিণ সন্তোষপুর এলাকায় চালকল মালিক কৃষ্ণপদ মালের বাড়ি ও ধানের গুদামেও তল্লাশি চালাচ্ছেন ED আধিকারিকরা।
WB News Live : টোটো নিয়ন্ত্রণে গাইডলাইন চালু করল পুলিশ
টোটো নিয়ন্ত্রণে গাইডলাইন চালু করল পুলিশ। এবার থেকে টোটো চালাতে হবে থানায় জমা দিতে চালকদের নাম, ঠিকানা সমেত যাবতীয় তথ্য। পুলিশ ভেরিফিকেশনের পর, সব কিছু খতিয়ে দেখে মিলবে ছাড়পত্র। পুলিশের কাছ থেকে NOC পেলে তবেই টোটো চালানো যাবে। নির্দেশিকা জারি করল বিধাননগর কমিশনারেট।






















