West Bengal News Live : ত্রিপুরায় তৃণমূল, পাল্টা বিজেপির কটাক্ষ
WB News Live Updates: জেলা থেকে শহর, এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর।

এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর
১। বাংলার আঁচে তপ্ত ত্রিপুরা, আগরতলায় তৃণমূলের প্রতিনিধিদল। পুলিশের বিরুদ্ধে বিমানবন্দরের বাইরে বেরোতে বাধা দেওয়ার অভিযোগ। আড়াই ঘণ্টা পর রওনা।
২। ত্রিপুরায় আমাদের টিমকে আটকানো হয়েছে। প্রিপেড ট্যাক্সি ভাড়া করতেও বাধা। আদিবাসী মন্ত্রীকে হেনস্থা, অভিযোগ মুখ্যমন্ত্রীর।
৩। পায়ে হেঁটে যেতে চাইলেও বাধা তৃণমূল প্রতিনিধিদের। টানা অবস্থান। অবশেষে বাড়তি গাড়ি আনিয়ে বিমানবন্দর থেকে বেরোতে পারলেন কুণাল-সুস্মিতা-সায়নীরা।
৪। ত্রিপুরার রাজ্যপাল, DG-কে নালিশ তৃণমূলের। প্রশাসনকে কিছুই জানানো হয়নি, দাবি ত্রিপুরা পশ্চিমের অতিরিক্ত পুলিশ সুপারের। চিঠি লেখা হয়েছিল SP-কে, দাবি সুস্মিতা দেবের।
৫। বিপর্যস্ত উত্তরবঙ্গ, মৃত বেড়ে ৩১। ধূপগুড়ি থেকে আরও ২ পচাগলা দেহ উদ্ধার। মিরিকজুড়ে ধ্বংসের ছবি। পরের সপ্তাহে ফের উত্তরবঙ্গে আসার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর।






















