West Bengal News Live: বাগবাজারে আক্রান্ত আর জি কর-কাণ্ডের প্রতিবাদী, সরব নাগরিক সমাজ
West Bengal Live News: বিচার চেয়ে মহালয়ায় মহামিছিল, আর জি কর মেডিক্যালে বসল নিহত চিকিৎসকের প্রতীকী মূর্তি। জেলা থেকে শহর, সব খবরের টাটকা আপডেট জানতে চোখ রাখুন।
LIVE
Background
কলকাতা: রাত থেকে ভোর, বিচারের দাবিতে পথে মানুষ। মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনীর সুরে প্রতিবাদ। ঘাটে ঘাটে তর্পণ, তিলোত্তমার বিচারের দাবিতে জলে ভাসল প্রতিবাদের প্রদীপ। প্রবল বৃষ্টির মধ্যেই বেহালায় অভয়ালয়া। রাস্তার ধারে মানববন্ধন প্রতিবাদীদের। সবার হাতে উড়ল জাতীয় পতাকা। পুজোয় আছি, উৎসবে নেই, একসুরে গর্জে উঠলেন প্রতিবাদীরা।
আর জি করকাণ্ডে দ্রুত বিচার-সহ একাধিক দাবিতে, ফের কলকাতায় চিকিৎসকদের মিছিল। জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টরসের ডাকে, কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন মিছিলে পা মেলাল প্রায় ৬০ টি সংগঠন। মিছিলে পা মেলালেন অসংখ্য় মানুষ! প্রতিবাদ মুখর হয়ে উঠল রাজপথ ! বুধবার, মহালয়ার দিন মহামিছিল ও সমাবেশের ডাক দিয়েছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। তার আগে এদিন ডাক্তারদের ডাকে বিরাট প্রতিবাদী মিছিল রবীন্দ্র সদনে পৌঁছালে সেখানকার মঞ্চে নিজের যন্ত্রণার কথা তুলে ধরলেন আরজি করে নিহতের বাবা। টালিগঞ্জে আর জি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে হামলা, গঙ্গায় চলছে মহালয়ার তর্পণ।
West Bengal News Live: বাগবাজারে আক্রান্ত আর জি কর-কাণ্ডের প্রতিবাদী, সরব নাগরিক সমাজ
বাগবাজারে আক্রান্ত আর জি কর-কাণ্ডের প্রতিবাদী, সরব নাগরিক সমাজ। বিচারের দাবিতে গতকাল চিকিৎসকদের মিছিলে যোগ দেওয়ায় এক প্রতিবাদীকে মারধর করা হয় বলে অভিযোগ।
West Bengal News Live: আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে মহালয়ার রাতে বারাসাতে, শিলিগুড়িতে মশাল মিছিল
আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে মহালয়ার রাতে বারাসাতে, শিলিগুড়িতে মশাল মিছিল।
West Bengal News Live: সকাল থেকে রাত, দফায় দফায় উত্তপ্ত বাঁশদ্রোণী, কর্মীকে আটকের অভিযোগে থানায় অবস্থানে রূপা গঙ্গোপাধ্যায়
সকাল থেকে রাত, দফায় দফায় উত্তপ্ত বাঁশদ্রোণী। বাঁশদ্রোণী থানার সামনে বিজেপির বিক্ষোভ। বিজেপির এক কর্মীকে আটকের অভিযোগে বিক্ষোভ। কর্মীকে আটকের অভিযোগে থানায় অবস্থানে রূপা গঙ্গোপাধ্যায়।
West Bengal News Live: ফের আক্রান্ত রাত দখলের আন্দোলনকারীরা, তৃণমূল কাউন্সিলর রত্না শূরের নেতৃত্বে হামলার অভিযোগ
কোচবিহারের পর এবার কলকাতা, ফের আক্রান্ত রাত দখলের আন্দোলনকারীরা। টালিগঞ্জের করুণাময়ীতে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ আন্দোলনকারীদের । পুলিশের সামনেই রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। ১১৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রত্না শূরের নেতৃত্বে হামলার অভিযোগ।
হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল কাউন্সিলরের।
West Bengal News Live: চিকিৎসক ধর্ষণ-খুনে বিচার চেয়ে বাবুঘাটে জ্বলল হাজার প্রদীপ
রাত থেকে ভোর, সন্ধে পেরিয়ে আরও একটা রাত। আর জি কর-কাণ্ডে অব্যাহত পথে প্রতিবাদ। চিকিৎসক ধর্ষণ-খুনে বিচার চেয়ে বাবুঘাটে জ্বলল হাজার প্রদীপ।