West Bengal News Live: তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের স্ত্রীর কাছে ২টি ভোটার কার্ড, অভিযোগ শুভেন্দুর
WB News Live: রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন...
LIVE

Background
কলকাতা : দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। সিসিক্য়ামেরায় ধরা পড়েছে সেই ছবি। কোচবিহার জেলার বিজেপির সম্পাদকের অভিযোগ মন্ত্রী ও তৃণমূল বিধায়ক উদয়ন গুহর ছেলে মত্ত অবস্থা তাঁর বাড়ির সামনে বোমাবাজি করেছেন। পাল্টা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনার ছবি পোস্ট করে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এক্স হ্য়ান্ডলে লেখেন- রাতের অন্ধকারের আশ্রয় নিয়ে কাপুরুষের মতো তৃণমূলের এই আক্রমণ শুধু রাজনৈতিক নির্লজ্জতাই নয়, বরং স্পষ্ট একটি নিদর্শন যে SIR ঘোষণার পর কোচবিহারে কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন উদয়নবাবুরা! প্রয়োজন হলে এই ধরনের দুষ্কৃতীদের কিভাবে গর্তে ঢুকিয়ে দিতে হয় তা বিজেপি জানে।
জগদ্ধাত্রী পুজোয় ভারী বৃষ্টির সতর্কতা। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ ঘূর্ণিঝড়টি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সন্ধে বা রাতের মধ্যে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বন্দরের কাছে স্থলভাগে আছড়়ে পড়ার সম্ভবনা রয়েছে। সেই সময় এর গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় ১১০ কিলোমিটার।
ছটপুজোর নিয়ম পালন করতে গিয়ে বিপত্তি! গঙ্গায় স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন দুই ভাই। কাটোয়ার দেবরাজ ঘাটে আজ সকালে গঙ্গায় স্নান করতে নামেন শিবম সাউ (২০) ও সুজন সাউ (২৩)। পরিবার সূত্রে দাবি, সাঁতার জানতেন না তাঁরা। প্রত্য়ক্ষদর্শীরা জানান, একজন তলিয়ে যাচ্ছে দেখে, আরেকজন বাঁচাতে গেলে সেও জলে তলিয়ে যায়। তাঁদের খুঁজতে ডুবুরি নামানো হয়েছে। স্পিডবোট নিয়ে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
SIR ঘোষণার পরই ভূতুড়ে ভোটারের খোঁজে বাড়ি বাড়ি বিজেপি নেতা সুভাষ সরকার। একাধিক ভুয়ো ভোটারের অভিযোগ। এটা ধরা কমিশনের কাজ। উনি কেন ঘুরছেন? পাল্টা তৃণমূলের।
এসএসকেএম, উলুবেড়িয়া, পাঁশকুড়ার পরে এবার বর্ধমান মেডিক্যাল। ওয়ার্ডের মধ্যেই রোগিণীর মেয়ের শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার ওয়ার্ড বয় বিশ্বজিৎ দে!
দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি! মত্ত অবস্থায় বোমাবাজি করেছেন উদয়ন গুহর ছেলে, অভিযোগ বিজেপি নেতার। অস্বীকার উদয়নের।
West Bengal News Live Update: তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের স্ত্রীর কাছে ২টি ভোটার কার্ড, অভিযোগ শুভেন্দুর
তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের স্ত্রীর কাছে ২টি ভোটার কার্ড, অভিযোগ শুভেন্দুর। বারুইপুর পশ্চিমের ১৪৫ নম্বর বুথ ও কুলতলির ১২০ নম্বর বুথে নাম রয়েছে নমিতা সর্দারের, পোস্ট বিরোধী দলনেতার। বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়কের স্ত্রী বারুইপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও, দাবি শুভেন্দুর। এইভাবেই জোচ্চুরি করে তৃণমূল, আক্রমণ বিরোধী দলনেতার। মুখে গণতন্ত্রের কথা বললেও তৃণমূল নেতারা ভোটার তালিকাকে নিজের সম্পত্তি বলে গণ্য করে, পোস্ট শুভেন্দু অধিকারীর। ব্যবস্থা নিক জাতীয় নির্বাচন কমিশন, বাতিল করা হোক ডুপ্লিকেট ভোটার কার্ড, দায়ের হোক এফআইআর, পোস্ট শুভেন্দুর। বাংলা চায় সুষ্ঠু নির্বাচন, পোস্ট শুভেন্দু অধিকারীর। বিবাহের আগের তথ্য, পাল্টা দাবি বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়কের।
WB News Live Update: 'সরকার কিন্তু বদলাবে জ্ঞানেশবাবু, দেশ ছেড়ে পালাবেন না', হুঙ্কার অভিষেকের
SIR-কে কেন্দ্র করে তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। গতকাল ঘোষণার পর আজ থেকেই বাংলায় শুরু এসআইআর-এর দ্বিতীয় পর্যায়। এই আবহে এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশে হুঙ্কার ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'ওয়ার্নিং' দিয়ে বললেন, "যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসব।"
অভিষেকের কথায়, "সাংসদ হিসাবে, জনগণের প্রতিনিধি হিসাবে আমি এদের ওয়ার্নিং দিয়ে যাব, আজ নয় কাল, সরকার কিন্তু বদলাবে জ্ঞানেশবাবু। দেশ ছেড়ে পালাবেন না। বিজেপি থাকবে না। দেশের সংবিধানটা থাকবে। অমিত শাহ থাকবেন না, দেশের সংবিধানটা থাকবে। যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসব। জবাবদিহি মানুষের কাছে দিতে হবে। মানুষের জন্য কাজ করতে আপনারা বদ্ধপরিকর। কোনও রাজনৈতিক দলের জন্য নয়। আপনার অনেক তথ্য আমাদের কাছে আছে। আমি পুরোটা বলতে চাই না। সময়মতো সব মানুষের কাছে উপস্থাপিত করব।"






















