West Bengal News Live Update: দমদমে ২টি দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করে হাতাহাতি
WB News Live : রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন
LIVE

Background
অশোকনগরে দশমীর ভোরে উদ্ধার হল প্রাক্তন সেনাকর্মীর মেয়ের ক্ষতবিক্ষত দেহ! পুজো মণ্ডপের খানিক দূরেই দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য় ছড়িয়েছে যশোর রোডে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর অ্য়াম্বুল্য়ান্সের জন্য় ফোন করেন মৃতার ২ সঙ্গী। কিন্তু অ্য়াম্বুল্য়ান্স আসার আগেই পালিয়ে যান তাঁরা। এরপর তরুণীকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছে তাঁর। কিন্তু প্রশ্ন উঠছে কেন পালিয়ে গেলেন তাঁর সঙ্গীরা? পিছনে রয়েছে অন্য় কোনও বড় কারণ?
অশোকনগরে দশমীর ভোরে উদ্ধার হল প্রাক্তন সেনাকর্মীর মেয়ের ক্ষতবিক্ষত দেহ! পুজো মণ্ডপের খানিক দূরেই দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য় ছড়িয়েছে যশোর রোডে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর অ্য়াম্বুল্য়ান্সের জন্য় ফোন করেন মৃতার ২ সঙ্গী। কিন্তু অ্য়াম্বুল্য়ান্স আসার আগেই পালিয়ে যান তাঁরা। এরপর তরুণীকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছে তাঁর। কিন্তু প্রশ্ন উঠছে কেন পালিয়ে গেলেন তাঁর সঙ্গীরা? পিছনে রয়েছে অন্য় কোনও বড় কারণ?
পুজোর শেষলগ্নেও পিছু ছাড়ল না দুর্যোগ। সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, কালো মেঘে ঢেকে আছে আকাশ। আজ কলকাতা ও হাওড়ায় রয়েছে ভারী বৃষ্টির কমলা-সতর্কতা। দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে উপকূলের জেলাগুলিতে। পাশাপাশি, অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং নদিয়াতেও। অন্য়দিকে, কাল একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। পাশাপাশি, ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানে।
আজ বিজয়া দশমী। প্রতিমা বরণের পর বিসর্জনের পালা। কিন্তু উত্তর ২৪ পরগনার টাকিতে রয়েছে বিশেষ নিয়ম। প্রত্য়েক বছর প্রথম টাকি পুবের জমিদার বাড়ির প্রতিমা বিসর্জন দেওয়া হয় ইছামতির ঘাটে। তারপর টাকির বিভিন্ন ক্লাব ও জমিদার বাড়ির প্রতিমা দেওয়া হয় নিরঞ্জন।
কাশিমবাজার রাজবাড়িতে দর্পণে বিসর্জন। দশমীর সমস্ত উপাচার সম্পন্ন হওয়ার পর মাতৃ প্রতিমা বিসর্জন। সিঁদুর খেলায় মেতে ওঠেন রাজ পরিবারের সদস্য়রা।
West Bengal News Live Update: দমদমে ২টি দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করে হাতাহাতি
দমদমের ইমামি সিটি হাউসের বিসর্জনকে কেন্দ্র করে সংঘর্ষ
দমদমের ইমামি সিটি হাউসে দুটি দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করে হাতাহাতি
একটি পুজোর বিসর্জন ছিল আজ, অন্যটির কাল
বাঁশের ব্যারিকেড থাকায় একটি পুজোর বিসর্জনে বাধায় সংঘর্ষ
পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
WB News Live Update: ধূপগুড়িতে পুজো দেখতে বেরিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৩জনের, আহত ৭
পুজো দেখতে বেরিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৩জনের, আহত ৭! ধূপগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে ঢুকল গাড়ি। রাস্তার ধারে দাঁড়িয়ে ঠাকুর দেখার সময় গাড়িতে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে। ময়নাগুড়িগামী এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনা, ৩জনের মৃত্যু হয়েছে।






















