(Source: Poll of Polls)
West Bengal News LIVE: হাইকোর্টে গ্রুপ সি, গ্রুপ ডি ভাতা মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত রাখলেন বিচারপতি
West Bengal News LIVE Update : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

Background
কলকাতা : 'ছাব্বিশে এ রাজ্যে বিজেপি সরকার হবে', ফের দাবি শুভেন্দু অধিকারীর । 'সরকার গঠনের আগেই শাহজাহানদের ফাঁসি হবে। নিশ্চিন্তে থাকুন, শাহজাহানদের বিচার হবেই। আদালতে আমরা ফাঁসির দাবি জানাব', ন্যাজাটের সভায় মন্তব্য বিরোধী দলনেতার।
গঙ্গারামপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূল কর্মীর শাসানি! দোকানে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানি তৃণমূল কর্মীর। তৃণমূল কর্মী পিন্টু ঘোষের শাসানির ছবি ভাইরাল। ঘটনার পর ফেরার অভিযুক্ত তৃণমূলকর্মী। অভিযুক্তদের বাড়িতে হানা পুলিশের, উদ্ধার কার্তুজ। তৃণমূলের কেউ যুক্ত থাকলে দল ব্যবস্থা নেবে, প্রতিক্রিয়া তৃণমূল ব্লক সভাপতির ।
কোন্নগরে কিশোরকে নির্মম নির্যাতন, এখনও অধরা অভিযুক্ত। আম পাড়তে যাওয়ায় কোন্নগরের কিশোরকে বেধড়ক মারধর। পেরেক লাগানো লাঠি দিয়ে মার, চোখে-মুখে ঘুষি মারার অভিযোগ
বাংলাদেশের ছাত্র আন্দোলনের মুখ ভারতের ভোটার! দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে বাংলাদেশি ভোটারের খোঁজ । বাংলাদেশে অগাস্ট আন্দোলনের অন্যতম মুখ ছিলেন অভিযুক্ত নিউটন দাস। বাংলাদেশের আন্দোলনে নিউটনের যোগ দেওয়ার ছবি ভাইরাল
কুকথাকাণ্ডে পুলিশের জবাবে সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন । অনুব্রতকাণ্ডে জাতীয় মহিলা কমিশনের চিঠির উত্তর বীরভূমের পুলিশ সুপারের। বোলপুর থানার আইসির মা ও স্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ।
মিশন ২৬, শুভেন্দু অধিকারীর টার্গেট হিন্দু ভোট। ফের হিন্দু ভোট একজোট করার ডাক। 'হিন্দুদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ভাগ হবেন না'। হাতে গীতা রেখে ঐক্যবদ্ধ থাকুন হিন্দুরা, ন্যাজাটের সভায় বার্তা শুভেন্দুর
এবার প্রাক্তন CBI কর্তা উপেন বিশ্বাসের দ্বারস্থ চাকরিহারারা। সল্টলেকে উপেন বিশ্বাসের বাড়িতে সাক্ষাৎ চাকরিহারারা।
WB News Live: হাইকোর্টে গ্রুপ সি, গ্রুপ ডি ভাতা মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত রাখলেন বিচারপতি
হাইকোর্টে গ্রুপ সি, গ্রুপ ডি ভাতা মামলার শুনানি শেষ। রায়দান স্থগিত রাখলেন বিচারপতি অমৃতা সিন্হা। শুনানিতে বিচারপতির পর পর প্রশ্নের মুখে রাজ্য। কীসের ভিত্তিতে ২০ ও ২৫ হাজার টাকার অঙ্ক নির্ধারণ, রাজ্যকে প্রশ্ন বিচারপতির । 'কত সংখ্যক শিক্ষাকর্মী এই টাকা পাবেন?' 'অতীতে কোন কোন ঘটনায় এমন আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল?' 'যারা এই টাকা পাবেন তাদের থেকে রাজ্য প্রতিদানে কি পাবে?' 'তাঁরা ঘরে বসে থাকবেন আর টাকা পাবেন?' রাজ্যকে প্রশ্নবাণ বিচারপতি অমৃতা সিন্হার।
West Bengal News Live Update: 'মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করলে সামাজিক বয়কট', কালনার তৃণমূল নেতার পোস্ট ঘিরে বিতর্ক
কালনার তৃণমূল নেতার পোস্ট ঘিরে বিতর্ক । মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করলে সামাজিক বয়কটের নিদান তৃণমূল নেতার। প্রয়োজনে তাদের গায়ে হাত তোলারও দাওয়াই। তৃণমূলের কালনা ২ ব্লক সভাপতি প্রণব রায়ের পোস্ট ঘিরে তুঙ্গে বিতর্ক । বিতর্কের পরও নির্বিকার তৃণমূল নেতা প্রণব রায়। 'মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধীরা কুৎসা করছেন, তাই পোস্ট করতে বাধ্য হয়েছেন'। সাফাই তৃণমূল নেতা প্রণব রায়ের ।























