West Bengal News Update : পার্ক স্ট্রিটে রেস্তোরাঁর বেআইনি অংশ ভাঙার কাজ শুরু
Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে

Background
কলকাতা : বড়বাজার অগ্নিকাণ্ডের ৪ দিনের মাথায় এবার কলকাতার সেক্টর ফাইভের এক স্ক্রিন প্রিন্টিংয়ের কারখানায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। একাধিক রাসায়নিক মজুত থাকায় মুহূর্তে ছড়ায় সেই আগুন। ঘনঘন বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় সেক্টর ফাইভের ঘিঞ্জি এলাকায়। পরবর্তীতে, প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় শেষমেষ নিয়ন্ত্রণে আসে সেই আগুন।
বড়বাজারের পর, চিনার পার্ক, লেকটাউন, আর আজ সল্টলেক! ৪ দিনে শহরে পরপর ৪ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আজ সল্টলেক সেক্টর ফাইভে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন লাগে। বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। শহরে একের পর এক অগ্নিকাণ্ডর ঘটনা উসকে দিচ্ছে স্টিফেন কোর্ট, আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডের ভয়াবহ সব স্মৃতি।
বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় এবার এক ইন্টিরিয়ার ডেকোরেটরকে গ্রেফতার করল জোড়াসাঁকো থানার পুলিশ। খুরশিদ আলম নামে ওই ব্য়ক্তি হোটেলের পানশালা ও ডান্সফ্লোরের অন্দরসজ্জার দায়িত্বে ছিলেন বলে সূত্রের খবর। পুলিশ সূত্রে দাবি, ধৃতের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে। বড়বাজারকাণ্ডে এই নিয়ে ধৃতের সংখ্য়া বেড়ে হল ৩।
বুদ্ধ পূর্ণিমাতে কলকাতা পুরসভার আনন্দপুরে উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির। উদ্য়োক্তা স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও ১২ নম্বরের বরো চেয়ারম্য়ান সুশান্ত ঘোষ। ৮ মে থেকে শুরু হবে পুজোপাঠ। বুদ্ধপূর্ণিমার দিনই ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দির। প্রস্তুতিও শেষ লগ্নে।
বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ আইনজীবীদের ওপর হেনস্থার অভিযোগে যারা যুক্ত, তাঁদের শনাক্ত করতে হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং আইনজীবীদের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেটা নিশ্চিত করতে হবে পুলিশ কমিশনারকে, নির্দেশ দিল হাইকোর্ট। কুণাল ঘোষ সহ যে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাঁদের প্রত্য়েককে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি।
WB News Live Update: পার্ক স্ট্রিটে রেস্তোরাঁর বেআইনি অংশ ভাঙার কাজ শুরু
পার্ক স্ট্রিটে রেস্তোরাঁর বেআইনি অংশ ভাঙার কাজ শুরু। শেক্সপিয়র সরণি থানার পুলিশের উপস্থিতিতে ভাঙার কাজ শুরু কলকাতা পুরসভার। বড়বাজারকাণ্ডের পর কড়া সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। 'শহরে আর কোনও 'রুফ টপ রেস্তোরাঁ' থাকবে না'। 'যেগুলো বর্তমানে আছে, সেগুলোও সরিয়ে ফেলতে হবে'। গতকালই জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পুরসভার নোটিস পেয়েই পার্ক স্ট্রিটে রেস্তোরাঁর বেআইনি অংশ ভাঙার কাজ শুরু ।
West Bengal News Live Update: সামশেরগঞ্জে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১
সামশেরগঞ্জে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১। ওয়াকফ-অশান্তির জেরে জাফরাবাদে খুন বাবা-ছেলে। খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত নুরুল ইসলাম। ফরাক্কা থানার হাউসনগর থেকে গ্রেফতার মূল অভিযুক্ত। বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার বেড়ে ৮। ওয়াকফ-অশান্তিতে জাফরাবাদে খুন হন হরগোবিন্দ দাস ও চন্দন দাস ।






















