West Bengal Live Blog: অভয়াকাণ্ডের ১ বছর পার, আজ ফের রাত দখল জেলা থেকে শহরে
West Bengal Live News Update: রাজ্য থেকে দেশ, কোথায় কি হচ্ছে দেখে নিন এক ক্লিকে
LIVE

Background
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুর গাড়ির ওপর হামলাকাণ্ডে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী। সাড়ে ৮ হাজার কিলোমিটার দূরে স্পেনে বসে উস্কানি দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। পাশাপাশি হামলার ছক তৈরি করার অভিযোগ যাদবপুরের ওই প্রাক্তনীর বিরুদ্ধে। স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে নামতেই গ্রেফতার গবেষক হিন্দোল মজুমদার। পুলিশ সূত্রে দাবি, স্পেনে বসেই শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর হামলার পরিকল্পনা ছকেন ওই গবেষক। অভিযোগ, যাদবপুরের পড়ুয়াদের সঙ্গে হোয়াটসঅ্যাপ মারফত হামলার ব্লু প্রিন্ট তৈরি করে দেন অভিযুক্ত। অত্য়ন্ত মেধাবী ছাত্র। স্পেনের গ্রানাডা ইউনিভার্সিটিতে বায়ো মেডিসিন ও ক্লিনিক্য়াল সায়েন্সেসের ওপর গবেষণা করে ফিরেছেন। গতকাল স্পেন থেকে ফেরার সময় দিল্লি এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে হিন্দোলকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। গত ১ মার্চ শিক্ষাঙ্গনে শিক্ষামন্ত্রীকে হেনস্থা, গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায়, দিল্লি বিমানবন্দরে নামতেই গ্রেফতার করা হল বিশ্ববিদ্য়ালয়ের এক প্রাক্তনীকে। পুলিশ সূত্রে দাবি, স্পেনে বসেই শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার পরিকল্পনা ছকেন গবেষক হিন্দোল মজুমদার। যাদবপুরের পড়ুয়াদের সঙ্গে হোয়াটসঅ্যাপ মারফত হামলার ব্লু প্রিন্ট তৈরি করে দেন যাদবপুরের ওই প্রাক্তনী। কোন জায়গায় বিক্ষোভ হবে, কীভাবে বিক্ষোভ দেখাতে হবে, এমনকী শিক্ষামন্ত্রীর ওপর হামলা চালানোরও নির্দেশ দেন হিন্দোল মজুমদার, এমনটাই খবর পুলিশ সূত্রে।
সুপ্রিম কোর্টে পরিযায়ী শ্রমিক মামলার শুনানি। 'অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যাদের বাংলাদেশি সন্দেহে আটক করা হচ্ছে তারা ভারতের নাগরিক', যখন বাংলাদেশ তাদের নিতে অস্বীকার করছে তখন তাদের ফেরত নেওয়া হচ্ছে, সওয়াল প্রশান্ত ভূষণের।'কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তির নিরিখে বহু জায়গায় বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকদের আটক করা হচ্ছে', নথি যাচাইয়ের পর দেখা যাচ্ছে যে তারা আমাদেরই নাগরিক, সওয়াল প্রশান্ত ভূষণের। আন্ত:রাজ্য নথি যাচাইয়ের জন্য নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ নেই? প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাগচির। 'যে রাজ্যে থেকে এই পরিযায়ী শ্রমিকরা গেছেন এবং যেখান কাজ করছেন...', তাদের মধ্যে সমন্বয় সাধনের জন্য নোডাল এজেন্সি থাকা দরকার, মন্তব্য বিচারপতি সূর্য কান্তের।'শ্রমিকরা এতে আতঙ্কিত হয়ে পড়ছেন', সন্দেহভাজনদের এভাবে আটক করা যায় না, সওয়াল প্রশান্ত ভূষণের।
ভারতীয় যুবককে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে 'পুশব্যাক'। মালদার পরিযায়ী শ্রমিক আমির শেখ বাড়ি ফিরলেন। রাজস্থানে কাজ করতে গিয়েছিলেন মালদার আমির শেখ। রাজস্থান থেকে তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে পুলিশ। আমির শেখকে পাঠানো হয় বাংলাদেশে। আজ বাংলাদেশ থেকে তাকে বসিরহাটে ফেরাল বিএসএফ। প্রয়োজনীয় নথিপত্র দেখার পর আমিরকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
RG Kar Protest: তিলোত্তমার রাস্তায় রাস্তায় তিলোত্তমার ন্যায়বিচারের দাবি
শ্যামবাজার থেকে যাদবপুর, নন্দন চত্বর থেকে রাসবিহারী চত্বর.. সাধারণ নাগরিক থেকে শুরু করে অভয়া মঞ্চ.. তিলোত্তমার রাস্তায় রাস্তায় তিলোত্তমার ন্যায়বিচারের দাবি। আরজি কর ঘটনার প্রতিবাদে ফের রাত দখল শহর থেকে জেলা। স্লোগানে, গানে প্রতিবাদে মুখর কল্লোলিনী কলকাতা।
RG Kar News: রাত দখলের ১ বছরে অভয়ার বিচার চেয়ে আজ ফের রাজপথে গর্জন
অভয়াকাণ্ডের ১ বছর পার, আজ ফের রাত দখল
রাত দখলের ১ বছরে অভয়ার বিচার চেয়ে আজ ফের রাজপথে গর্জন
আজ ফের দিকে দিকে রাত দখলের ডাক






















