WB News Live : 'দলনেত্রীর অসম্মানে মুখে কুলুপ কেন? যুদ্ধের সময় চুুপ থাকবেন ?' দেবাংশুর তোপের মুখে দলের একাংশ
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

Background
কলকাতা : রাজারহাটের বিষ্ণুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে জলাশয় ভরাটের চেষ্টা করার অভিযোগ। মাটির গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ব্যাপক বিক্ষোভের জেরে মাটি না ফেলেই পালায় অভিযুক্তরা।
'আগে বামেরা ধর্মনিরপেক্ষতার কথা বলব, এখন লাল-গেরুয়া এক হয়ে গেছে...আমি একাই ১০০', রেড রোডের অনুষ্ঠান থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের
রামনবমীর আগেই চড়ছে পারদ। শহরজুড়ে রামনবমীর হোর্ডিং। শ্যামবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ, ধর্মতলায় লাগানো হোর্ডিংয়ে প্রধানমন্ত্রী ও শুভেন্দুর মুখ।
সওয়ারি আছে বলে ফোন করে ডেকে এনে নিউটাউনে টোটো চালককে মাথা-মুখ থেঁতলে নৃশংস খুন। বিবাহ বহির্ভূত সম্পর্কের জের? অভিযুক্ত দম্পতি আটক। দেখা হচ্ছে CCTV ফুটেজ।
'নেত্রীর অসম্মানেও মুখে কুলুপ? কেন মৌনব্রত? গা বাঁচিয়ে চললে ভোটে দাঁড়িয়েছিলেন কেন?' , কেলগকাণ্ডে দলের একাংশর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সোশাল মিডিয়ায় সরব দেবাংশু।
আসানসোলের হীরাপুরে জলের রিজার্ভার মেরামতির কাজ করতে গিয়ে মৃত্যু হল ২ জনের। আজ সকালে হীরাপুরের ইসমাইল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, বাড়ির জলের রিজার্ভারে মেরামতির কাজে এসেছিলেন একজন রাজমিস্ত্রি ও শ্রমিক।
মুদির দোকানের আড়ালে মদ বিক্রির অভিযোগ। মহিলাদের প্রতিবাদ ঘিরে দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে তুলকালাম। অভিযুক্তকে গাড়ি থেকে নামিয়ে আনার চেষ্টা, বাধা দেওয়ায় পুলিশের উর্দি ধরে টানাটানি, মহিলাদের সঙ্গে ধস্তাধস্তি হয় মহিলাদের। শেষপর্যন্ত অভিযুক্ত মুদিখানার মালিক বিশ্বজিৎ সাহুকে গ্রেফতার করে মৈপীঠ কোস্টাল থানার পুলিশ।
West Bengal News Live Update: 'দলনেত্রীর অসম্মানে মুখে কুলুপ কেন? যুদ্ধের সময় চুুপ থাকবেন ?' দেবাংশুর তোপের মুখে দলের একাংশ
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আপনাদের লোকে চিনেছে। বড় পদ পেয়েছেন। তাহলে দলনেত্রীর অসম্মানে মুখে কুলুপ এঁটেছেন কেন? যুদ্ধের সময় চুুপ থাকবেন? লড়াইয়ের সময় পড়ে ঘুমোবেন?
মঞ্চে উঠে সম্বর্ধনা নেন, পদের দাবিতে গলা ফাটান, আর এই সময় মৌনব্রত? সব কি দল বলে দেবে? নিজে থেকে একটা প্রতিবাদ মিছিলও বের করতে পারেন না? দলনেত্রীকে অসম্মান করলে গায়ে জ্বালা ধরে না? তখনও নির্দেশ আসার অপেক্ষা করতে হয়? কেলগ-কাণ্ডে তৃণমূলের IT সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যর তোপের মুখে দলের একাংশ। সোশাল মিডিয়ায় দেবাংশু লেখেন, পার্টি অফিসগুলোতে শতশত চামচাদের নিয়ে বসে থাকেন, যাদেরকে দিয়ে সেলফি কিম্বা আপনার ড্রেন উদ্বোধনের ছবি পোষ্ট করান, এসব ইস্যুতে তাদের দিয়ে একটা করে পোষ্ট তো করাতে পারেন অন্তত! পারেন না? গা বাঁচিয়েই যদি চলবেন তবে পঞ্চায়েতে, পুরসভায়, বিধানসভায়, লোকসভায় দাঁড়িয়েছিলেন কেন?
WB News Live: লেকটাউনে দাঁড়িয়ে থাকা বাসে পরপর গাড়ির ধাক্কা, আহত ২
লেকটাউনে দাঁড়িয়ে থাকা বাসে পরপর গাড়ির ধাক্কা, আহত ২। ভিআইপি রোডের ক্রসিংয়ে বাসের পিছনে ২টি গাড়ির ধাক্কা। দুর্ঘটনার জেরে কলকাতামুখী লেনে ব্যাপক যানজট।






















