West Bengal NEWS LIVE: শিলিগুড়িতে নার্সিংহোমে অগ্নিকাণ্ড, রোগীদের অন্য বিল্ডিংয়ে স্থানান্তর
West Bengal News Updates: জেলা থেকে রাজ্যের সব খবরের লাইভ আপডেটস...
LIVE

Background
কলকাতা: শিলিগুড়িতে নার্সিংহোমে অগ্নিকাণ্ড। হাকিমপাড়ায় মিত্র নার্সিংহোমে আগুন। নার্সিংহোমের কর্মীরাই ধোঁয়া দেখে দমকলে খবর পাঠান। আতঙ্ক ছড়িয়ে পড়ে, রোগীদের অন্য বিল্ডিংয়ে স্থানান্তর করা হয়। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্টসার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের।
Parnasree News: ফের শব্দ-সন্ত্রাসের অভিযোগ, বাজি-ডিজের প্রতিবাদ করায় মার!
ফের শব্দ-সন্ত্রাসের অভিযোগ, বাজি-ডিজের প্রতিবাদ করায় মার! পর্ণশ্রীতে বিসর্জনে শব্দবাজি ও ডিজে-র প্রতিবাদ করায় মারধরের অভিযোগ। মারধরে নাক ফাটল কেন্দ্রীয় সরকারি আবাসনের বাসিন্দা ও তাঁর ছেলের। আটকাতে গেলে ছেলেকেও মারধরের অভিযোগ একটি ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের আক্রান্ত বাবা-ছেলের। ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
Siliguri Nurshing Home fire: শিলিগুড়িতে নার্সিংহোমে অগ্নিকাণ্ড
শিলিগুড়িতে নার্সিংহোমে অগ্নিকাণ্ড। হাকিমপাড়ায় মিত্র নার্সিংহোমে আগুন। নার্সিংহোমের কর্মীরাই ধোঁয়া দেখে দমকলে খবর পাঠান। আতঙ্ক ছড়িয়ে পড়ে, রোগীদের অন্য বিল্ডিংয়ে স্থানান্তর করা হয়। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্টসার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের।























