West Bengal News Live Updates: বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে শ্যুটআউট, মাথায় গুলির ক্ষত, নিহত যুবক তৃণমূলকর্মী, দাবি স্থানীয়দের
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

Background
ঢোলাহাটে বিস্ফোরণে মৃত্যুমিছিল। বাজির আড়ালে বোমার কারবার? ঘটনাস্থলের পাশে মিলল খড় দিয়ে ঢাকা বস্তা।
শুধু ট্রেড লাইসেন্স নিয়েই ঢোলাহাটে বাড়ির মধ্যে বাজির গুদাম। পাশেই জোড়া কারখানা।
২ বছর আগেও বেআইনি বাজিকাণ্ডে গ্রেফতার। জামিনে ছাড়া পেতেই ফের রমরমা কারবার! ৮জনের মৃত্যুর পরেও দায় এড়িয়ে সচেতনতার সওয়াল পুলিশের!
পুলিশ থেকে বিধায়ক, পঞ্চায়েত। সবাই সব জানত। বিস্ফোরক অভিযোগ ঢোলাহাটের বাসিন্দাদের।
ঢোলাহাটে বাজি-বিস্ফোরণে দুধের শিশু, বৃদ্ধা-সহ ৮জনের মৃত্যু। আহত আরও ৩। এনআইএ তদন্ত চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সুকান্তর।
কীভাবে ঢোলাহাটে বিস্ফোরণ? প্রায় ১ দিন পরেও রহস্য। সিলিন্ডার ফেটে দুর্ঘটনার তত্ত্ব মন্ত্রীর।
জগদ্দলে শ্যুটআউট, বারবার তলবে গরহাজির, এবার অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। পুলিশের আর্জিতে সম্মতি আদালতের।
জগদ্দলকাণ্ডে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আদালতে পুলিশ। বিরোধী বলেই প্রতিহিংসার শিকার, দাবি অর্জুনের। গুলি চালিয়েছে, প্রমাণও আছে, পাল্টা সোমনাথ।
ভূতুড়ে ভোটার বিতর্কে মিছিলেও পুলিশের আপত্তি। ফের হাইকোর্টে বিজেপি। আজ দুপুর ২ থেকে সন্ধে ৬ পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে আদালতে আবেদন।
মোথাবাড়ি যেতে বাধা, এবার হাইকোর্টে শুভেন্দু। রক্ষী-সহ একজন বিধায়ককে সঙ্গে নিয়ে যাওয়ার আবেদন। কাঁথিতেও মিছিল করতে চেয়ে আদালতের দ্বারস্থ।
কাঁথির পরে মুরলীধর সেন লেন। ফের বিজেপির মিছিলে পুলিশের আপত্তি। বিরোধী বলেই বাধা, আক্রমণে শুভেন্দু। ট্র্যাক রেকর্ডই তো খারাপ, পাল্টা তৃণমূল।
রামনবমী নিয়ে চড়ছে পারদ। বিজেপির হোর্ডিং-পোস্টারের পাল্টা এবার মিছিলের ডাক তৃণমূলের। শুভেন্দুর জেলায় গিয়ে পুরোহিত-বৈঠকে রাজীব।
রবিবার রামনবমী। মিছিলের পাল্টা মিছিলের হুঙ্কার। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন সিপি।
বছর ঘুরলেই বিধানসভা ভোট। নবীন-প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই কি তৃণমূলের অন্দরে নতুন কোনও সমীকরণ? ববির বাড়িতে ইদের অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কেলগ-কাণ্ডে তৃণমূলেই দ্বন্দ্ব। কল্যাণের হয়ে মুখ খুললেন শোভনদেব।
এবার বিজেপির অস্বস্তি বাড়ালেন কুমারগ্রামের বিধায়ক। দিলীপ-শুভেন্দুর প্রশংসা, নেতৃত্বের একাংশেকে নিশানা করে দলীয় পদ ছাড়ার ঘোষণা।
মাছের বদলে দোলনচা নদী থেকে উঠে আসছে ঝাঁকে ঝাঁকে কার্তুজ! তোলপাড় ইসলামপুর! কোথা থেকে এল প্রায় ৬০টি গুলি? এখনও রহস্য।
শিলিগুড়িতে উত্তরকন্যার কাছে নাবালিকা ছাত্রীর রহস্যমৃত্যু। বান্ধবীদের সঙ্গে বেরিয়ে অসুস্থ বলে বাড়িতে প্রেমিকের ফোন। কীভাবে জঙ্গলে গেল? এখনও ধোঁয়াশা।
জন্মদিনের পার্টির পরেই বাগুইআটিতে বার ড্যান্সারের রহস্যমৃত্যু। অভিজাত আবাসনে দেহ উদ্ধার। গলায় আঘাতের চিহ্ন। বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ।
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা। ২ বছরের শিশু-সহ ৪জনকে পিষে দিল ডাম্পার। বাইকে করে যাওয়ার সময় ধাক্কা। ঘাতক ডাম্পারের চালক আটক।
অভিষিক্তার কাছে উল্টো লেনে ঢুকে অটোয় ধাক্কা অ্যাপ ক্যাবের। নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাড়িকে ধাক্কা। মত্ত অবস্থায় গাড়ি চালানো শিখতে গিয়ে ধাক্কা, দাবি প্রত্যক্ষদর্শীদের।
কার্শিয়ঙে টয় ট্রেনের ধাক্কায় ছাত্রীর মর্মান্তিক মৃত্যু। প্রতিবাদে বিক্ষোভ। শিলিগুড়িতে চলন্ত বাস থেকেই খুলল পিছনের চাকা! অল্পের জন্য পড়ুয়াদের রক্ষা।
West Bengal News Live: ঢোলাহাটে বাজি বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক গ্রেফতার
ঢোলাহাটে বাজি বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক গ্রেফতার। সুরক্ষাকে শিকেয় তুলে ঘরের মধ্যে মিলেছে বিপুল বাজির সম্ভার! দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে বিস্ফোরণকাণ্ডে ব্যবসায়ী পরিবার ও প্রশাসন, দু'পক্ষেরই চরম গাফিলতি সামনে। পুলিশ সূত্রে খবর, বাসন্তী পুজোর জন্য প্রচুর বাজির বরাত পেয়েছিল বণিক পরিবার। অর্ডার মতো সেই সব বাজি তৈরির কাজও শেষ হয়েছিল। পুলিশ সূত্রে খবর, বাড়ির চারটি ঘরের তিনটিতেই তৈরি হয়ে যাওয়া বাজি মজুত করা হয়েছিল। এমনকি তার মধ্যে প্রচুর শব্দবাজিও ছিল। বাড়ির অদূরেই রয়েছে ১০ ফুট বাই ১২ ফুটের কারখানা। জায়গা না কুলনোয়, অর্ডারের বিপুল বাজি ঘরের ভিতরে মজুত করেছিল বণিক পরিবার, খবর পুলিশসূত্রে। উঠছে নজরদারি নিয়ে প্রশ্ন, পুলিশের নাকের ডগায় এই কারবার রমরমিয়ে চলল কী করে! এলাকায় একটা বাড়ির ভিতরে অসচেতনভাবে এত বাজি মজুত হল, কেউ টের পেল না?
WB News Live: সরকারি স্কুলে সাপের তাণ্ডব, যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে সাপ, আতঙ্কে স্কুল বন্ধ হওয়ার উপক্রম
সরকারি স্কুলে সাপের তাণ্ডব, যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে সাপ। আতঙ্কে স্কুল বন্ধ হওয়ার উপক্রম, দাবি প্রধান শিক্ষিকার। ইংরেজবাজার পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের সরকারি আবাসনের স্কুলে চন্দ্রবোড়া থেকে গোখরো! সাপের আতঙ্কে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে পড়ুয়ারা। লাগোয়া সরকারি আবাসনের একাধিক কোয়ার্টারেও সাপের আতঙ্ক।






















