West Bengal News LIVE Updates: অপারেশন সিঁদুর নিয়ে এবার বিতর্কিত মন্তব্য় তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলা সব খবরের আপডেট দেখুন...

Background
অপারেশন সিঁদুর নিয়ে এবার বিতর্কিত মন্তব্য় তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর। পাণ্ডবেশ্বরের বিধায়কের মন্তব্যে সরব শুভেন্দু-সুকান্ত । বিধায়কের বক্তব্য দেশবিরোধী। পোস্ট করে সরব সুকান্তর। NIA-এর তদন্তের দাবি বিরোধী দলনেতার।
West Bengal LIVE: অপারেশন সিঁদুর নিয়ে এবার বিতর্কিত মন্তব্য়
অপারেশন সিঁদুর নিয়ে এবার বিতর্কিত মন্তব্য় তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর। তিনি বলেন, সিঁদুর নিয়ে নাটক করছে বিজেপি, গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা, পাকিস্তানের সঙ্গে ফিটিং। পাণ্ডবেশ্বরের বিধায়কের মন্তব্যে সরব শুভেন্দু-সুকান্ত । বিধায়কের বক্তব্য দেশবিরোধী। পোস্ট করে সরব সুকান্তর। NIA-এর তদন্তের দাবি বিরোধী দলনেতার।
West Bengal News LIVE: কেয়াতলা থেকে ডাক্তারির ছাত্র গ্রেফতার
সাদার্ন অ্যাভিনিউয়ের কেয়াতলা থেকে ডাক্তারির ছাত্র গ্রেফতার। পাটুলি মহিলা থানায় নির্যাতনের অভিযোগ দায়ের তরুণীর। শারীরিকভাবে নির্যাতন, প্রতারণার অভিযোগে মামলা দায়ের। একাধিক অভিযোগে কেয়াতলা থেকে ডাক্তারির ছাত্র গ্রেফতার। তরুণীর বয়ান রেকর্ড করল পুলিশ, করা হল মেডিক্যাল টেস্ট























